
04/05/2025
দুঃখজনক ঘটনা!
৩ মে ২০২৫ইং
আমাদের পাহাড় পাবইজান এস. কে. এম. উচ্চ বিদ্যালয়ের সম্মানিত দপ্তরি মোঃ আব্দুর রাজ্জাক ভাই গতকাল গরু কেনার উদ্দেশ্যে চেচুয়া বাজারে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে হয় তাকে।
প্রতারকরা তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে দেয় এবং তার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, সাথে থাকা ব্যাংকের চেক রেখে, মাত্র ৫৭০ টাকা ফেরত রেখে তারা বাকি সব হাতিয়ে নেয়।
এমন ঘটনায় আমরা মর্মাহত। এখনো তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছে তার বাড়িতে। নিরীহ মানুষদের টার্গেট করে যারা এই ধরনের কাজ করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
সবাই সতর্ক থাকুন, অপরিচিত কাউকে খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
--- জনস্বার্থে
এসআর মাল্টিমিডিয়া, বালিয়াপাড়া