muktagachha.com

muktagachha.com সত্য খবর

22/01/2024

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভাবকি- টাংগাইল রোডে

প্রেস নোটজেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহতারিখ-২১/০১/২০২৪ খ্রিঃ।২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর শামীম হত্যার রহস্য উদঘাটন, মূল আস...
21/01/2024

প্রেস নোট
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ
তারিখ-২১/০১/২০২৪ খ্রিঃ।

২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর শামীম হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার।

গত ২০/০১/২০২৪ তারিখ সকাল ০৯.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা '৯৯৯' এর মাধ্যমে জনৈক ব্যক্তি মুক্তাগাছা থানাধীন তারাটি ইউনিয়নের বিরাশী সাকিনস্থ মাদ্রাসার পিছনে জনৈক আঃ সাত্তারের পতিত আবাদী জমির উপর অজ্ঞাতনামা একজন কিশোরের লাশ পাওয়া গেছে বলে জানান। সংবাদ পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি শামীম মিয়া (১৬), পিতা-সিরাজ মিয়া, মাতা-অজুয়া বেগম, সাং-তারাটি(চরপাড়া), থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ-এর লাশ হিসেবে সনাক্ত করতে সক্ষম হয়। ভিকটিম শামীম মিয়া পেশায় একজন অটোচালক। এ সংক্রান্তে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ-২০/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯২/৩০২/২০১, পেনাল কোড ১৮৬০) রুজু করা হয়।

এ ঘটনায় সমগ্র মুক্তাগাছা থানা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম তথ্য-প্রযুক্তি নির্ভর তদন্ত শুরু করে এবং সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঘটনার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তথা ২০/০১/২০২৪ তারিখ সন্ধ্যা ১৭.০০ ঘটিকায় শামীম হত্যাকান্ডে সরাসরি জড়িত মূল হত্যাকারী-

১। মোঃ রাকিবুল ইসলাম (২৩),
পিতা-শফিকুল ইসলাম,
মাতা-মোছাঃ শামছুন্নাহার,
সাং-তারাটি চরপাড়া,
থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ
কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি মোঃ রাকিবুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। বিগত কয়েকদিন যাবত তার কিছু অর্থের বিশেষ প্রয়োজন ছিল। গত প্রায় দুই মাস আগে সে গ্রামীণ ব্যাংক থেকে ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লোন নিয়েছে যা প্রতি সপ্তাহে ৩,০০০/-(তিন হাজার) টাকা কিস্তিতে পরিশোধ করে আসছে। ঋণগ্রস্থ অবস্থায় আসামী কিস্তির টাকা পরিশোধে অপারগ হয়ে গত ১৮/০১/২০২৪ তারিখ বৃহস্পতিবার সকালে প্রতিবেশী অটোচালক ভিকটিম শামীমের সাথে ভাড়া নেওয়া অটো গাড়ীটি বিক্রি করবে মর্মে পরামর্শ করে। সেই মোতাবেক গত ১৯/০১/২০২৪ বিকাল অনুমান ০২.০০ ঘটিকায় মুক্তাগাছা থানা এলাকার ফকিরগঞ্জ বাজার থেকে আসামী এবং ভিকটিম ভাড়ায় চালিত অটো-রিক্সা নিয়ে অনেকক্ষণ বিভিন্ন জায়গায় যত্রতত্র ঘোরাঘুরি করে একসময় জামালপুর জেলার সদর থানাধীন নরুন্দি বাজারে যায়। সেখানে বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় তারা অজ্ঞাত একজন ব্যক্তির কাছে গাড়িটি ১০,০০০/-(দশ হাজার) টাকায় বিক্রি করে। ভিকটিম শামীম এই টাকা হস্তগত করে আসামী রাকিবুলকে মাত্র ২,০০০/-(দুই হাজার) টাকা দিলে আসামী ক্রোধের বশবর্তী হয়ে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীতে সে ভিকটিম শামীমকে কৌশলে ডেকে নিয়ে ঘটনাস্থল মুক্তাগাছা থানার বিরাশি গ্রামের একটি নির্জন জায়গায় যায়। এরপর সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকায় ভিকটিম শামীমের পরিহিত জ্যাকেটের ফিতা টান দিয়ে খুলে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারাটি ইউনিয়নে মাদ্রাসার পিছনে ফেলে রেখে চলে যায়।

আসামী রাকিবুল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
(সংগৃহীত)

21/12/2023

জাতীয় সংসদের সংসদীয় আসন ১৫০ ময়মনসিংহ -৫ এ দ্বাদশ জাতীয় নিবার্চন অংশগ্রহণ করছেন যারা তাদের নাম
# আজহারুল ইসলাম ( গোলাপ ফুল) জাকের পার্টি
# মো: শাহিনুর আলম ( গামছা) কৃষক শ্রমিক জনতা লীগ)
# মো রফিকুল ইসলাম রবি( হাতুড়ি) ওয়ার্কাস পার্টি
# মো সামান মিয়া( আম) এনপিপি
# সালাহউদ্দীন আহমেদ মুক্তি ( লাঙ্গল) জাতীয় পার্টি
# কৃষিবিদ নজরুল ইসলাম ( ট্রাক) স্বতন্ত্র
# এড. বদর উদ্দিন আহমেদ ( ঈগল) স্বতন্ত্র

20/12/2023

ময়মনসিংহ-৫ মুক্তাগাছায় ভোটের মাঠে ---

১.জাতীয় পার্টি ও মহাজুট মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
২.জাসদ মনোনীত মো.শামসুল আলম খান।
৩.জাকের পার্টি মনোনীত প্রর্থী আজহারুল ইসলাম।
৪.বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মো.রফিকুল ইসলাম রবি।
৫.কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী শাহীনুর আলম।
৬.ন‍্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রর্থী সামান মিয়া।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকছেন

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম।

19/12/2023

মুক্তাগাছার সব খবর এক জায়গায়। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।

ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেকনিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান...
28/11/2023

ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের দীর্ঘ এই ফরম্যাটে টাইগারদের হয়ে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার শাহাদত হোসেন দিপুর। (বিস্তারিত আসছে)….

Address

Muktagachha

Website

Alerts

Be the first to know and let us send you an email when muktagachha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share