04/08/2024
যেকোন একটা দেশের সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যদি পার্থক্য না বুঝেন আল্লাহর ওয়াস্তে রাজনীতি করা ছেড়ে দেন। সরকার বলতে একটা সামষ্টিক এনটিটি। সরকার আইন শৃঙ্খলাবাহিনী, গণমাধ্যম, ধর্মীয় চেতনা এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগকেও ব্যবহার করে ফেলেছে ছাত্র ও জনগণের বিরুদ্ধে। আর কি বাকি আছে? সরকারের কারো রক্ত ঝড়ে নাই। এর ভাইসভার্সাও অনেক কিছুই হয়েছে কিন্তু সেটার দায়ভারও দায়িত্বশীলদের। দায়িত্বশীলরা দায়িত্ব পালনে ব্যর্থ।
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখতাম এই কাজগুলা প্রশাসন করতো। নিজের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকেও ব্যবহার করতো আবার সাধারণ ছাত্রদের ব্যবহার করতো মাঝে মাঝে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের, আইনশৃঙ্খলা বাহিনীও ব্যবহার করতো। সেইম স্ট্র্যাটেজি ক্ষেত্রটা শুধু বড় আর ছোট। যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সকলেই বুঝবেন। সরকার আর আওয়ামী লীগ এক জিনিস না। কোনদিন রাজনীতি না করা লোকটাও দেখবেন সরকারের অংশ হয়েছে। আবার দেখবেন আজীবন রাজনীতি করা লোকটা সরকারের অংশ হতে পারে নাই। গতকালের চট্টগ্রামের ঘটনাটা দেখুন।
চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর জন্য এত মানুষ রাস্তায় নামছে। মহিউদ্দিন চৌধুরী আওয়ামীলীগের ভালবাসার মানুষ ছিলেন। চট্টগ্রামের মানুষ তার প্রতি ভালবাসার খাতিরে রাজপথে নেমেছিলো। ২০১৬ তে তার জানাজায় ২ লক্ষ মানুষ হয়েছিলো। এমন পপুলার নেতা নিকট অতিতে কেউ ছিলোনা। বাট অন্যান্য জায়গায় এমনটা দেখা যায় নাই।
সরকার চাইলে যে কাউকে যেকোন সময় ইউজ করে দিতে পারে। বিশ্বরাজনীতির ইতিহাস অন্তত তাই বলে। পরিবর্তন যদি হয়ই তবে সে পরিবর্তন যেন দীর্ঘস্থায়ী ও শান্তির হয় এবং এই ইউজ করে দেয়ার কালচারটা যেন রিপিট না হয়।
একটা মানুষেরও মৃত্যুও কাম্য না। প্রত্যেকটা প্রাণ অমূল্য ছিলো। প্রত্যেকের পরিবারের জন্য সমবেদনা। বুকের চাপটা আর সহ্য হচ্ছে না।
কিন্ত ইতিহাসে ফিনিক্স পাখির উদাহরণ বারবারই আসে।
সৃষ্টিকর্তা বাংলাদেশের মানুষকে রাজনৈতিক হেদায়েত দিক এই দোয়া করি।
আরেকটা কথা যদি পরিবর্তন আসলেই আসে তবে যেন সেটা সাস্টেইনেবল হয়। যুদ্ধ জেতার পর প্রথম কাজ শান্ত হয়ে চিন্তা করা। প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসা।
আমার এই পোস্টের জন্য হয়তো কেউ আমাকে ভুল বুঝবেন না। এটা আমার রিয়েলাইজেশন। একেবারে ব্যক্তিগত। নিজের মতামত দিতেই পারেন। শত্রুতা করে লাভ নাই। সবই সময়। সময় সৃষ্টিকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি।
#সমাজবিজ্ঞানী