
15/10/2024
আলহামদুলিল্লাহ কোরিয়ান নিয়োগকর্তাদের আকৃষ্ট ও EPS-এর নির্ধারিত কোটা পূরণ এবং অধিক পরিমাণ জব অফার ইস্যুর ক্ষেত্র তৈরির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস সিউল-এর উদ্যোগ ও KBIZ-এ কর্মরত জনাব Shaikh Murad Hossain-এর সহযোগিতায় কোরিয়া ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস (KBiz) কর্তৃক প্রকাশিত "중소기업뉴스 KBIZ NEWS" পেপারে গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস সিউল ও KBIZ-এ কর্মরত জনাব Shaikh Murad Hossain’কে বোয়েসেল এর পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ। তাছাড়া এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ এর পরিচালক বিজ্ঞাপন প্রচারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আশা করছি উক্ত কার্যক্রমের কারণে নির্ধারিত কোটা পূরণ সহায়ক হবে।
উক্ত বিজ্ঞাপন নিয়মিত প্রচার করা হবে। বর্ণিত প্রেক্ষাপটে ইপিএস কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পরামর্শ দেয়া হলো। এতে দক্ষিণ কোরিয়াসহ বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে অধিকসংখ্যক ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় গমনের সুযোগ সম্প্রসারিত হবে