
05/08/2024
আমার প্রিয় শিক্ষার্থীরা নতুন বাংলাদেশের সাক্ষী তোমরা।
এখন দোয়া করো আল্লাহ তায়ালা যেন দেশটাকে দূর্নীতি মুক্ত সোনার বাংলা করে দিক। আমরা আর সংঘাত চাই না, এই গ্রামে, এই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসা এখন তোমাদের দ্বায়িত্ব। - শাওন স্যার।
এখন নোটিশ :
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৬ আগষ্ট থেকে তোমাদের স্কুল খোলা। সবাই কে স্কুলে আসার জন্য আহবান করা হলো। - প্রধান শিক্ষক।