Kazi Bhai

Kazi Bhai Finding joy in every moment and living with purpose

10/08/2024

বাঙালিরে কথা কইতে দিলে তার আর কিছুই লাগেনা। এই দেখেন আমারে। আমার এখন দিনে ২ বেলা না খাইলেও হয়। কারন কথা কইতাছি। সুতরাং যারাই দেশ চালাইবেন। চুরি করেন আর ডাকাতি করেন কথা কইতে বাধা দিয়েন না। কথা কইতে বাধা দিতে চাইছিলো দেইখাই কিন্ত এই বাংলার মাটিতে বার বার বিপ্লব হইছে। ৫২ থেকে শুরু!

09/08/2024

দেখেন ভাই আমার কথা সিম্পল আগের সরকারের সময়ে বিরোধিতা করতে পারতাম না। প্রশ্ন তুলতে গেলে রোষানলের স্বীকার হইতাম। এবারো যদি তাই হয় তাইলে আমরা পরাধীন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমার কখনোই সরকার দলে থাকার ইচ্ছা ছিলোনা।আমি বিপক্ষে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ভুল না ধরলে শুধরাবেন কিভাবে। আশা রাখবো নতুন সরকারের প্রতি আপনারা কথা শুনবেন ও সমালোচনাকে ইতিবাচকভাবে দেখবেন। রসিকতাকেও গ্রহণ করতে হবে।

সৃষ্টিকর্তা বাংলাদেশের মানুষকে রাজনৈতিক হেদায়েত দান করুন।

08/08/2024

বৈষম্য বিরোধী আন্দোলন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্য বিরোধী যুব আন্দোলন

বৈষম্য বিরোধী সমন্বয়ক আন্দোলন

বৈষম্য বিরোধী স্বেচ্ছাসেবক আন্দোলন

বৈষম্য বিরোধী কৃষক আন্দোলন

বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলন

বৈষম্য বিরোধী ইসলামি আন্দোলন

বৈষম্য বিরোধী প্রগতিশীল আন্দোলন

বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন

বৈষম্য বিরোধী চাকুরিজীবী আন্দোলন

বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধা আন্দোলন

বৈষম্য বিরোধী আদিবাসী আন্দোলন

কমেন্ট ফর মোর!

সবার জন্য উন্মুক্ত আছে। যেখানে ইচ্ছা ঢুকতে পারেন। 🙂

মাইনকার চিপা প্রো ম্যাক্স! এই পোস্ট না পইড়া যাইবেন কই!?তারেক রহমান এবং শেখ জামাল উভয়ই আমার স্কুলের বড় ভাই এমন এক স্কুলে ...
07/08/2024

মাইনকার চিপা প্রো ম্যাক্স! এই পোস্ট না পইড়া যাইবেন কই!?

তারেক রহমান এবং শেখ জামাল উভয়ই আমার স্কুলের বড় ভাই এমন এক স্কুলে পড়ছি এই আন্দোলনের বিপক্ষে নিঝুম ভাই পক্ষে মতিন ভাই। রাসেল ভাই নাকি ইভ্যালি আবার চালু করবে। সাবেক মন্ত্রী বিপু ভাই নাই হয়ে গেলো। স্কুল প্রিন্সিপাল শামিম ভাই আবার ব্রিগেডিয়ার জেনারেল। আর্মি ক্যাম্প হইলো আমার স্কুল ক্যাম্পাসে। এইটা আবার গণভবনের বিপরীতে। আবদুন নুর তুষার ভাই অন্যায়ের বিরুদ্ধে বলেই যাচ্ছে। রেমিয়ান ছোটভাইরা এখন মোহাম্মদপুরের শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করছে জনগণ ও ছাত্রদের সাথে মিলে। ওইদিকে ছোটভাই ক্যাপ্টেন রিদনান সালেহ মোহাম্মদপুর জোনের নিরাপত্তা দিয়ে যাইতেছে।দেশের এই ক্রান্তিলগ্নে আমিই একমাত্র অথর্ব যে শুধু শুধু দেখে যাই Reactবিহীন থেকে যাই। 😭

নতুন বাংলাদেশেও চাই রেমিয়ানরা এগিয়ে থাক!

আর আসল কথায় আসি ছোট ভাই শহীদ ফারহান ফায়াজের জন্য কিছু করবেন বড়ভাইদের কাছ থেকে এই টুকু আশা করি।

Kazi Ayon
3269
Batch 2012

06/08/2024

ক্ষমা করতে পারলে করবো। আর যাই করবেন আইনের সুশাসন নিশ্চিত করে আইনি ব্যবস্থা নিবেন। নিজে প্রতিশোধ নিতে যাবেন না প্লিজ!

05/08/2024

টাইগার আভি জিন্দা হে দেইখা পাবলিক যেভাবে র কে ভেবে নিয়েছে। এইডা আপার ঘরের পিছনের চাষ করা গাঞ্জা খাওয়ার ইফেক্ট। 😐

রাজনৈতিক হেদায়েত দাও আল্লাহ এই জনগণরে! 🤲

তোমাগো মত গর্দভের জন্য আপায়ই ঠিকাছিলো।
#চালাইদেন

05/08/2024

এইবার একটু খ্যামা দেন!

04/08/2024

যেকোন একটা দেশের সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যদি পার্থক্য না বুঝেন আল্লাহর ওয়াস্তে রাজনীতি করা ছেড়ে দেন। সরকার বলতে একটা সামষ্টিক এনটিটি। সরকার আইন শৃঙ্খলাবাহিনী, গণমাধ্যম, ধর্মীয় চেতনা এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগকেও ব্যবহার করে ফেলেছে ছাত্র ও জনগণের বিরুদ্ধে। আর কি বাকি আছে? সরকারের কারো রক্ত ঝড়ে নাই। এর ভাইসভার্সাও অনেক কিছুই হয়েছে কিন্তু সেটার দায়ভারও দায়িত্বশীলদের। দায়িত্বশীলরা দায়িত্ব পালনে ব্যর্থ।

বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখতাম এই কাজগুলা প্রশাসন করতো। নিজের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকেও ব্যবহার করতো আবার সাধারণ ছাত্রদের ব্যবহার করতো মাঝে মাঝে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের, আইনশৃঙ্খলা বাহিনীও ব্যবহার করতো। সেইম স্ট্র‍্যাটেজি ক্ষেত্রটা শুধু বড় আর ছোট। যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সকলেই বুঝবেন। সরকার আর আওয়ামী লীগ এক জিনিস না। কোনদিন রাজনীতি না করা লোকটাও দেখবেন সরকারের অংশ হয়েছে। আবার দেখবেন আজীবন রাজনীতি করা লোকটা সরকারের অংশ হতে পারে নাই। গতকালের চট্টগ্রামের ঘটনাটা দেখুন।

চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর জন্য এত মানুষ রাস্তায় নামছে। মহিউদ্দিন চৌধুরী আওয়ামীলীগের ভালবাসার মানুষ ছিলেন। চট্টগ্রামের মানুষ তার প্রতি ভালবাসার খাতিরে রাজপথে নেমেছিলো। ২০১৬ তে তার জানাজায় ২ লক্ষ মানুষ হয়েছিলো। এমন পপুলার নেতা নিকট অতিতে কেউ ছিলোনা। বাট অন্যান্য জায়গায় এমনটা দেখা যায় নাই।

সরকার চাইলে যে কাউকে যেকোন সময় ইউজ করে দিতে পারে। বিশ্বরাজনীতির ইতিহাস অন্তত তাই বলে। পরিবর্তন যদি হয়ই তবে সে পরিবর্তন যেন দীর্ঘস্থায়ী ও শান্তির হয় এবং এই ইউজ করে দেয়ার কালচারটা যেন রিপিট না হয়।

একটা মানুষেরও মৃত্যুও কাম্য না। প্রত্যেকটা প্রাণ অমূল্য ছিলো। প্রত্যেকের পরিবারের জন্য সমবেদনা। বুকের চাপটা আর সহ্য হচ্ছে না।

কিন্ত ইতিহাসে ফিনিক্স পাখির উদাহরণ বারবারই আসে।

সৃষ্টিকর্তা বাংলাদেশের মানুষকে রাজনৈতিক হেদায়েত দিক এই দোয়া করি।

আরেকটা কথা যদি পরিবর্তন আসলেই আসে তবে যেন সেটা সাস্টেইনেবল হয়। যুদ্ধ জেতার পর প্রথম কাজ শান্ত হয়ে চিন্তা করা। প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসা।

আমার এই পোস্টের জন্য হয়তো কেউ আমাকে ভুল বুঝবেন না। এটা আমার রিয়েলাইজেশন। একেবারে ব্যক্তিগত। নিজের মতামত দিতেই পারেন। শত্রুতা করে লাভ নাই। সবই সময়। সময় সৃষ্টিকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি।

#সমাজবিজ্ঞানী

04/08/2024

ইন্টারনেট আসা যাওয়ার যে ব্যাপারটা কিছুটা ফিজিকাল ইন্টারকোর্সের মত হয়ে যাচ্ছে। 👌

03/08/2024

না মানে এভাবে শিডিউল চেঞ্জ করলে তো সমস্যা 😔

Danish Bangla Alliance DBA 🇩🇰🇧🇩
30/07/2024

Danish Bangla Alliance DBA 🇩🇰🇧🇩

Address

Chittagong

Telephone

+8801400712015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share