
20/05/2025
জী! আপনি একটি দেশী ময়না,শালিক ও টিয়া পালন করেন, সারা দেশী পাখিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন! কিভাবে???
* ধরেন আপনি একটি টিয়া,ময়না বা শালিক পালন করছেন,তাকে কথা শিক্ষালেন।কিছু খেলাও শিক্ষালেন। আপনার বাসায় মেহমান আসলো আর সে আপনার পাখিকে দেখে তার ক্র*য় করা বা পালন করার ইচ্ছে হইল।এইভাবে গড়ে আপনার বাসায় বছরে মেহমান আসে ৮০-১০০ জন তার মধ্যে ৫০ জনের টিয়া ও ময়না পালনের ইচ্ছে প্রকাশ করল।আর আপনার এলাকায় আপনাকে দেখে ১০০ জন টিয়া ও ময়না পালনে ইচ্ছা প্রকাশ করল।তাহলে বছরে গড়ে ১৫০টি টিয়া বা ময়না আপনি মৃ*ত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।
আমাদের জনসংখ্যা ১৮ কোটি তার মধ্যে আপনার মত শ*য়তান বা ভিলেন আছে ৩ লাখ। তাহলে হিসাব করে দেখেন কত টিয়া,ময়না,শালিক প্রতি বছর আপনার জন্য বন্ধি বা মা*রা যাচ্ছে।
ভাই,অনেক দিন ধরে টিয়া পাখিটা পালি এখন কি ছেড়ে দিবো?
মনে করেন আপনার শরীরের একটা যায়গা ক্যান্সার হয়েছে মানে আংগুলে, ডাক্তার বলল আপনার আংগুল কেটে ফেললে আর ছড়াবে না জীবানু।তাহলে কি করবেন? আংগুল কে*টে ফেলে জীবন বাচাঁবেন।
দেশী পাখি না, বিদেশী পোষা পাখি বাজেরিগার পালন করেন আর দেহ ও মন ভাল রাখুন।
-লেখক সুলতান বাবু
সাধারণ সম্পাদক
বাজেরিগার সোসাইটি অফ বাংলাদেশ।