Online Home Education

Online Home Education This is a page for learner's . They can learn more about Mathematics, Chemistry and Physic by this page. It's a educational page. I am a teacher. Stay with me.

I will teach Math, Chemistry and Physic easily.

Shout out to my newest followers! Excited to have you onboard! Hasin Rayhan, S K Hridoy Islam, Salauddin Sk, Md Abubakar...
23/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Hasin Rayhan, S K Hridoy Islam, Salauddin Sk, Md Abubakar Siddique, Zahangir Hossain, MD Salam Mirdha, Real Ahmed

সার্থক অংক কয়টি???
14/07/2025

সার্থক অংক কয়টি???

আসসালামু আলাইকুম।  কেমন আছেন সবাই।
09/07/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।

অংকের BODMAS কি? এটা একটা সিস্টেম যার মাধ্যমে আমরা কোন গাণিতিক সমীকরণকে সহজে ও সঠিকভাবে সমাধান করতে পারি। B(Bracket) = ব...
07/07/2025

অংকের BODMAS কি?
এটা একটা সিস্টেম যার মাধ্যমে আমরা কোন গাণিতিক সমীকরণকে সহজে ও সঠিকভাবে সমাধান করতে পারি।
B(Bracket) = বন্ধনী। মানে সর্বপ্রথমে বন্ধনীর কাজ। বন্ধনী চার প্রকার। যথা - ১। রেখা বন্ধনী, ২। প্রথম বন্ধনী, ৩। দ্বিতীয় বন্ধনী, ৪। তৃতীয় বন্ধনী। প্রথমে রেখাবন্ধনীর কাজ পরে প্রথম বন্ধনীর তারপর দ্বিতীয় বন্ধনীর এবং শেষে তৃতীয় বন্ধনীর কাজ।
O(Of) = এর।
D(Division) = ভাগ। মানে প্রথমে ভাগের কাজ। অথাৎ চার প্রক্রিয়া ( যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এর মধ্যে সর্ব প্রথমে ভাগের কাজ।
M(Multiplication) = গুণ। ভাগের পর গুণের কাজ।
A(Addition) = যোগ। গুণের পর যোগের কাজ।
S(Subtraction) = বিয়োগ। সব শেষে বিয়োগের কাজ।
যেমনঃ সমাধান করোঃ
[৫+{৩-(৪+২৫÷৫×২-১২)}]
=[৫+{৩-(৪+৫×২-১২)}]
=[৫+{৩-(৪+১০-১২)}]
=[৫+{৩-(১৪-১২)}]
=[৫+{৩-২}]
=[৫+১]
=৬ Ans:-
ধন্যবাদ। পেজের সাথে যুক্ত থাকুন।

07/07/2025

আসসালামু আলাইকুম
Online Home Education Page
এ স্বাগতম।

রসায়ন পর্যায় সারণী। এখানে ৭টি পর্যায় ও ১৮ টি গ্রুপ আছে। মূল পর্যায় সারণীর নিচে আরো ২টি পর্যায় আছে। পারমাণবিক সংখ্যা ও মৌ...
28/06/2025

রসায়ন পর্যায় সারণী। এখানে ৭টি পর্যায় ও ১৮ টি গ্রুপ আছে। মূল পর্যায় সারণীর নিচে আরো ২টি পর্যায় আছে। পারমাণবিক সংখ্যা ও মৌলগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। তবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানোই হচ্ছে সবচেয়ে মূলভিত্তি। ১ নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলে। কারণ এগুলো অত্যন্ত সক্রিয় আর পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। ২ নং গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলে। কারণ এগুলোও সক্রিয় তবে ১নং এর চেয়ে কম। এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং এই মৌল গুলো মাটিতে বিভিন্ন যৌগ রূপে পাওয়া যায় তাই মৃৎক্ষার ধাতু বলে। ৩-১২ তম গ্রুপের মৌলগুলোকে d-ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল বলে। এদের ইলেট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d- অরবিটালে প্রবেশ করে এই জন্য d-ব্লক মৌল বলে। d- অরবিটালে ১-৯ ইলেকট্রন থাকলে অথাৎ d- অরবিটাল আংশিক পূর্ণ থাকলে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এরা রঙ্গিন ও জটিল যৌগ তৈরি করে। এর মধ্যে ১১ নং গ্রুপের মৌল গুলোকে আবার মুদ্রা ধাতুও বলে। কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি হতো তাই। ১৭ নং গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলে। কারণ এগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ গঠন করে। হ্যালোজেন অর্থ লবণ গঠনকারী। ১৮ নং গ্রুপের মৌলগুলোকে নিষ্কৃয় মৌল বলে। কারণ এদের শেষ অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাই কোন ইলেকট্রন সহজে গ্রহণ, বর্জন বা শেয়ার করে না।

ঈদ মোবারক। ঈদ মোবারক।  ঈদ মোবারক। এটা একটা অনলাইন Educational Page. এখানে প্রি-প্রাইমারি থেকে অনার্স পর্যন্ত রসায়ন, পদার...
06/06/2025

ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এটা একটা অনলাইন Educational Page. এখানে প্রি-প্রাইমারি থেকে অনার্স পর্যন্ত রসায়ন, পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত ও সাধারণ গণিত এর অধ্যায় ভিত্তিক সকল সমস্যার সমাধান পাওয়া যাবে। তাই Follow দিয়ে সাথেই থাকুন।

Hi, এটা একটা Online Learning page. এখানে ৮ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত স...
22/05/2025

Hi, এটা একটা Online Learning page. এখানে ৮ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত সহ বিভিন্ন বিষয়ে অধ্যায় ভিত্তিক ও জ্ঞানমূলক শিক্ষণীয় ভিডিও পাওয়া যাবে।

*লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীরসবচেয়ে সুন্দরি মেয়ের ছবি বলা হয়।কিন্তু মোনালিসার ছবিতে টর্চলাইট দিয়ে খুজ...
26/09/2024

*লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর

সবচেয়ে সুন্দরি মেয়ের ছবি বলা হয়।

কিন্তু মোনালিসার ছবিতে টর্চলাইট দিয়ে খুজেও সৌন্দর্য খুজে পাওয়াটা কঠিন!

কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক

মোনালিসাতে নয়। সৌন্দর্যটা এই ছবির রহস্যে! রং

তুলিতে এই ছবি আকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে

গেছেন অসংখ্য রহস্যের.........

১৫০৩ সালে ভিঞ্চি মোনালিসা আকা শুরু করেন।

১৫১৫ সালে মোনালিসা আকার সময় তিনি রহস্যজনক

ভাবে মৃত্যবরণ করেন। ১২ বছর সময় নিয়ে আকা

মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান!

অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি

সেটিতে আরো কিছু আঁকার বাকি ছিল.......

ভিঞ্চি মোনালিসাকে কোন কাগজ বা কাপড়ে নয়,

এঁকেছিলেন পাতলা কাঠের উপর। অবাক করার বিষয়

হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন এঙ্গেল

থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি

পরিবর্তন করে!

এ যেন এক রহস্যময়ী মোনালিসা!

১৭৭৪ সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে

মোনালিসার ছবিটির দেখা মিলে। কিন্তু ছবিটা

মিউজিয়ামে কিভাবে এল কিংবা কে আনল এমন

প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতোনা!

কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখিনি!!

রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌছানো এই ছবি

১৯১১ সালে চুরি হয়ে যায়! রাতের আধারে চোরকে

দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকড়ি

ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে

দেখেছে। সেই চোর আর কেউ নয়। প্রায় ৩৫০ বছর

আগে মারা যাওয়া ভিঞ্চি!!

১০ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া

যায়। লুভর মিউজিয়াম কতৃপক্ষ ছবিটি সংরক্ষনের

জন্য প্রায় ৫০ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ

কক্ষ তৈরী করে। হয়ত ভাবছেন একটা ছবির জন্য

এতো টাকা খরচ!!

এই ছবির বর্তমান মূল্যের তুলনায় ৫০ কোটি টাকা

কিছুই নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য ৭৯০

মিলিয়ন ডলার।

টাকায় পরিমানটা ৫৩৮০ কোটি টাকা!!

মোনালিসা কে? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও

দিয়ে যাননি। ২০০৫ সালে খুজে পাওয়া এক চিঠিতে

অনেকে মোনালিসার পরিচয় খুজে পেয়েছেন বলে

দাবি করেন। ১৫০৩ সালে লেখা এই চিঠিতে

ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা

জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ

করেন। আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা

শুরু করেন।

২০০৪ সালে বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসার

ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাইডেফিনেশন

ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন

যে ভিঞ্চি যে রং ব্যাবহার করেছিলেন তার স্তর

৪০ মাইক্রোমিটার।

অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা!

পাস্কেল আরো আবিষ্কার করেন যে মোনালিসার

ছবিতে আরো ৩টি চিত্র আছে। তাদের একটি সাথে

লিসা জিয়াকন্ডের মুখের মিল খুজে পাওয়া যায়।

সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটিই

আঁকছিলেন। কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা

পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে

দিয়েছে!

সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে

মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়।

মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে

হাসছে। কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে

মনে হয় সে গভীরভাবে কোন কিছু চিন্তা করছে।

মোনালিসার চোখের দিকে তাকালে তাকে

হাসিখুশি মনে হয়। কিন্তু তার ঠোটের দিকে

তাকালেই সে হাসি গায়েব!

সান্দারলেন্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসার

ছবির বামপাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি

ব্যাবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার

করে। বার্তাটি ছিল " লারিস্পোস্তা

তোভাকি"। যার অর্থ "উত্তরটা এখানেই আছে।"

যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার

এই ছবি দেখে জন্ম নেয়া হাজার প্রশ্নের মাঝে

সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ছবি দিয়ে ভিঞ্চি কি

বোঝাতে চেয়েছিলেন?"

প্যারানোরমাল ম্যাগাজিনের একদল তরুন ছাত্র

উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে।

অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে

দেয়ার মত!

ভিঞ্চি মোনালিসার ছবির বামপাশে গোপন বার্তা

দিয়েছিলেন "উত্তর টা এখানেই আছে"।

সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি

তৈরী হয়। অবাক করার বিষয় এই তৈরী হওয়া ছবির

জীবটিকে ভিঞ্চি ১৫০০ সালের দিকে

দেখেছিলেন!

ছবিটা একটা এলিয়েনের!!

ভিনগ্রহের এলিয়েন.....!!

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Home Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share