Subbhro Khan

Subbhro Khan I am a simple man in this critical world. Entrepreneur | Web Design & Developer | FilmMaker | Writer.

ভাবতে অবাক লাগে কয়েক মহূর্তের সুখের জন্য মানুষ কত জঘন্য হতে পারে।বর্তমানের বেশীরভাগ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বিছান...
04/05/2025

ভাবতে অবাক লাগে কয়েক মহূর্তের সুখের জন্য মানুষ কত জঘন্য হতে পারে।

বর্তমানের বেশীরভাগ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বিছানা পর্যন্ত যায়। দেখা যায় এক, দুবার নয় নিয়মিত তাদের ফিজিক্যাল মেলামেশা চলতেই থাকে। এক, দুবার প্রোটেকশন নিতে সফল হলেও প্রায়ই বারবার মিলনে অনেকক্ষেত্রেই প্রোটেকশন অসফল হয়ে যায়, একটি নিষ্পাপ শিশু বেড়ে ওঠে মেয়েটির গর্ভে, অথচ এই নিষ্পাপ শিশুটি অনাকাঙ্ক্ষিত হয়ে দাড়ায় তাদের কাছে, এ যেন তাদের জীবনে এক অনাকাঙ্ক্ষিত ঝামেলা!

শিশুটিকে মারার জন্য এবরশন করে শিশুটির মা! যদিও একজন সত্যিকারের মা কখনোই নিজের সন্তানকে মারতে পারেনা। অথচ গর্ভের শিশুকে গর্ভেই হত্যার পরও তাদের তেমন কোনো পাপবোধ থাকেনা!

একটা মানুষকে হত্যা করলে মানুষ ধিক্কার দেয়, বিচার হয়.. অথচ একটা অনাগত শিশুকে যখন মারা হয়, শিশুটির জেনেটিক্যাল মা - বাবা এটাকে খুব একটা সিরিয়াসলি হত্যা হিসেবে বিবেচনা করেনা, খুবই আশ্চর্যের বিষয়।

যেই ডক্টররা বাধ্য হয়ে বা টাকার জন্য দিনের পর দিন এসব এবরশন করেন তাদের মানসিক অবস্থা কি, আমার জানা নেই, তবে কারো নির্দেশে কাওকে হত্যা করার মতোই হয় সেটা!

আচ্ছা সেই পাষানদিল মা নামক প্রানীকে বলি.. আপনার কি একবার মনে হয়না, যে একটা এবরশন মানে একটা অনাগত শিশুকে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরো টুকরো করে হত্যা করা! যাকে ঝামেলা ভাবছেন সেও একটা মানুষ! সমাজে মুখ দেখাতে পারবেননা বলে নিজের ঔরসজাত সন্তানকে হত্যা মহাপাপ মনে হয়না?

সমাজের চিন্তা থাকলেতো নিয়ন্ত্রণহীনভাবে মেলামেশাই করতেননা। বস্তুত পাশ্চাত্য এই অনিয়ন্ত্রিত সম্পর্কের হার বেশী হলেও ভ্রুণ হত্যার হার বেশী কনজারভেটিভ দেশগুলোয়। পাশ্চাত্যে একজন সিঙ্গেল মাদারের চোখে আঙুল তোলেনা সমাজ। কনজারভেটিভ দেশগুলো আসলে বাহ্যিক দিক থেকে কনজারভেটিভ বাট,ইনার দিক থেকে নয়! ইনার দিক থেকে রক্ষনশীল নয় বলেই তারা লুকিয়ে হোক আর যেভাবে হোক অনবরত দৈহিক সম্পর্ক বজায় রাখে অথচ যখন বাচ্চার ব্যাপারটি আসে তখন তারা বাচ্চাকে মেরে বড্ড সামাজিক হতে চেষ্টা করে! আর যেসব পুরুষ নিজের সন্তানকে এবরশন করাতে বলে, সেসব পুরুষ আসলে কুলাঙ্গার ছাড়া কিছুই নয়! এমন পুরুষদের ভবিষ্যতে বাবা হওয়ার কোনো অধিকার থাকা উচিৎ না!

বিয়ের আগে এমন সম্পর্কে জড়ানোটা আসলে জীবনে ব্লেজিং নয় অভিশাপ হয়েই ধরা দিবে। এটা বললে মানুষ বলবে, যার যা করার সে করবেই, পরামর্শে কান দেবেনা, কিন্তু তবুও যাদের মনে এখনো মনুষ্যত্ববোধ আছে তাদের বলছি.. যতই প্রটেকশন নিন আপনারা বিয়ের আগে অনিয়ন্ত্রিত মিলনে একদিন না একদিন আপনাদের সন্তান পৃথিবীর মুখ দেখতে চাইবেই, আপনারা পাপী বলে তাকেও পাপ ভাববেন? তাকে স্বীকৃতি দিতে না পারার ভয়ে হত্যা করবেন? আরে আপনি যদি স্বীকৃতি দিতে না ই পারেন তবে এই মেলামেশা বাদ দিন,বিয়ে করুন, এরপর আপনার সন্তানকে একটা সুন্দর পৃথিবী উপহার দিন, যেখানে কেউ আপনার সন্তানের ওপর আঙুল তুলতে পারবেনা জন্মের প্রশ্ন করে।

এবরশনের ফলে শুধু একটি শিশুর মৃত্যু হয়না, অনেকক্ষেত্রে ভবিষ্যতে মা হওয়া থেকেও বঞ্চিত হতে পারেন! কেননা জরায়ুমুখের ভেতর থেকে একটা বাচ্চাকে যেভাবে খুঁচিয়ে বের করা হয়, অনেকক্ষেত্রে জরায়ুর ক্ষতি হয়ে যায়, যা ততক্ষনাৎ বোঝা যায়না, পরবর্তীতে যখন আর চাইলেও মা হওয়া যায় না তখন ভালোমতোই বোঝা যায় যে কি ভুল আর কি অপরাধ হয়েছে জীবনে!

আর যারা বিবাহিত হয়েও এবরশন করান তাদের সংখ্যাও নেহাৎ কম নয়, আর তাদের মতো অমানুষ পৃথিবীতে নাই জেনে রাখুন! মানুষের বাঁচার অধিকার আছে, নিজে বাঁচার মতো বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচতে দিন।

©শুভ্র খান।।

27/04/2025

তুমি গরীবের বউ হলে না খেয়ে থাকতা কিন্তু ভালো থাকতা।

গরীব চুল কার্লি না স্ট্রেইট এগুলা বোঝে না, পেটে চর্বি জমেছে নাকি জমেনি তাও দেখে না। একজন গরীব শুধু জানে রাত হলে জড়িয়ে ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে এবং সকাল হলে ভাত খাওয়া যাবে।

তুমি গরীবের বউ হলে শুধু শরীর আর ভাত নিয়ে থাকতে পারতা। আজ তুমি থাকো ডায়াট নিয়ে, ফ্যামিলি প্ল্যান নিয়ে, ফিউচার নিয়ে। চেয়ে দেখো তোমার মাথার চুল যাচ্ছে কমে, শুধুমাত্র চিন্তায় চিন্তায়।

গরীবের বউদের কোন চিন্তা থাকে না, তাদের পেটে থাকে ক্ষুধা, ভাতের চিন্তা। আর কীভাবে কিছু টাকা জমালে নতুন একটা শাড়ি, ব্লাউজ বা জামা কেনা যায় এসব ভাবনা।

এসব ভাবলে তোমার চুল পড়তো না, তোমার ঘুম নষ্ট হতো না, তোমার রূপ নষ্ট হতো না। তুমি থাকতে গরীবের। গরীবের বেশিকিছু লাগে না। এক তোমাকে নিয়ে একজন গরীব কাটিয়ে দিতে পারতো, তুমি বেঁচে আছো, এক বিছানায় ঘুমাও, মাঝে মাঝে আবদার করো এসব দিয়েই গরীবের হয়ে যায়। নিজ স্ত্রীকে নিয়ে সোসাইটিতে তাদের মূলত স্ট্যাটাস ম্যান্টেইন করা লাগে না।

©শুভ্র খান।।

12/02/2025

জুলাই এর হিস্যা সব পক্ষ সুদে আসলে বুঝে নিচ্ছে দেখি। শুধু জনগণের হিস্যাটা বুঝিয়ে দেয়া বাকি, যার জীবনমানের একচুল পরিবর্তনও হয়নি।

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে...
12/02/2025

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।
কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি।
এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!

পুরো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম আমি একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না!🖤

11/02/2025

মঞ্চস্থ্য... আহ্ জীবন...

10/02/2025

কল্পনার কল্পলোকে' কল্পিত কল্পনারা' কল্পনাতেই কাল্পনিক!🖤

10/02/2025

এত ছুটে চলার পরও নিজেকে একই জায়গায় খুঁজে পাওয়া ছাড়া তেমন কিছুই অর্জিত হয়নি.!😔💔

10/02/2025

পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই।
মানুষের কান্না করতে মন চাইলে অপ্রাপ্তিকে বাহানা বানিয়ে নাম দেয় দুঃখ। দুঃখ আগাগোড়া সবটাই কৃত্রিম।

09/02/2025

নিজের সব কিছুই ষোল আনা।
পরের গুলো বাল।

#পরিবার

07/02/2025

৩২ ভাঙার লেজিটিমিটি নিয়া বাইর হইয়া দেখলা কেউ মেয়েদের হল ভাইঙ্গা ঢুকতাছে, ৫২'র স্মৃতি ভাঙতাছে, ৭১ এর ভাষ্কর্য ভাঙতেছে, আরেকজন আবার শিবির করে দাড়ি আছে সে দাঙ্গা বাঁধাইতে ৭ টা কোরআন পোড়াইতেছে, কেউ বামের অফিস ভাঙতেছে, অসংখ্য বাড়ি পোড়াইতেছে। নারী পুরুষ সবাইরে সমানে মারতাছে। চলতেছেই।

বৈছাআ এখন এই উগ্র মবের শুরুওয়াতটার স্টেক হোল্ড তোমরা করছো না? শান্তির ছেলে বসে বসে তখন মজা নিছে।
সকাল হইতে হইতে দ্যাখবা সবার মধ্যে ভাঙনটা শেখাছিনা করতে না পারলেও তোমরা করতে পারছো। এরে ওরে ট্যাগাইতে ট্যাগাইতে আর ভাঙতে ভাঙতে।

Siri! Start the গৃহযুদ্ধ! 🫱🫲

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
07/02/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব।

পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when Subbhro Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subbhro Khan:

Share