20/04/2025
#সম্প্রতি মুন্সিগঞ্জ জেলার বালিগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোয়ারা সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় গোয়ারা সমাজ কল্যাণ যুব সংগঠন এই টুর্নামেন্টের সম্পূর্ণ ব্যয়ভার বহন করে।
অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলন ভাইয়ের ছোট ভাই জনাব পথিক ভাই
অনুষ্ঠানে আরও মূল্যবান বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আলী আজগর ঢালী, প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক মেম্বার জনাব সিরাজ, অভিজ্ঞ সমাজসেবক ও সাবেক মেম্বার জনাব নুরুল হক, গোয়ারা গ্রামের কৃতি সন্তান জনাব শাহা কামাল ঢালী, বিশিষ্ট সমাজকর্মী জনাব মতি শিকদার, গোয়ারা সমাজ কল্যাণ যুব সংগঠনের সম্মানিত কেশিয়ার জনাব অপু শিকদার, উদ্যমী যুবনেতা জনাব সাহাদাত ঢালী, ক্রীড়ানুরাগী জনাব রুবেল ঢালী এবং তরুণ সংগঠক জনাব জনি বেপারী।
বক্তারা তাঁদের জ্ঞানগর্ভ আলোচনায় টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য গোয়ারা সমাজ কল্যাণ যুব সংগঠনের আন্তরিক প্রশংসা করেন। একইসাথে তাঁরা খেলোয়াড়দের ক্রীড়াপ্রেম ও প্রতিযোগিতামূলক মনোভাবের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার যুব সমাজকে এ ধরনের গঠনমূলক কর্মকাণ্ডে আরও বেশি করে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
পুরস্কার বিতরণের মাধ্যমে এই চমৎকার টুর্নামেন্টের সমাপ্তি ঘটে এবং উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের মধ্যে এক আনন্দমুখর ও উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মনে করেন যে গোয়ারা সমাজ কল্যাণ যুব সংগঠনের এই মহতী উদ্যোগ এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।