Md Rasel Ibtihan

Md Rasel Ibtihan Digital Marketing Expert In Bangladesh. Hi, This Is Rasel. I Am An Expert On Digital Marketing Sector. I Have 5 Years Of Experience In This Sector.

Specially, I Am Google Adwords & Bing Ads Expert. I Also Give You Facebook Ads Manager & Seo Service For Your Website. Thanks For Visiting My Profile.

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
24/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

25/04/2024

লেখাটি ফেসবুক থেকে কালেক্টেড।

একটুর জন্য বেঁচে আসলামঃ

আজকে অফিসের পর শ্যামলিতে এক হাসপাতালে যাই অসুস্থ এক ফ্রেন্ডকে দেখতে। আসার পথে বাসে করে আসতেছিলাম। ধানমন্ডি ২৭ নাম্বার রোডের মোড়ে নামি, রাস্তা ক্রস করে শংকর যাবো। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবো ঠিক তখনই পিছন থেকে কেউ আমাকে হাত দিয়ে ডাক দেয় এবং পিছেনে তাকানোর আগেই তার একটা হাতে কাগজ এবং ওইটা আমার মুখ বরাবর নিয়ে আসতে চায়। সে বলে উঠলো দেখেন তো এইটা কি?

ঘটনা ১ঃ কয়েকদিন আগে ফেসবুকে সেম একটা কাহিনি পড়ি।

ঘটনা ২ঃ গত ২ দিন আগে একটা দোকানে কোল্ড ড্রিংকস কিনতে গিয়ে শুনি সেম কাহিনি হয় একটি ছেলের সাথে। সে নাকি সবকিছু দিয়ে দিয়েছে তার কাছে যা ছিলো। ওই দোকান থেকে দশ হাজার টাকাও তুলতে চেয়েছিলো কিন্তু দোকানদার তার অবস্থা দেখে টাকা তুলতে দেয় নি, বরং বাসায় পাঠিয়ে দেয়।

ব্রেন ওয়ার্ক্স লাইক প্যাটার্ন। এই দুইটি ঘটনা জানি বলেই, পেছন থেকে কাগজসহ ওই হাতটা দেখে আমি ১ সেকেন্ডের ও কম সময়ে মুখ টা সরিয়ে নেই। কিন্তু তাতেও লাভ হয় নি। রাস্তা পার হতে হতেই আমার পা অবশ হতে থাকে পরে আমার হাত। আমি বুঝতে পারি আমার সাথে বাজে কিছু একটা হতে যাচ্ছে। আমি পেছনে ফিরে লোকটাকে এক পলক দেখেও নেই। ভিক্ষুকের মত দেখতে। লুঙ্গি আর সাদা শার্ট পড়া। মুখে দাড়ি, শার্টের বোতাম খোলা। রাস্তা পাড় হয়েই দেখি কতগুলো রিকশা, আমি রিকশায় উঠে পড়ি। রিকশায় উঠে আমি আর বলতে পারছি না কোথায় যাবো। রিকশা ড্রাইভার বলার আগেই দেখলাম রিকশা টান দেয়ার একটা ভাব। হয়তবা সিন্ডিকেট মেম্বার, তখন কাউকে বিশ্বাস করার মত অবস্থা ছিলো না। রিকশায় বসে ব্রেনকে একটিভ রাখার চেষ্টা চালিয়ে যাই আর ঘন ঘন নিঃশ্বাস নেই যেন সেন্স না যায়। বুকের ভেতর কেমন যেন খালি হয়ে যাচ্ছে।

কাগজটার দিকে তাকাই নাই ও ভালো করে তাও এই অবস্থা। শংকর আসতে আসতে নিজেকে কন্ট্রোল এ আনতে পারি। রিকশা জ্যামের মধ্যে দাঁড়ায়। আমি নেমে যাই এবং বাসার নিচে পর্যন্ত চলে আসি। রিকশায় থাকা অবস্থায় আমি ফোন টা বের করে কাউকে যে কল দিবো সেই অবস্থাটুকু ছিলো না।

বাসার নিচে এসে এক পরিচিত এলাকার বড় ভাইকে পাই এবং উনাকে সব ঘটনা খুলে বলি। তারপর উনি আর আরেক ভাইকে নিয়ে বের হই ওকে খুঁজে বের করবো। মোটামুটি ভালো এরিয়া কভার করি কিন্তু খুজে পাই নি।

এইবারের মত কিছু হয়নি। রিকশা থেকে নামার পর থেকেই আমি মোটামুটি সুস্থ। আমার বন্ধুবান্ধব, আআত্মীয়-স্বজন যারাই আমার ফ্রেন্ডলিস্ট এ আছেন, কখনো কেউ এরকম কাগজ দিলে তাকাবেন ও না। আর যদি এমন হয়েও যায় আশে পাশে যেকোন শো রুম বা বিশ্বস্ত জায়াগায় চলে যান। বিলিভ মি এক মিলি সেকেন্ড ও লাগবে না আপনাকে বশ করতে। আমি বেঁচে আসতে পেরেছি তার কারণ আগেই বললাম, ব্রেন ওয়ার্ক্স লাইক প্যাটার্ন। এই জিনিস গুলো পড়েছি এবং শুনেছি। তাই কাগজ দেখার সাথে সাথে ব্রেন বুঝে ফেলেছে এবং সাব কন্সাস মাইন্ড আমার মুখটা সরিয়ে নেয়। কারণ ঘটনা এত দ্রুত হবে আপনি বুঝে কিছু করতে পারবেন না, ততক্ষণে অনেক দেরি। কাগজ টা হাতে নিলে বা আরেকটু সময় থাকলে হয়তো কোন রাস্তায় সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে থাকতাম। আর আমি সাথে সাথে কোন একশন বা ছবি তোলার মত কোন কাজ করতে পারি নি, কারণ আমি বুঝতে পেরেছি বাসায় পৌঁছাই আগে, তারপর যা হওয়ার হবে।

আপনারা নিজেও সতর্ক থাকুন, অন্যদেরকেও সতর্ক রাখুন।

Address

Muhammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rasel Ibtihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share