SarkarSohel786

  • Home
  • SarkarSohel786

SarkarSohel786 আমি মানুষের কথা বলব।

দুঃখজনক ঘটনা!৩ মে ২০২৫ইংআমাদের পাহাড় পাবইজান এস. কে. এম. উচ্চ বিদ্যালয়ের সম্মানিত দপ্তরি মোঃ আব্দুর রাজ্জাক ভাই গতকাল ...
04/05/2025

দুঃখজনক ঘটনা!

৩ মে ২০২৫ইং
আমাদের পাহাড় পাবইজান এস. কে. এম. উচ্চ বিদ্যালয়ের সম্মানিত দপ্তরি মোঃ আব্দুর রাজ্জাক ভাই গতকাল গরু কেনার উদ্দেশ্যে চেচুয়া বাজারে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে হয় তাকে।

প্রতারকরা তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে দেয় এবং তার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, সাথে থাকা ব্যাংকের চেক রেখে, মাত্র ৫৭০ টাকা ফেরত রেখে তারা বাকি সব হাতিয়ে নেয়।

এমন ঘটনায় আমরা মর্মাহত। এখনো তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছে তার বাড়িতে। নিরীহ মানুষদের টার্গেট করে যারা এই ধরনের কাজ করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

সবাই সতর্ক থাকুন, অপরিচিত কাউকে খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।

--- জনস্বার্থে
এসআর মাল্টিমিডিয়া, বালিয়াপাড়া

বালিয়াপাড়া গ্রামে হিংস্র জানোয়ারের তাণ্ডব – সবাই সাবধান থাকুন!বালিয়াপাড়া গ্রামের অনেক এলাকায় বিড়ালের চোখের সামনে ...
04/05/2025

বালিয়াপাড়া গ্রামে হিংস্র জানোয়ারের তাণ্ডব – সবাই সাবধান থাকুন!

বালিয়াপাড়া গ্রামের অনেক এলাকায় বিড়ালের চোখের সামনে মুরগির বাচ্চা, কবুতরের ছানা ধরে নিয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় প্রতিদিনই ঘটছে। পোষা প্রাণী নিয়ে যারা বাড়িতে পালন করেন, তাদের জন্য সময়টা খুবই আতঙ্কের।

অন্যদিকে কমলাপুর রাবার বাগানের উত্তর পাশে বেওয়ারিশ কুকুরের কামড়ে অনেক ছাগল আহত হয়েছে। আমি নিজে চোখে দেখেছি—মাত্র ২/৩ সপ্তাহ আগে মোঃ কোরপান আলীর ছেলে মোঃ দুলাল মিয়ার একটি ছাগলকে দুইটা কুকুর ঘাড়ে কামড়ে মারাত্মকভাবে জখম করে।

এই অবস্থা চলতে থাকলে আমাদের গ্রামের গরু-ছাগল, হাঁস-মুরগি আর নিরাপদ থাকবে না।
সবাইকে সাবধান থাকার অনুরোধ রইলো।
যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ খুবই জরুরি এখন।

---জনস্বার্থে এস আর মাল্টিমিডিয়া বালিয়াপাড়া

বালিয়াপাড়ায় ইট ভাটার ধোঁয়ায় পুড়ে গেলো দশ একর জমির ধান — কৃষকের আহাজারিবালিয়াপাড়া, আলোচনা কেন্দ্রবিন্দু —স্থানীয়...
26/04/2025

বালিয়াপাড়ায় ইট ভাটার ধোঁয়ায় পুড়ে গেলো দশ একর জমির ধান — কৃষকের আহাজারি

বালিয়াপাড়া, আলোচনা কেন্দ্রবিন্দু —
স্থানীয় একটি ইটভাটা থেকে আগুন নেভানোর সময় নির্গত ধোঁয়ার প্রভাবে বালিয়াপাড়া এলাকার আনুমানিক দশ একর জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫-২০ জন কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।

কৃষকদের দাবি, ইটভাটার আগুন নেভানোর নিয়ম নীতির তোয়াক্কা না করেই হঠাৎ প্রচুর ধোঁয়া ছেড়ে দেওয়া হয়। সেই ধোঁয়ার কারণে আশপাশের পাকা ধানে আগুন লেগে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কয়েকটি জমিতে।

ক্ষতিগ্রস্ত কৃষক লোকমান মিয়া ও হান্নান মিয়া বলেন,
"আমার আড়াই বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। এই ধান বিক্রি করে পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানোর কথা ছিল। এখন আমি সর্বস্বান্ত।"

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা পরিচালনায় সঠিক নিয়ন্ত্রণ না থাকার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, এর সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

একইসাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি —
এভাবে যদি কৃষকের ঘাম ঝরানো ফসল আগুনে পুড়ে যায়, তাহলে তারা কোথায় যাবে? আমাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা আর না ঘটে, তার সঠিক প্রতিকার নিশ্চিত করবে।

26/04/2025

ইট ভাটার আগুন নিবানোর ধোঁয়া লেগে ধানের ফসলের ব্যাপক ক্ষতি বালিয়াপাড়ায়। মনে হয় আগাছা নাশক দিয়ে ঝলসানো হয়েছে,কিন্তু না ইট বাটা নিভানোর সময় যে ধোয়া নির্গত হয় সেই ধোয়া যখন ধান ক্ষেতের যেখানে ওই ধোয়ার কুন্ডলী পড়েছে সেখানে এরকম ঝলসে গেছে।

আমাদের গ্রামীণ কৃষিজীবী সমাজের প্রধান সম্পদ হলো ধান। সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক এলাকায় ইট ভাটার অতিরিক্ত তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের জমিতে ধান গাছ শুকিয়ে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে, এমনকি অনেক ক্ষেতেই পুরো ফসলই নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় কৃষকের ক্ষতির পরিমাণ দিনদিন বেড়েই চলেছে।

আমরা দাবি জানাই—প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং ইট ভাটার অবস্থান পুনর্বিন্যাস করে কৃষিজমি রক্ষা করা হোক। কৃষকের ঘাম ঝরানো ফসল যেন আগুনের লেলিহান শিখায় পুড়ে না যায়, সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

আলহামদুলিল্লাহ!আজ শুক্রবার, জুমার খুতবা শুনে মনটা অনেকটা হালকা লাগছে। নামাজ শেষে সবার জন্য দোয়া করেছি—আল্লাহ যেন আমাদের ...
25/04/2025

আলহামদুলিল্লাহ!
আজ শুক্রবার, জুমার খুতবা শুনে মনটা অনেকটা হালকা লাগছে। নামাজ শেষে সবার জন্য দোয়া করেছি—আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক, শান্তি আর ঈমানের ওপর অটল রাখেন।
বন্ধুরা, সময়টা খুবই অস্থির… তাই চলুন আমরা নিজেরা ভালো থাকি, অন্যকেও ভালো রাখি।
জুমার দিনের এই বরকতময় সময়ে, কেউ যদি কষ্টে থাকে, মনে রেখো—আল্লাহ সব দেখেন, সব জানেন। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

জুমা মোবারক!
বালিয়াপাড়া পুরাতন জামে মসজিদ

বালিয়াপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম সাহেব একজন পরহেজগার, নীতিবান ও মমতাময়ী আলেম। তিনি কুর...
24/04/2025

বালিয়াপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম সাহেব একজন পরহেজগার, নীতিবান ও মমতাময়ী আলেম। তিনি কুরআন হিফজ করার পর থেকে ধারাবাহিকভাবে ইসলামী জ্ঞান চর্চা করে যাচ্ছেন এবং দীর্ঘদিন যাবৎ ইমামতি ও খুতবা প্রদানের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে শান্তি ও হেদায়েতের আলো ছড়িয়ে যাচ্ছেন।

তার কণ্ঠে তেলাওয়াত এবং দোয়া বহু হৃদয়কে আন্দোলিত করে। বিশেষত তার প্রজ্ঞাবান দিকনির্দেশনা ও মেহমানদারী মনোভাব তাকে সকল শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি শুধু একজন ইমাম নন, বরং একজন সমাজগুরু, যিনি তরুণদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে যাচ্ছেন।

"এক কাপ চা আর এক গুচ্ছ স্মৃতি…"বিকেল হলেই মা বারান্দায় বসে থাকত। ছোট্ট একটা স্টোভে পানি বসিয়ে দিত। সেই সুর করে বলত—"চা...
24/04/2025

"এক কাপ চা আর এক গুচ্ছ স্মৃতি…"

বিকেল হলেই মা বারান্দায় বসে থাকত। ছোট্ট একটা স্টোভে পানি বসিয়ে দিত। সেই সুর করে বলত—"চা খাইবি?"
আমি বই ফেলে ছুটে যেতাম।

মার হাতের চা, আরেক রকম ছিল…
চায়ে দুধ বেশি হলে বলত, "আজ তোর জন্য একটু বেশি ভালো করে বানাইলাম।"
চিনি কম হলে বলত, "তোর শরীরের ভালো চাই।"

এক কাপ চায়ের মধ্যে মা যেন সারাদিনের ভালোবাসা ঢেলে দিত।

আজ শহরে বড় অফিসে বসে দামি কাপে চা খাই।
তবু সেই স্বাদ পাই না।
পাই না মার গলার সেই সুর—"চা খাইবি?"

--- সংগ্রহিত

আপনার মা কি চা বানাতেন ভালো? আপনার মায়ের চা-এর স্মৃতি মনে পড়ে? একটু লিখে জানাবেন…

25/01/2025

চালনতি বালিয়াপাড়া ধনরা বীলের পাড় বাড়ি অসাধারণ একজন রসিক মানুষ। জানা যায় তার চালনতি নাম হওয়ার পেছনে ছোট এক গল্প আছে মুলত কার্ড খেলা হতে তার নামের উৎপত্তি তাকে নিয়ে যখন খেলোয়াড়রা কার্ড খেলত তখন স্থানীয় ভাষায় বলতো এখন কার চালন বার বার কার চালন কার চালন বলতে বলতে চালনতিনাম টা চলে আসে সেই থেকে নাম টা শুরু হয়।এখন সবাই তাঁকে চালনতি হিসেবে ডাকেন।
তিনি পেশা হিসেবে ফেরিওয়ালা হাটে বাজারে বিভিন্ন প্রান্তরে আচার, ঝালমুড়ি বিক্রি করে এবং এ পেশায় পরিবারের সবাই।

10/01/2025

হয়ে গেল বালিয়াপাড়া badminton খেলা।

08/01/2025

Address


2210

Website

Alerts

Be the first to know and let us send you an email when SarkarSohel786 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share