Shifa Rohman

Shifa Rohman অপমান করতে যোগ্যতা লাগেনা,,
তবে সম্মান করতে যোগ্যতা লাগে,,

যে সহে,,,সে রহে,,, তবে তা ক্ষত হতে হতে,,😭😭
29/07/2025

যে সহে,,,
সে রহে,,,
তবে তা ক্ষত হতে হতে,,😭😭

26/07/2025

জীবনে কিছু কিছু সময় একা থাকতে হয়,,
তাই একা থাকাটা শিখা দরকার,,,

25/07/2025

রুমের জানালার পাশে যদি থাকে এমন ভিউ,,তাহলে আর কি লাগে,,,

🌤️"নতুন একটি সকাল মানে নতুন একটি সুযোগ।গতকালের ভুলকে শিক্ষা বানাও,আর আজকে দিয়ে শুরু করো তোমার সেরা দিন!" 🌱 #সকাল  #সকালে...
10/07/2025

🌤️
"নতুন একটি সকাল মানে নতুন একটি সুযোগ।
গতকালের ভুলকে শিক্ষা বানাও,
আর আজকে দিয়ে শুরু করো তোমার সেরা দিন!" 🌱

#সকাল #সকালেরছবি #সকালের #সকালেরস্টাটাস

18/06/2025

বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে,প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে। মন মতো কাপড় পরে ইচ্ছামতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে। তার প্রায়োরিটি, লাইফ স্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে।

ধরে নিতে পারেন যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে, যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শো কেসের পুতুলকে নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেয়ার রাইট আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু বউকে ‘মাথায় তুলছে না’, তাকে নিজের মত করে বাঁচতে দিচ্ছে। 💛

লেখা- Sharmeen Shoheli

15/06/2025

The wheels on the bus go

14/06/2025

মুন্সীগঞ্জ টু নারায়ণগঞ্জ ,,,,
বাচ্চাদের ঘোরাঘুরি করার জন্য খুবই ভালো একটা জায়গা,,,
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ
Babuland Indoor Playground

☁️🌾"সবুজের গালিচা বিছানো মাঠ আর নীল আকাশের নীচে হারিয়ে যেতে ইচ্ছে করে...এই শান্ত প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল স্...
03/06/2025

☁️🌾
"সবুজের গালিচা বিছানো মাঠ আর নীল আকাশের নীচে হারিয়ে যেতে ইচ্ছে করে...
এই শান্ত প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল স্বাদ। 🌿💙
#ফুলেরভালবাসা

এক বোনের পর্দা!মাদরাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়িভাবে নিষেধ।বাইরের ...
29/05/2025

এক বোনের পর্দা!

মাদরাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়িভাবে নিষেধ।

বাইরের সব কাজ শাশুড়ি একাই সামাল দেয়। আমি রুমে টুকটাক কাজ করি আরকি! আমার কিছু প্রয়োজন হলে দরজায় নকড দেই। দুই ননদ এসে হাজির -কি লাগবে ভাবি?

কাল শশুর দরজায় আওয়াজ দিচ্ছে -আমি ভেতর থেকে - জ্বি! আব্বু আসেন। একটা প্লেট হাতে আব্বু হাজির, কিছু ফল নিয়ে। আমাকে দিয়ে বলছে- এগুলা খেয়ে নিও। একটু পর তোমার ভাই (দেবর) চলে গেলে প্রয়োজনীয় কাজ সেরে নিও।

পুরো ফ্যামিলিটা মিলে আমাকে নন-মাহরাম আত্মীয়দের থেকে আড়াল করে রাখে।

সুখি হতে আর কি লাগে?

আমার মতো একজন দুনিয়ামুখী মানুষের জন্য এই দুনিয়াবী জীবনে এতটুকুই কি যথেষ্ট নয়?

বাকি সুখ না হয় জান্নাতে যেয়ে কুড়িয়ে নিব। ইন-শা-আল্লাহ!

أعُوذُ بِكَلِماتِ اللهِ التأمَّةِ مِنْ كُلِّ شَيْطَانِ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

© বিঃদ্রঃ এটা বানানো গল্প নয়, বাস্তব ঘটনা।

এমন জীবন প্রতিটা পর্দাশীল নারীকে আল্লাহ কবুল করুক,, আমীন।

27/05/2025

যাওরে পাখি মুক্ত এবার,,,

ফুলেরা ক্ষনস্থায়ী হয়,,,কিন্তু তাদের সৌন্দর্য আমাদের হৃদয়ে চিরস্থায়ী থাকে ।   #প্রিয়  #ফুলেরভালবাসা  #ফুলের  #ফুলেরছবি  #...
12/05/2025

ফুলেরা ক্ষনস্থায়ী হয়,,,
কিন্তু তাদের সৌন্দর্য
আমাদের হৃদয়ে চিরস্থায়ী থাকে ।
#প্রিয় #ফুলেরভালবাসা #ফুলের #ফুলেরছবি #ফুলেরভিডিও #ফেছবুক #ফুলেরবাগান

Address

Munshiganj Jehala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Rohman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifa Rohman:

Share