
04/08/2025
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেই ব্র্যান্ডের জুতো পরে দৌড়ায়, সেই Nike-এর প্রতিষ্ঠাতা Phil Knight নিজেই ছিলেন একজন ব্যর্থ অ্যাথলিট!
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন।
তিনি জীবনের অনেকটা সময় দৌড়ের পেছনে দিয়েছিলেন। প্রচুর রেস জিতেছিলেন, কিন্তু জাতীয় পর্যায়ে কখনো জায়গা করে নিতে পারেননি।
স্বপ্ন ছিল অ্যাথলেট হিসেবে বিশ্ব মঞ্চে নাম লেখানোর — কিন্তু সেটি হয়নি।
তবে তিনি ভেঙে পড়েননি।
তিনি ঠিক করেন, “যেহেতু দৌড়াতে পারছি না, তবে দৌড়ের জুতোই বানাবো!”
জানলে অবাক হবেন — ফিল নাইট তার ব্যবসার শুরু করেছিলেন নিজের গাড়ির ডিকিতে করে জুতো বিক্রি করে!
আজ সেই ব্র্যান্ড, নাইকি, worth over $150 billion!
ব্যর্থতা কি সব শেষ?
না, বরং সেখান থেকেই শুরু হতে পারে সবচেয়ে বড় সাফল্যের গল্প।