মুক্তাগাছা হেল্পলাইন

মুক্তাগাছা হেল্পলাইন মানবিক সেবায় আমরা আছি সব সময় পাশে**

14/08/2025

খুব চমৎকার একটি বিকেল ❤️❤️

ফুল প্রিয় মানুষদের জন্য রইলো ফুলের ভালোবাসা শুভ দুপুর 🌹🌹
09/08/2025

ফুল প্রিয় মানুষদের জন্য রইলো ফুলের ভালোবাসা
শুভ দুপুর 🌹🌹

৫ আগস্ট সরকারি ছুটি
04/08/2025

৫ আগস্ট সরকারি ছুটি

১২ দিন পর আবার কেঁদেছে মাইলস্টোন!দিয়াবাড়ি ক্যাম্পাস আজ খুলেছে, কিন্তু ক্লাস হয়নি।শুধু দোয়া, কান্না আর ধ্বংসস্তূপে দাঁড়িয়...
03/08/2025

১২ দিন পর আবার কেঁদেছে মাইলস্টোন!
দিয়াবাড়ি ক্যাম্পাস আজ খুলেছে, কিন্তু ক্লাস হয়নি।
শুধু দোয়া, কান্না আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্মৃতিচারণ...

শিক্ষার্থীদের চোখে জল—কিন্তু হৃদয়ে সাহস।
সবার মুখে একটাই কথা:
"আমরা হার মানিনি, আমরা ফিরে এসেছি!"
"মাইলস্টোন আবার দাঁড়াবে মাথা উঁচু করে!"

এই ক্যাম্পাস এখন শুধু একটি ভবন নয় —
এটা একতা, সাহস আর বেঁচে থাকার গল্প!
ভাঙা দেয়ালের ভেতরেও জেগে আছে অটুট মনোবল!

🤲 সবাই দোয়া করবেন—
যারা অসুস্থ, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন,
আর যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাঁদের জান্নাতবাসী করেন।
আমিন।🤲

ওজন অনুযায়ী দৈনিক কত গ্লাস পানি পান করা প্রয়োজন
30/07/2025

ওজন অনুযায়ী দৈনিক কত গ্লাস পানি পান করা প্রয়োজন

28/07/2025

মেঘালয় রাজ্য

21/07/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.
উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বি*ধ্ব*স্ত
#নিউজ

21/07/2025

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ISPR জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানান, “একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।”

🔥 ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে, শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

পাইলটদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও এখনো জানা যায়নি।

প্রাণপ্রিয় মুক্তাগাছা মহাবিদ্যালয়
21/07/2025

প্রাণপ্রিয় মুক্তাগাছা মহাবিদ্যালয়

20/07/2025

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

20/07/2025

ময়মনসিংহ চলছে স্কুল কলেজ পর্যায়ে গ্রাফিতি প্রতিযোগিতা। ❤️❤️

25/09/2022

Address

Muktagachha

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তাগাছা হেল্পলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুক্তাগাছা হেল্পলাইন:

Share