আসক্ত মায়া彡

আসক্ত মায়া彡 - বিপদ কখন আসে কেউ জানে না তাই -
- মানুষের বিপদে এগিয়ে আসুন..!☺️🥀
(2)

23/11/2024

নারী পুরুষের ভালোবাসা বোঝার মত ক্ষমতা তোমার এখনো হয়নি...!

23/11/2024

কট না খেলে ভালো বাসায় পূর্ণতা পাওয়া যায় না প্রিয় তার পরে আর কি...!

13/11/2024

কথা গুলি সত্যিই খুব কষ্টদায়ক...!

12/11/2024

আমার মা হলো একজন Super Women....!

🥺🥺
11/11/2024

🥺🥺

02/11/2024

Mashaallah

01/11/2024

হাদিসের বর্ণনা অনুযায়ী, মুনকার নাকির কবরবাসীকে নিম্নোক্ত প্রশ্নগুলো করবেন।১. مَنْ رَبُّكَ ‘মান রাব্বুকা’ অর্থ: ‘তোমার রব কে?’ তখন মুমিন ব্যক্তি উত্তরে বলবে رَبِّيَ اللَّهُ ‘রাব্বী আল্লাহ’ অর্থ: ‘আমার রব আল্লাহ’। ২. مَا دِينُكَ ‘মা দ্বীনুকা’ অর্থ: ‘তোমার দ্বীন কী?’ উত্তরে সে বলবে- دِينِي الإِسْلاَمُ ‘দ্বীনি আল-ইসলাম’ অর্থ: ‘আমার দ্বীন হলো ইসলাম’।৩. مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ ‘মা হাজার রাজুলুল্লাজী বুঈসা ফীকুম’ অর্থ: ‘এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে?’ সে উত্তরে বলবে-هُوَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‘হুয়া রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অর্থ: তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।৪. وَمَا يُدْرِيكَ ‘ওয়ামা ইয়ুদরীকা’ অর্থ: ‘তুমি কীভাবে জানলে?’ উত্তরে সে বলবে- قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ ‘ক্বারা’তু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু’ অর্থ: ‘আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি।’

28/10/2024

""যদি কখনো এই লেখাটা চোখের সামনে আসে, তাহলে কষ্ট করে পড়ে নিও..তোমাকে পাওয়ার জন্য আমি কথই না পাগলামি করেছিলাম, এমনকি আমাকে ছেড়ে যেওনা বলে প্রতিদিন কান্না করতাম,, কিন্তু তুমি তোমার পরিবারের বাধ্য কন্যা, পরিবারকে আমার জন্য ছাড়তে পারবে না.. তাই আমাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে ভালোবাসা পবিত্র হলেও পাওয়ার যোগ্যতা সবার থাকেনা...তাই শুধু তোমাকে বলবো বলে বলা হয় নি.. ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা না কতোটা অসহ্যকর তা তুমি কখনো বোঝবেনা..😥কারণ তোমার এখন নতুন ভুবন পরিপূর্ণ ভালোবাসায়,, তার অভাব তোমাকে স্পর্শ করতে পারবেনা..এই কমেন্ট টা যে বা যারা পড়বে তাদেরকে বলছি- ভালোবাসলে মন থেকে বাসো.! সে তুমি ছেলে হও বা মেয়ে.!! পরিবারের চাপে পড়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে তুমি সুখে থাকবে ঠিকই, কিন্তু যাকে ছেড়ে চলে যাবে সে কখনোই ভালো থাকবে না, মোটেও না.!😥ভালোবাসার নাম নিয়ে খেলা করো না সাজিয়ে রাখতে পারলে বাসো, আর নয়তো কারো জীবনে স্পর্শ করার প্রয়োজন নেই 🥹

01/10/2024

In Sha Allah

01/10/2024

আমাদের আসল বাড়ি তৈরি হচ্ছে।😞🥀 #মৃত্যু

মানুষ যেখানে মরে যাচ্ছে সেখানে কুকুর বিড়াল নিয়ে ভাবার সময় কই? এটাই বলছে সবাই।কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরট...
26/08/2024

মানুষ যেখানে মরে যাচ্ছে সেখানে কুকুর বিড়াল নিয়ে ভাবার সময় কই? এটাই বলছে সবাই।
কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটাকে রেখে যায়, তখন কুকুরটার কেমন লাগতে পারে। কুকুর তো দুধ দেয় না, ডিম দেয় না। কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে। উদ্ধারকারী ভাই ও বোনেরা, কুকুর বিড়ালের ব্যাপারটাও একটু দেখবেন প্লিজ।

Copy Post: Niloy Alamgir

26/08/2024

একেই বলে স্বাধীন বাংলাদেশের ঐক্যবদ্ধতা এটা দেখে কিছু মানুষের শিক্ষা নেওয়া উচিত,,,,

20/08/2024

পারিবারিক শিক্ষার অভাব 😓

12/08/2024

ও বোন তুমি কি ভুলে গেছো,সেই মানুষ টাও এক সময় তোমার থেকে শক্তিশালী ছিলো।তুমি কি তাকে দেখেও ভাবো না তুমিও একদিন বয়স্ক হবে তুমি তোমার শারীরিক শক্তি হাড়িয়ে ফেলবে।শুধরে যাও। যা করে যাবে বিনিময়ে তুমি তাই পাবে।

07/08/2024

@এমন করে কেউ কাউকে ভালবাসে 🤭😁😁

04/08/2024

পরের প্রজন্মের জন্য টাইমলাইনে রেখে দিলাম এই ইতিহাস। ❤️📍 চট্টগ্রাম নিউ মার্কেট। তারিখ: ০৩-০৮-২০২৪ (৩৪ জুলাই)যতদিন ইনশাল্লাহ বেঁচে আছি এই দিনটির কথা মনে থাকবে,এই মাসটির কথা মনে থাকবে। আমি গর্বিত আমি এই প্রজন্মের একজন সন্তান। উপরওয়ালার কাছে হাজার কোটি শুকরিয়া আমাকেই প্রজন্মে পাঠানোর জন্য। ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশস্মৃতি দিয়ে ঘেরাএমন দেশটি কোথাও খুঁজেপাবে নাকো তুমিসকল দেশের রাণী সে যেআমার জন্মভূমিসে যে আমার জন্মভূমি❤️❤️Video credit: Salekin Siraj

04/08/2024
যদি সবার পরিবারের সদস্যরা এমন হতো...!
01/08/2024

যদি সবার পরিবারের সদস্যরা এমন হতো...!

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসক্ত মায়া彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category