প্রভাতের সূর্য

প্রভাতের সূর্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রভাতের সূর্য, Digital creator, Munshiganj.

06/08/2025

I'm on the weekly engagement list for Abdul Hi Muhammad Saifullah and Dr.Khademul Haque.

30/07/2025

Big shout out to my newest top fans! সুখ নিখোজ

মাঝে মাঝে প্রতারিত করিয়ে ও আল্লাহ তার ভাগ্যে ভালো কিছু রেখে দেন।তাই হতাশ হবেন না। সব কিছুতে ই আল্লাহ র উপড় ভরসা রাখুন।
26/07/2025

মাঝে মাঝে প্রতারিত করিয়ে ও আল্লাহ তার ভাগ্যে ভালো কিছু রেখে দেন।
তাই হতাশ হবেন না।
সব কিছুতে ই আল্লাহ র উপড় ভরসা রাখুন।

পৃথিবীর অনেক দেশেই রাষ্ট্রপ্রধান এর অফিস এবং আবাসন একই জায়গায় অবস্থিত। এতে জনদুর্ভোগ কম হয়। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান...
25/07/2025

পৃথিবীর অনেক দেশেই রাষ্ট্রপ্রধান এর অফিস এবং আবাসন একই জায়গায় অবস্থিত। এতে জনদুর্ভোগ কম হয়। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান এর বাসা এবং অফিস আলাদা আলাদা হওয়াতে ওনারা যখন বাসা থেকে অফিসে যায় এবং অফিস থেকে বাসায় ফিরে তখন ওনাদের নিরাপত্তার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। এতে করে ঢাকা শহরে বিশাল জ্যামজটের সৃষ্টি হয় এবং জনগণের অনেক কষ্ট হয়। আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় এর ভিতরে প্রধানমন্ত্রীর আবাসন তৈরি করা হোক। এতে করে ঢাকার জনগণ একটু আরাম পাবে।
২ য় আরেকটি প্রস্তাব প্রতি সোমবার যে একনেকের বৈঠক হয় ,সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে করা হোক, ঐ দিন সচিবালয়ে একনেকের বৈঠক হলে প্রধানমন্ত্রী কে সচিবালয়ে আসতে হয়। এতে করে রাস্তায় ভয়াবহ জ্যাম সৃষ্টি হয়।

মাইলস্টোন এর শিক্ষিকা মেহেরিন চৌধুরী এর স্বামী যখন ICU তে জিজ্ঞেস করলেন: আমাদের দুটি সন্তান কে তুমি এতিম করে দিচ্ছ।মেহরি...
23/07/2025

মাইলস্টোন এর শিক্ষিকা মেহেরিন চৌধুরী এর স্বামী যখন ICU তে জিজ্ঞেস করলেন: আমাদের দুটি সন্তান কে তুমি এতিম করে দিচ্ছ।
মেহরিন চৌধুরী উত্তর দেন: "আমার স্টুডেন্ট রাও তো আমার সন্তান , ওদের কে আমি কিভাবে ফেলে আসবো।"

সারা শরীর দগ্ধ, তবু মেহেরিন আপা হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু ছাত্রছাত্রীদের কথাই ভাবলেন। নিজের সন্তানদের মতো ভালোবেসেছেন যারা তার ক্লাসে পড়ত।

এই মানুষগুলোই আমাদের সমাজের আসল হিরো।
এই আত্মত্যাগ ইতিহাসে লেখা থাকবে সোনালি অক্ষরে।

দোয়া করি, আল্লাহ মেহেরিন আপাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন তার মত আদর্শ শিক্ষকের অভাবে না পড়ে।

মেহেরিনচৌধুরী মাইলস্টোন স্কুল এন্ড কলেজ।

প্রভু হে! নিহত প্রাণ গুলোকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আহতদেরকে দ্রুত শিফা নসিব করো। পরিবারগুলোকে ধৈর্যশীলদের অন্তর...
22/07/2025

প্রভু হে! নিহত প্রাণ গুলোকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আহতদেরকে দ্রুত শিফা নসিব করো। পরিবারগুলোকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নাও। আমাদেরকে এমন উত্তম অভিভাবক দান করো, যার মাধ্যমে জাতি পাবে সভ্যতা, শৃঙ্খলা ও উন্নতির দিশা।

21/07/2025
এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,,,,
০১৮১১৬৯৬০৩৩

14/09/2024

আলহামদুলিল্লাহ‌‌‌‌"
শব্দটি এত বরকতময়
যে ব্যাক্তি
শুকরিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ বলবে
তার নেয়ামত আল্লাহ বৃদ্ধি করে দিবেন।

12/09/2024

মনে রাখবেন
যারা মাজার ভাংছেন
তারা শুধু মাজারেই আঘাত করছেন না
আঘাত করছেন শত শত গা’জা’খোরের
বুকে।

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রভাতের সূর্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share