FixIt Lab BD

FixIt Lab BD "টেক টিপস,✅ গ্যাজেট রিভিউ ও বাস্তব সার্ভিসিং সমাধান – FixIt Lab BD"✅
ফলো করে পাশে থাকুন👇
https://www.facebook.com/fixtllabbd

📱 আপনার ফোনের ব্যাটারি ধ্বংস করছে এই ৫টি চার্জিং মিথ!আমরা অনেকেই কিছু প্রচলিত ভুলে প্রতিদিনই ক্ষতি করছি আমাদের প্রিয় স্ম...
18/07/2025

📱 আপনার ফোনের ব্যাটারি ধ্বংস করছে এই ৫টি চার্জিং মিথ!

আমরা অনেকেই কিছু প্রচলিত ভুলে প্রতিদিনই ক্ষতি করছি আমাদের প্রিয় স্মার্টফোনের ব্যাটারির!
এই ভিডিওতে দেখে নিন এমন ৫টি মিথ যা হয়তো আপনিও বিশ্বাস করেন!

▶️ বিস্তারিত প্রথম কমেন্টে!

⚠️ ভুল তথ্যে নয়, প্রযুক্তির আসল সত্য জানুন!

#ব্যাটারি

📱 আপনার ফোন কি আসল নাকি ক্লোন? মাত্র ১ মিনিটেই করুন যাচাই!বর্তমান বাজারে এমন অনেক স্মার্টফোন রয়েছে, যেগুলো বাইরে থেকে দে...
14/07/2025

📱 আপনার ফোন কি আসল নাকি ক্লোন? মাত্র ১ মিনিটেই করুন যাচাই!

বর্তমান বাজারে এমন অনেক স্মার্টফোন রয়েছে, যেগুলো বাইরে থেকে দেখতে একদম আসল ফোনের মতো হলেও ভেতরে থাকে নিম্নমানের হার্ডওয়্যার ও সফটওয়্যার। এগুলোই ক্লোন বা নকল ফোন—যা আপনার নিরাপত্তা এবং ব্যবহার অভিজ্ঞতায় বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে চিন্তার কিছু নেই। নিচের কিছু সহজ কৌশলেই আপনি বুঝতে পারবেন, আপনার ফোনটি আসল কিনা।

🔍 যাচাইয়ের ৪টি সহজ উপায়:

✅ ১. IMEI নম্বর চেক করুন:
ডায়াল করুন * #06 #
স্ক্রিনে যে ১৫ ডিজিটের IMEI নম্বরটি আসবে, সেটি লিখে রেখে প্রবেশ করুন www.imei.info সাইটে।
সঠিক ব্র্যান্ড, মডেল, রিলিজ ডেট ইত্যাদি তথ্য যদি মিলে যায়, তাহলে ফোনটি আসল হওয়ার সম্ভাবনা বেশি। তথ্য না মিলে গেলে সাবধান হন!

✅ ২. ফোনের সেটিংস ঘেঁটে দেখুন:
Settings > About Phone-এ গিয়ে ফোনের মডেল, ভার্সন, ও নির্মাতার তথ্য নিন। এরপর গুগলে এই তথ্য সার্চ করে ব্র্যান্ডের অফিসিয়াল ডেটার সাথে মিলিয়ে নিন।

✅ ৩. ফোনের কার্যক্ষমতা পর্যবেক্ষণ করুন:
ক্লোন ফোন সাধারণত স্লো হয়ে যায়, গেম বা একাধিক অ্যাপ চালাতে গিয়ে হ্যাং করে। এছাড়া ব্যাটারির ব্যাকআপ কম, ক্যামেরার কোয়ালিটি খারাপ এবং স্ক্রিন রেজুল্যুশন অস্পষ্ট হয়।

✅ ৪. ব্র্যান্ডের ওয়েবসাইটে যাচাই করুন:
স্যামসাং, শাওমি, অপ্পো, রিয়েলমি ইত্যাদি কোম্পানির ওয়েবসাইটে সিরিয়াল নম্বর যাচাই করার অপশন থাকে। সেখানে গিয়ে যাচাই করতে পারেন ফোনটি আসল কিনা।

⚠️ ক্লোন ফোন কেন বিপজ্জনক?

– নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি
– ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে
– দ্রুত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি
– কোনো সফটওয়্যার আপডেট আসে না
– রিসেল ভ্যালু প্রায় থাকে না

👉 সতর্ক থাকুন:
অফার বা “কম দামে ব্র্যান্ড নিউ” বলে কেউ ফোন দিতে চাইলে প্রথমেই যাচাই করুন। বিশ্বস্ত দোকান বা অফিসিয়াল স্টোর থেকেই ফোন কেনাই সবচেয়ে নিরাপদ।

📢 আপনার আশেপাশে কেউ ফোন কিনছেন? এই তথ্যটি তাদের সঙ্গে শেয়ার করুন।

🚨 Google Chrome-এর দিন কি শেষ?OpenAI এবার আনছে তাদের নিজস্ব AI চালিত ব্রাউজার — যা বদলে দিতে পারে ইন্টারনেট ব্যবহারের পু...
13/07/2025

🚨 Google Chrome-এর দিন কি শেষ?
OpenAI এবার আনছে তাদের নিজস্ব AI চালিত ব্রাউজার — যা বদলে দিতে পারে ইন্টারনেট ব্যবহারের পুরো অভিজ্ঞতা!

এই ব্রাউজারে থাকবে ChatGPT-এর মতো চ্যাট ইন্টারফেস, যেটা আপনার হয়ে নিজেই অনেক কাজ করে দিতে পারবে —
✔️ ফরম পূরণ
✔️ টিকিট বা হোটেল বুকিং
✔️ এমনকি সরাসরি সার্চ ছাড়াই আপনাকে ফলাফল দেখাবে!

এক কথায় — এটা হতে পারে Google Chrome-এর শক্ত প্রতিদ্বন্দ্বী।

🔍 বিস্তারিত প্রথম কমেন্টে ✅

📱 শিক্ষার্থীদের জন্য সেরা ৫টি অ্যাপ!স্মার্টফোন শুধু বিনোদনের জন্য নয়—সঠিক অ্যাপ ব্যবহারে এটি হতে পারে আপনার পড়াশোনার পার...
12/07/2025

📱 শিক্ষার্থীদের জন্য সেরা ৫টি অ্যাপ!

স্মার্টফোন শুধু বিনোদনের জন্য নয়—সঠিক অ্যাপ ব্যবহারে এটি হতে পারে আপনার পড়াশোনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট!

🔎 এখানে থাকছে এমন ৫টি অ্যাপ, যা আপনাকে পড়াশোনায় দিবে বাড়তি গতি ও মনোযোগ:

✅ Google Keep – নোট নেওয়ার সহজ ও ঝামেলামুক্ত উপায়।
✅ Microsoft Lens – বই বা বোর্ডের লেখা স্ক্যান করে ডিজিটাল নোটে রূপান্তর।
✅ Forest – মনোযোগ ধরে রাখলে গাছ জন্মাবে! একদম গেমের মতো।
✅ Google Calendar – রুটিন, রিমাইন্ডার আর সময় ব্যবস্থাপনায় সেরা সহায়তা।
✅ Khan Academy – ঘরে বসেই শেখা যাবে গণিত, বিজ্ঞানসহ আরও অনেক কিছু।

📌 কোন অ্যাপটি আপনার সবচেয়ে পছন্দের? কমেন্টে জানাতে ভুলবেন না!
🔁 পোস্টটি শেয়ার করে রাখুন, কাজে লাগবেই!

#শিক্ষার্থী #বাংলা_টিপস

🔌 প্রিপেইড মিটারে জরুরি কিছু কোড – জেনে নিন কাজে লাগবে! 🔌আপনার প্রিপেইড মিটারটি বুঝে ব্যবহার করতে চাইলে নিচের কোডগুলো জে...
11/07/2025

🔌 প্রিপেইড মিটারে জরুরি কিছু কোড – জেনে নিন কাজে লাগবে! 🔌

আপনার প্রিপেইড মিটারটি বুঝে ব্যবহার করতে চাইলে নিচের কোডগুলো জেনে রাখা জরুরি ⬇️

📋 প্রয়োজনীয় কোডসমূহ:

✅ 800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ
✅ 801 : বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ
✅ 802 : বর্তমান তারিখ দেখা
✅ 803 : বর্তমান সময় দেখা
✅ 804 : মিটারের সিরিয়াল নাম্বার
✅ 806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ
✅ 807 : মিটারের অবস্থা দেখা
✅ 808 : বর্তমান সংযুক্ত লোড
✅ 809 : ট্যারিফ সূচক দেখা
✅ 810 : ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ
✅ 811 : ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করা
✅ 812 : সংকেত (Alarm) বন্ধ করা
✅ 813 : কত দিনের বিদ্যুৎ ব্যবহার হয়েছে
✅ 814 : চলতি মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ
✅ 815 : সর্বশেষ রিচার্জের তারিখ
✅ 816 : সর্বশেষ রিচার্জের সময়
✅ 817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ
✅ 819 : বিদ্যুৎ বন্ধ হওয়ার সময়

🛠️ আপনার মিটার সম্পর্কে সচেতন হোন, বিদ্যুৎ ব্যবহার আরও সাশ্রয়ী করুন!

📲 পোস্টটি শেয়ার করুন, কাজে লাগতে পারে আপনার বন্ধু বা প্রতিবেশীরও!

#বিদ্যুৎ_বাঁচান

আপনি যদি ডিজিটাল কাজ করেন—যেমন কনটেন্ট তৈরি, লেখালেখি, ডিজাইন, মার্কেটিং, ভিডিও এডিটিং বা স্রেফ আইডিয়া জেনারেশনের জন্য ক...
10/07/2025

আপনি যদি ডিজিটাল কাজ করেন—যেমন কনটেন্ট তৈরি, লেখালেখি, ডিজাইন, মার্কেটিং, ভিডিও এডিটিং বা স্রেফ আইডিয়া জেনারেশনের জন্য কোনো সহকারী চান—তাহলে এই ৫০টি ফ্রি AI টুল আপনার জন্য হতে পারে একেবারে গেম চেঞ্জার!

চলুন জেনে নেওয়া যাক কোন কোন AI টুলগুলো আপনার প্রতিদিনের কাজকে আরও দ্রুত, সহজ আর পেশাদার করতে পারে:

১) ChatGPT – প্রশ্নের উত্তর, আর্টিকেল লেখা, কোড রিভিউ থেকে শুরু করে সব কিছুতেই সহায়তা করে।
২) Canva AI – প্রেজেন্টেশন, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন দ্রুত তৈরি করতে পারে।
৩) Pictory – লিখিত কনটেন্টকে ভিডিওতে রূপান্তর করে।
৪) Copy.ai – বিজ্ঞাপন কপি, ইমেইল, ক্যাপশন লেখায় সহায়ক।
৫) Jasper – প্রফেশনাল ব্লগ বা মার্কেটিং কনটেন্ট লেখার জন্য আদর্শ।
৬) Grammarly – ইংরেজি লেখার ভুল ধরতে এবং সংশোধন করতে ব্যবহৃত হয়।
৭) Quillbot – যেকোনো লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করতে পারে।
৮) Synthesia – AI স্পিকার দিয়ে ভিডিও তৈরি করতে পারে।
৯) Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন সহজেই তৈরি করে।
১০) Remove.bg – এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে।
১১) Leonardo AI – ফ্যান্টাসি আর্ট বা ডিজিটাল আর্ট তৈরিতে ব্যবহৃত হয়।
১২) Durable – কয়েক সেকেন্ডেই ওয়েবসাইট বানিয়ে ফেলে।
১৩) SlidesAI – লিখিত কনটেন্টকে স্লাইডে পরিণত করে।
১৪) Runway ML – ভিডিও এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ ইত্যাদির জন্য চমৎকার।
১৫) Tome – গল্পভিত্তিক ইন্টার‍্যাকটিভ প্রেজেন্টেশন বানাতে সহায়ক।
১৬) Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট এবং লেখালেখিতে সাহায্য করে।
১৭) Krisp – কল করার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কেটে দেয়।
১৮) Cleanup.pictures – ছবির অবাঞ্চিত অংশ মুছে ফেলে।
১৯) Replika – AI-ভিত্তিক ভার্চুয়াল বন্ধু বা কথোপকথনের সঙ্গী।
২০) Soundraw – ইউনিক ও রয়্যালটি ফ্রি মিউজিক তৈরি করে।
২১) Beatoven – ভিডিওর জন্য ইমোশন-বেইজড সঙ্গীত তৈরি করে।
২২) Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্টের জন্য মজার টুল।
২৩) Lumen5 – আর্টিকেল থেকে ভিডিও বানায়।
২৪) Descript – ভয়েস এডিটিং ও ভিডিও সম্পাদনা টেক্সট দিয়ে করা যায়।
২৫) Kaiber – AI দিয়ে অসাধারণ অ্যানিমেটেড ভিডিও বানায়।
২৬) AutoDraw – হাতের আঁকা ছবিকে নিখুঁত ডিজাইনে রূপ দেয়।
২৭) ElevenLabs – বাস্তবধর্মী ভয়েস তৈরি করে।
২৮) Heygen – রিয়েলিস্টিক ফেস ও ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে।
২৯) Writesonic – কনটেন্ট ও কপি রাইটিং সহজ করে।
৩০) Play.ht – লেখাকে ভয়েসে রূপান্তর করে।
৩১) Papercup – ভিডিওর ভাষা বদল করে ডাব করে।
৩২) AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প লেখায় ব্যবহৃত হয়।
৩৩) TTSMaker – লেখাকে স্পিচ ফরম্যাটে রূপ দেয়।
৩৪) Magic Eraser – ছবির নির্দিষ্ট অংশ মুছে দিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫) Designs.ai – সব ধরনের ডিজাইন, লোগো ও ভিডিও তৈরি করে।
৩৬) Midjourney – পাঠ্য থেকে আকর্ষণীয় ইমেজ তৈরি করে।
৩৭) TinyWow – ফ্রি ফাইল টুলস, পিডিএফ কনভার্টার, ইমেজ রিসাইজ ইত্যাদিতে ব্যবহৃত হয়।
৩৮) ChatPDF – PDF ফাইল পড়ে সারাংশ বা প্রশ্নের উত্তর দেয়।
৩৯) Scalenut – SEO ফ্রেন্ডলি কনটেন্ট রিসার্চ ও প্ল্যান করতে সাহায্য করে।
৪০) INK – AI রাইটিং ও SEO অপটিমাইজেশন একসাথে করে।
৪১) DeepL Translator – সবচেয়ে নিখুঁত অনুবাদের জন্য বিখ্যাত।
৪২) OpenArt – ইউনিক আর্ট ও ডিজিটাল চিত্র তৈরি করে।
৪৩) NameSnack – AI দিয়ে ব্যবসার জন্য নাম সাজেস্ট করে।
৪৪) Tidio – ওয়েবসাইটের জন্য স্মার্ট চ্যাটবট তৈরি করে।
৪৫) FormX.ai – ডকুমেন্ট থেকে তথ্য স্ক্যান করে বের করে আনে।
৪৬) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭) Zyro AI Writer – ওয়েব কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে।
৪৮) Hugging Face – হাজারো AI মডেল ও টুলের হাব।
৪৯) Adobe Firefly – AI দিয়ে প্রফেশনাল ডিজাইন বানাতে সহায়ক।
৫০) Illustroke – লেখাকে SVG ইলাস্ট্রেশনে রূপান্তর করে।

🔥 Starlink এর দিন শেষ চলে আসছে গুগলের  Taars 👍গুগল নিয়ে এসেছে নতুন প্রযুক্তি "Taara" — যেখানে তার ছাড়াই আলো দিয়ে ইন্টারন...
05/07/2025

🔥 Starlink এর দিন শেষ চলে আসছে গুগলের Taars 👍
গুগল নিয়ে এসেছে নতুন প্রযুক্তি "Taara" — যেখানে তার ছাড়াই আলো দিয়ে ইন্টারনেট চালানো যায়!

১০০ গুণ বেশি স্পিড, স্যাটেলাইটের চেয়েও কম খরচে!
বিস্তারিত জানুন নতুন ভিডিওতে 👇

🎬 লিংক প্রথম কমেন্টে।।

🔔 Subscribe করুন: FixIt Lab BD
#বাংলা_টেক #ইন্টারনেট_বিপ্লব

⚠️ ChatGPT ব্যবহার করে ভুল করে যদি এই ৫টি তথ্য শেয়ার করে ফেলেন—আপনিও হতে পারেন প্রতারণার শিকার!⛔ অনেকেই জানেন না AI চ্যা...
29/06/2025

⚠️ ChatGPT ব্যবহার করে ভুল করে যদি এই ৫টি তথ্য শেয়ার করে ফেলেন—আপনিও হতে পারেন প্রতারণার শিকার!

⛔ অনেকেই জানেন না AI চ্যাটবটে কী শেয়ার করা বিপজ্জনক হতে পারে।

🎥 ভিডিও লিংক: প্রথম কমেন্টে।
👇 দেখে সচেতন হোন, শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন।

#চ্যাটজিপিটি #তথ্যনিরাপত্তা ্কতা

মোবাইল চার্জে আপনার বিদ্যুৎ বিল কত বাড়ে জানেন? জানলে অবাক হবেন!!! কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এর পেছনে কত টাকা বিদ্যুৎ ...
20/06/2025

মোবাইল চার্জে আপনার বিদ্যুৎ বিল কত বাড়ে জানেন? জানলে অবাক হবেন!!!

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এর পেছনে কত টাকা বিদ্যুৎ খরচ হয়?

✅ কোথায় অপচয় হয়
✅ কিভাবে সাশ্রয় করবেন
✅ আর বিদ্যুৎ বিল কমাবেন —
সব কিছু ব্যাখ্যা করেছি এই ভিডিওতে 👇

🎬 দেখুন এখনই: লিংক প্রথম কমেন্টে 👇

🔁 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সচেতন হোন – সাশ্রয় করুন!

#মোবাইল_চার্জ_খরচ #বিদ্যুৎ_বিল

🎯 AI দিয়ে ভিডিও বা কনটেন্ট বানাচ্ছেন? সাবধান হোন!❌ এই ৫টি ভুল করলে আপনার চ্যানেল বা পেজ পড়তে পারে ঝুঁকিতে!✅ জানুন কীভাবে...
13/06/2025

🎯 AI দিয়ে ভিডিও বা কনটেন্ট বানাচ্ছেন? সাবধান হোন!

❌ এই ৫টি ভুল করলে আপনার চ্যানেল বা পেজ পড়তে পারে ঝুঁকিতে!
✅ জানুন কীভাবে AI টুল ব্যবহারে সচেতন থাকবেন, আর এড়িয়ে চলবেন বড় বিপদ।

📺 এখনই দেখুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ⤵
👉 লিংক প্রথম কমেন্টে 👇

🧠 কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার, বা সাংবাদিক – সবার জন্য দরকারি সচেতনতা!

🎧 কম দামে ভালো কলিং ইয়ারবাডস খুঁজছেন?👉 এই BT30 TWS ইয়ারবাডসের রিভিউ মিস করবেন না! 🔹 ENC Noise Reduction 🔹 Real Call Test...
12/06/2025

🎧 কম দামে ভালো কলিং ইয়ারবাডস খুঁজছেন?
👉 এই BT30 TWS ইয়ারবাডসের রিভিউ মিস করবেন না! 🔹 ENC Noise Reduction 🔹 Real Call Test 🔹 ডিজিটাল ডিসপ্লে 🔹 500mAh চার্জিং কেস সব মিলিয়ে এই দামে একটা দারুণ প্যাকেজ।
🔥 ব্যবহার করেছি কয়েকদিন, রিভিউতে বলেছি ভালো-মন্দ সব কিছু!
🎬 দেখুন এই ২ মিনিটের রিয়েল রিভিউ – 👉
লিংক প্রথম কমেন্টে 👇

📢 ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল Gadget BD 7 সাবস্ক্রাইব করে পাশে থাকুন!

>📡 বাংলাদেশে অফিসিয়ালি চালু হলো Starlink ইন্টারনেট!এখন গ্রামে বসেও ৩০০ Mbps স্পিডে নেট চলবে! 😱একটা ডিভাইস থেকেই পুরো গ্র...
09/06/2025

>📡 বাংলাদেশে অফিসিয়ালি চালু হলো Starlink ইন্টারনেট!
এখন গ্রামে বসেও ৩০০ Mbps স্পিডে নেট চলবে! 😱
একটা ডিভাইস থেকেই পুরো গ্রাম ভাগ করে ব্যবহার করা যাবে? 🤯

👇 ভিডিওতে দেখে নিন: লিংক প্রথম কমেন্টে 👇
🎬

⚙️ কীভাবে অর্ডার করবেন
📦 কত খরচ পড়বে
📶 কতদূর রেঞ্জ পাওয়া যাবে
👨‍👩‍👧‍👦 ভাগাভাগি করে ব্যবহার করা যাবে কিনা?

#স্টারলিংক #ইন্টারনেট

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when FixIt Lab BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FixIt Lab BD:

Share