19/11/2025
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওইতা প্রিফেরচারের ওইতা শহরের সাগাসেকি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার রাতের এই অগ্নিকাণ্ডের পর এক রাত পেরোলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ঘনবসতিপূর্ণ কাঠের ঘরবাড়ির এলাকায় প্রবল বাতাসের কারণে অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার বর্গমিটার এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকারের অনুরোধে সেনাবাহিনীও দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। শুরুতে ঘন সাদা ধোঁয়ায় এলাকা ঢেকে থাকলেও সময়ের সঙ্গে ধোঁয়ার পরিমাণ কিছুটা কমেছে। আকাশপথেও সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।
আগুন লাগার পরপরই আশপাশের প্রায় ৩৫০টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর মধ্যে ২৭০টি বাড়ি এখনো বিদ্যুৎহীন। রাতেই অন্তত ১৮০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দমকল বিভাগ জানিয়েছে, শ্বাসের মাধ্যমে আগুনের ধোঁয়া প্রবেশ করায় ৫০ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ৭৬ বছর বয়সী একজন পুরুষ নিখোঁজ রয়েছেন।
প্রবল আগুন আশপাশের এলাকা পেরিয়ে এক কিলোমিটার দূরের একটি দ্বীপেও ছড়িয়ে পড়েছে। দমকলকর্মীরা স্থল থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এবং আকাশ থেকেও হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে।
আগুনের ব্যাপক বিস্তার এবং এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
———
📌 সূত্র: আসাহি টিভি, ফুজি নিউজ নেটওয়ার্ক
নিয়মিত নিউজ আপডেট পেতে Like/Follow দিয়ে Tokyo Tribune - টোকিও ট্রিবিউন এর সাথে থাকুন।