কথা গুলো মন দিয়ে শুনুন। #islam #foryouシ #foryoupageシ #training
নারী পুরুষের ভালোবাসা বোঝার মত ক্ষমতা তোমার এখনো হয়নি...!
নারী পুরুষের ভালোবাসা বোঝার মত ক্ষমতা তোমার এখনো হয়নি...!
কট না খেলে ভালো বাসায় পূর্ণতা পাওয়া যায় না প্রিয় তার পরে আর কি...!
কট না খেলে ভালো বাসায় পূর্ণতা পাওয়া যায় না প্রিয় তার পরে আর কি...!
বাবারে এই ডাক,টা হৃদয় স্পর্শ করে মা ছাড়া কেউ আপন না.! #foryouシ #training #foryoupageシ
যদি বুঝতে পারতাম ঐ দিনের পর আর দেখা হবে না। তাহলে তৃপ্তি করে দেখে নিতাম তোমায়...! #foryouシ #foryoupageシ #training #sad
কথা গুলি সত্যিই খুব কষ্টদায়ক...!
আমার মা হলো একজন Super Women....!
#foryoupageシforyou #foryouシ #vairal2024 #trendingvideo #islam
সুবহানআল্লাহ #foryouシ #trendingvideo #islam
হাদিসের বর্ণনা অনুযায়ী, মুনকার নাকির কবরবাসীকে নিম্নোক্ত প্রশ্নগুলো করবেন।
হাদিসের বর্ণনা অনুযায়ী, মুনকার নাকির কবরবাসীকে নিম্নোক্ত প্রশ্নগুলো করবেন।১. مَنْ رَبُّكَ ‘মান রাব্বুকা’ অর্থ: ‘তোমার রব কে?’ তখন মুমিন ব্যক্তি উত্তরে বলবে رَبِّيَ اللَّهُ ‘রাব্বী আল্লাহ’ অর্থ: ‘আমার রব আল্লাহ’। ২. مَا دِينُكَ ‘মা দ্বীনুকা’ অর্থ: ‘তোমার দ্বীন কী?’ উত্তরে সে বলবে- دِينِي الإِسْلاَمُ ‘দ্বীনি আল-ইসলাম’ অর্থ: ‘আমার দ্বীন হলো ইসলাম’।৩. مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ ‘মা হাজার রাজুলুল্লাজী বুঈসা ফীকুম’ অর্থ: ‘এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে?’ সে উত্তরে বলবে-هُوَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‘হুয়া রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অর্থ: তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।৪. وَمَا يُدْرِيكَ ‘ওয়ামা ইয়ুদরীকা’ অর্থ: ‘তুমি কীভাবে জানলে?’ উত্তরে সে বলবে- قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ ‘ক্বারা’তু কিতাবাল্লাহি ফাআমানতু বিহ