দৈনিক নতুন ভোর

দৈনিক নতুন ভোর একটি প্রিন্ট ও অনলাইন দৈনিক পত্রিকা

01/07/2025

আমি চাই জ্ঞান বিজ্ঞানে আগামীতে তোমরা সাভারের মুখকে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে উজ্জ্বল করোঃ

সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যকালে ঢাকা জেলা বিএনপির সাবেক

যুগ্ম সাধারণ সম্পাদক - মোঃ খোরশেদ আলম

01/07/2025

গত বছর জুলাই আগস্ট ছাত্র- জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে থেকে এভাবেই সাহস যুগিয়েছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম।

গত বছরের ৩ আগস্ট যখন সারা দেশ আন্দোলনে উত্তাল তখন ছাত্র-জনতার সাথে রাজপথে নামেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম। কোটা সংস্কারের দাবি থেকে থেকে শুরু করে ততক্ষণে আন্দোলন পরিণত হয় স্বৈরাচার পতনের এক দফায়। সেই সময়‌ দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে অংশ নিয়ে এভাবেই আন্দোলনরত ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন রাজপথে থেকে স্বেচ্ছাসেবক দলের এই নেতা।

28/06/2025
এবারের ঈদকে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই।বলেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি , জাতীয় ঈদগাহের প্রধান ...
06/06/2025

এবারের ঈদকে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই।বলেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি ,

জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল ০৭:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।এ বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহে এবং ১৬২১টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঈদ জামাতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।ডিএমপি কমিশনার।

সাহেদ চৌধুরী :
আজ শুক্রবার (৬ জুন ২০২৫খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। নির্বিঘ্নে ঈদ উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, এ বছর জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পুরো জাতীয় ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পেশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা সুইপিং করা হবে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেসক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশপথ সমূহে আর্চওয়ের মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশপথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে আনা যাবে না। জামাত শেষে তাড়াহুড়ো না করে সুশৃঙ্খলভাবে বের হবেন। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাবেন। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। সকলকে ডিএমপি প্রদত্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা বলেন, ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিগণ যাতে সহজে যাতায়াত করতে পারেন এজন্য জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশে চারটি স্থানে সকাল ৬:০০ ঘটিকা হতে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত ডাইভারশন/রোড ব্লক থাকবে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানে আসা
সর্বসাধারণের গাড়ি পার্কিং এবং ডাইভারশন চলাকালীন যানবাহন চলাচলের বিকল্প রাস্তা সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিয় সাভার পৌরবাসী, আসছে পবিত্র ঈদুল আযহা আপনাদের সকলের জীবনে বয়ে আসুক সুখ শান্তি ও অনাবিল আনন্দ। ঈদের আনন্দ আপনাদের প্...
06/06/2025

প্রিয় সাভার পৌরবাসী, আসছে পবিত্র ঈদুল আযহা আপনাদের সকলের জীবনে বয়ে আসুক সুখ শান্তি ও অনাবিল আনন্দ। ঈদের আনন্দ আপনাদের প্রতিটা ক্ষণ আনন্দময় করে তুলবে এই কামনা রইলো।

মোঃ মেহেদী হাসান মাসুম

আহবায়ক,সাভার পৌর স্বেচ্ছাসেবক দল

সাভার, ঢাকা

21/05/2025

সংবাদ সম্মেলন

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নতুন ভোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক নতুন ভোর:

Share