Turkey’s Series

Turkey’s Series Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Turkey’s Series, Video Creator, Munshiganj.

19/03/2024
20/03/2023

_সালাতকে বোঝা মনে করবেন না।
আল্লাহ আমাদের বোঝা থেকে
মুক্তির জন্য সালাত দান করেছেন।✨

20/03/2023

✨একজন মুসলিম হওয়া মানে
নিজেকে পরিবর্তন করা
ইসলাম পরিবর্তন না।✨

20/03/2023

🤲🏻হে আল্লাহ,আমাকে মুসলিম হিসেবে

বেছে নেওয়ার জন্য শুকরিয়া।✨

ইয়া আল্লাহ!   - আমাদের ইমান পূর্ণ করে দিন এবং   - আমাদের শয়তান থেকে দূরে রাখুন।✨
20/03/2023

ইয়া আল্লাহ!

- আমাদের ইমান পূর্ণ করে দিন এবং

- আমাদের শয়তান থেকে দূরে রাখুন।✨

20/03/2023

_প্রতিটি দিনকে একজন ভালো মুসলিম

-হওয়ার সুযোগ হিসেবে নিন।😇

20/03/2023

_যখন তুমি আল্লাহর আনুগত্য করবে

-এবং আল্লাহর উপর ভরসা করবে

_তখন সবকিছু সহজ হয়ে যাবে।😊😇

20/03/2023

- আপনি মসজিদে না আসলে কি হবে!🖤🌺

- মসজিদের খাট আপনার বাসায় ঠিকই একদিন পৌঁছে যাবে!🙂🌸

14/02/2023
27/08/2022

___!!চাওয়াটা যদি ঠিক থাকে..!!🌼🥀

...!!পাওয়াটা তো আল্লাহ হাতে...🤲🥀

__!আর তিনি কখনো নিরাশ করেন নাহ্...!🌼🙂🥀

27/08/2022

জান্নাতের শ্রেষ্ঠ সংগীত হবে সূরা আর রহমান"

যা স্বয়ং আল্লাহ তায়ালা নিজে শুনাবেন!'🖤🥀

সুবহানআল্লাহ!🌸🖤

26/08/2022

আজ রাতে আমার ডিউটি পরেছে। অনেক রাত পর্যন্ত হসপিটালেই থাকতে হবে। এখন রাত প্রায় বারোটার বেশি বাজে। পুরো হসপিটাল ফাঁকা ফাঁকা লাগছে। আগে যেই হসপিটালে ছিলাম সেটা নেত্রকোনা শহরের মধ্যে ছিলো। কিন্তু এখন যেই হসপিটালটায় আছি সেটা নেত্রকোনার একদম শেষ প্রান্তে একটা গ্রামের মধ্যে। তাই সন্ধ্যা হলেই মনে হয় রাতের দুইটা বাজে। আর এখন তো রাত বারোটার বেশি বাজে। সুনসান লাগাটাই স্বাভাবিক।

এমনিতেই কারেন্ট নেই তারউপর আবার বাহিরে প্রচন্ড ঝর হচ্ছে। মাঝে মাঝে আকাশ চিৎকার করে উঠছে বিদ্যুৎ চমকানোর বেশ ধরে। বিদ্যুৎ চমকানোর শব্দে বুকের মধ্যেও কেমন চিৎকার করে উঠছে! বিদ্যুৎ চমকানোর আলোতে মাঝে মাঝে চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে। এই হসপিটালের কোনো কিছু ভালো না লাগলেও শুধু বারান্দাটা আমার কাছে ভালো লাগে। হসপিটালের ঢুকতে হলেই বিশাল বারান্দা দিয়ে ঢুকতে হয়। হসপিটালের প্রথম থেকে শেষ পর্যন্ত বিশাল বারান্দা। বারান্দার সামনে গ্রীল দিয়ে আটকানো। সেখানে সাদা কাফনের কাপড়ের মতো পর্দা ঝুলছে। আমি একটা চেয়ার নিয়ে বারান্দায় এসে বসলাম বাহিরের ঝর উপভোগ করতে। পুরো হসপিটালটা মনে হচ্ছে গোরস্থান হয়ে গেছে। কোনো শব্দ নেই আসেপাশে শুধু বৃষ্টির শব্দ ছাড়া। অন্ধকারে ঠিক মতো কিছু দেখাও যাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোতেই মাঝে মাঝে পুরো বারান্দাটা দেখা যাচ্ছে।

বারান্দার গ্রীলের ফাঁক দিয়ে বাহিরে তাকিয়ে আছি হঠাৎ মনে হলো কারো পায়ের শব্দ পেলাম। আসেপাশে তাকিয়ে তেমন কাউকে না দেখে মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। হয়তো বৃষ্টির শব্দই আমার কাছে পায়ের শব্দ বলে মনে হয়েছে।

শব্দটা আবার পেলাম। চেয়ার থেকে উঠে গিয়ে সিড়ির সামনে গেলাম। দুইজন লোক উপরের দিকেই আসছে। তারা দুইজন ধরাধরি করে কিছু একটা নিয়ে আসছে। অন্ধকারে ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। আমি দরাজ কন্ঠে জিজ্ঞেস করলাম, কে সিড়িতে? কারা আপনারা? আর আপনাদের হাতে কি ওটা? দুইজনের মধ্য থেকে একজন জবাব দিলো, স্যার আমি জালাল। একটা লাশ নিয়া আইছি। এই বলে তারা দুইজন উপরে উঠে আসলো ধীরে ধীরে। জালাল হচ্ছে নিচের দারোয়ান। তার ডিউটি শুধু রাতের বেলা। দিনের বেলা আবার আরেকজন থাকে। হসপিটালটা তেমন একটা বড় না তাই দিনেরাতে মিলে দুইজন দারোয়ানেই হয়ে যায়।

কারেন্ট চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখনো আসার নাম গন্ধ নেই। জালাল মিয়া আর একজন আগন্তুক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাদের চেহারা দেখতে পাচ্ছি না। অন্ধকারে তাদের চেহারা দেখা যাচ্ছে ন

🕌┏━━━━ ﷽━━━━┓🕌    📿𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤📿🕌┗━━━━ ﷽━━━━┛🕌𝐈𝐭'𝐬 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲! ❤𝐈 𝐚𝐦 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦🤗_____𝐀𝐥𝐥𝐚𝐡 𝐢𝐬 𝐦𝐲 𝐫𝐚𝐛 🤲𝐍𝐚𝐦𝐚𝐳 𝐢𝐬 𝐦𝐲 𝐜𝐚𝐫𝐞 😇_😘🥰
05/08/2022

🕌┏━━━━ ﷽━━━━┓🕌
📿𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤📿
🕌┗━━━━ ﷽━━━━┛🕌

𝐈𝐭'𝐬 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲! ❤

𝐈 𝐚𝐦 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦🤗

_____𝐀𝐥𝐥𝐚𝐡 𝐢𝐬 𝐦𝐲 𝐫𝐚𝐛 🤲

𝐍𝐚𝐦𝐚𝐳 𝐢𝐬 𝐦𝐲 𝐜𝐚𝐫𝐞 😇

_😘🥰

27/06/2022

.

𝐈 𝐛𝐞𝐥𝐢𝐯𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐧𝐞.🙂

–সৃষ্টিকর্তা কাউকে ঠকান না🙂🥀

–হয় জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন🙂🥀

25/06/2022

🦋 ✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐ 🦋
💜
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸
💜
-"𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘂𝘀𝗟𝗶𝗺..💛🌸

-'𝗦𝗮𝘆 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵"-😊🌻

22/06/2022

(মোহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত
মাত্র ২ টা মিনিট চাচ্ছি সবার কাছে
এড়িয়ে যাবেননা,)

মোহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত চলছে।' হঠাৎ সেখানে একজন লোক এসে
বললেন, সালাম'
আমি কি ভিতরে আসতে পারি।
ফাতিমা (রাঃ) বললেন, দুঃখিত আমার পিতা খুবই অসুস্ত।- ফাতিমা (রঃ) দরজা বন্ধকরে
রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ (সাঃ) বললেন,
কে সেই
লোক?ফাতিমা বললেন, এই প্রথম আমি
তাকে দেখেছি। আমি তাকে চিনি না।
-শুনো ফাতিমা ,সে হচ্ছে আমাদের
এই ছোট্ট জীবনের অবসানকারী
ফেরেশতা আজরাইল।এটা শুনে ফাতিমার অবস্থা তখন, ক্রন্দনরত, বোবার মতো হয়ে গিয়েছে।
-রাসূল (সাঃ) বললেন, হে জিবরাঈল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে?
জিবরাঈল (আঃ) বললেন, হে রাসুল
আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার, উম্মতের নাজাতের জন্যে।
-মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের
কাছে এলেন,জান কবজ করার জন্যে।
মালাইকাত মউত আজরাইল, আরো কাছে এসে ধীরে ধীরে, রাসূলের জান কবজ করতে থাকলেন।
পাশে দাঁড়িয়ে থাকা জিব্রিলকে রাসূল
বললেন ঘোঙানির সাথে,ওহ জিবরাঈল এটা কেমন বেদনা, দায়ক জান কবজ করা।
-ফাতিমা (রাঃ) তার চোখ বন্ধ করে
ফেললেন,আলী (রাঃ) তার দিকে উপুড় হয়ে
বসলেন,জিবরাঈল তার মুখটা উল্টা দিকে
ফিরিয়ে নিলেন।-রাসুলল(সঃ) বললেন,
হে জিবরাঈল তুমি মুখটা উল্টা দিকে
ঘুরালে কেন,আমার প্রতি তুমি বিরক্ত ?
জিবরাঈল বললেন, হে রাসূলুল্লাহ
সাকারাতুল মউতের অবস্থায়
আমি আপনাকে কিভাবে দেখে
সহ্য করতে পারি।- ভয়াবহ ব্যাথায় রাসূল ছোট্ট একটা
গোঙানি দিলেন। রাসূলুল্লাহ বললেন,হে আল্লাহ সাকারাতুল মউতটা(জানকবজের সময়) যতই ভয়াবহ
হোক, সমস্যা নেই,আমাকে সকল ব্যথা দাও আমি
বরণ করবো, কিন্তু আমার উম্মাহকে
ব্যথা দিওনা।রাসূলের শরিরটা ধীরে ধীরে ঠান্ডা
হয়ে আসতে লাগলো।তার পা, বুক কিছুই নড়ছে না
এখন আর।রাসূলের চোখের পানির সাথে
তার ঠোঁটটা কম্পিত ছিলো,তিনি কিছু বলবেন মনে হয়।-আলি (রাঃ) তার কানটা রাসূলের
মুখের কাছে নিয়ে গেলো।
রাসূল বললেন, নামাজ কায়েম করো
এবং, তোমাদের মাঝে থাকা দূর্বলদের
যত্ননাও।-রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার
আওয়াজ,সাহাবীরা একজন আরেক জনকে
জড়িয়ে ধরে উচ্চস্বরে এর কান্নারত।আলী (রাঃ) আবার তার কানটা, রাসূলের মুখের কাছে ধরলো, রাসূল
চোখ ভেজা অবস্থায় বলতে
থাকলেন,ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি,
ইয়া উম্মাতি,,,,,,,.আল্লাহ আমাদের সবার মাঝে বুঝ, দান করুন,।
#আমিন....

19/06/2022

পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন "':,,🙂💜🥀✨

"হযরত মুহাম্মদ সা:,,,,🥰✨💙❤

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turkey’s Series posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category