Mizan with korea

Mizan with korea Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mizan with korea, Video Creator, Munshiganj.

টেনিং সেন্টার এর লান্স
27/08/2025

টেনিং সেন্টার এর লান্স

30/07/2025

কোরিয়া থেকে সহজেই এসব দেশগুলোর ভিসা পাওয়া যায় এবং যাতায়াত খরচও অনেক কম। অনেকে কোম্পানিতে ছুটি না থাকায় কিছু পেপার সংগ্রহ করতে পারেন না।

এখন গরমের ছুটি চলতেছে অনেকের তাই এই ছুটিতে পেপারগুলো তুলে রাখতে পারেন।

অক্টোবরে বিশাল বন্ধ (টানা ১০ দিন) সেই বন্ধে এসব দেশ সহজে ঘুরে আসতে পারেন।
কোন দেশের কি কি ডকুমেন্ট লাগবে তা নিচে দিলাম।

জাপান-
-পাসপোর্ট এর কপি
-এলিয়েন কার্ড এর কালার কপি
-পাসপোর্ট সাইজ ছবি ( ৬ মাসের মধ্যে তোলা)
-25 লাখ প্লাস, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট (잔액증명서।
-মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, কোম্পানি নামও ফোন নাম্বার।

মালয়েশিয়াঃ
-পাসপোর্ট এর কপি
-এলিয়েন কার্ড কপি ২ পাস
-১ কপি ছবি
-কোরিয়াতে প্রথম যখন আসছেন তখন ইমিগ্রেশন একটা সিল দিয়েছিল ঐ পেজের এবং পাশের পেজ একসাথে করে ছবি দিবেন।
-মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং কোম্পানীর নাম।
এই সবগুলো Cam Scanner নামে একটা সফ্‌টওয়্যার আছে ওটা দিয়ে স্ক্যান করে দিতে পারেন।
-টিকেট কনফার্ম
-ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ১০ লাখ প্লাস( 잔액증명서) ও ৩ মাসের ব‍্যাংক স্টেটমেন্ট ইংলিশে।
-출입국에 관한 사실증명서 Entry-Departure certificate (জুমিন সেন্টার বা অপসামুসো বা ইমিগ্রেশন থেকে নিতে হবে।

থাইল্যান্ড ঃ
-পাসপোর্ট স্ক্যান কপি
-ছবি স্ক্যান
-এলিয়েন কার্ড স্ক্যান কপি
-হোটেল বুকিং
-টিকেট বুকিং
-ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ১০ লাখ প্লাস( 잔액증명서) ও ৩ মাসের ব‍্যাংক স্টেটমেন্ট ইংলিশে।
-출입국에 관한 사실증명서 Entry-Departure certificate (জুমিন সেন্টার বা অপসামুসো বা ইমিগ্রেশন থেকে নিতে হবে।

CD তাইওয়ান :
-পাসপোর্ট
-এলিয়েন কার্ড
-ছবি
-ব্যাংক স্টেটমেন্ট (৫০ লাখ প্লাস)
-এম্প্লয়মেন্ট সার্টিফিকেট ( লাগতেও পারে নাও লাগতে পারে)
-হোটেল বুকিং
-কনফার্ম টিকেট
-ট্রাভেল আইটিনারি
-ভিসা ফি ৬৬,০০০ ওন।
নিজে গিয়ে জমা দিতে হবে।

চায়নাঃ স্টিকার ভিসা
-অরিজিনালপাসপোর্ট (পাসপোর্ট এর মেয়াদ ৬ মাসের বেশী থাকতে হবে)
-ছবি ৬ মাসের মধ্যে তোলা
-অরিজিনাল এলিয়েন কার্ড( ভিসার মেয়াদ ৬ মাসের বেশী থাকতে হবে)
-অরিজিনাল জেজিক জুংমিয়ংসো

অনেকের কাজে লাগবে , শেয়ার দিতে পারেন।

02/07/2025
02/07/2025

불법 취업 (অবৈধভাবে কাজ করা)

১. নির্দিষ্ট ভিসা (যেমন F-3, D-2, 관광비자 ইত্যাদি) দিয়ে কাজ করলেই আইন লঙ্ঘন হয়।

২. জরিমানা: ₩1,000,000 ~ ₩5,000,000 পর্যন্ত।

৩. বারবার ধরা পড়লে 강제출국 (ডিপোর্ট) অথবা 비자 연장 거부 হতে পারে।

체류기간 초과 (Overstay / 오버스테이)

১. ARC বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোরিয়ায় অবস্থান করা।

২.জরিমানা:

• 1~10 দিন: 경고

• 11~30 দিন: ₩100,000 ~ ₩500,000

• 31~90 দিন: ₩500,000 ~ ₩1,000,000+

불법체류자 고용 (অবৈধ বিদেশি কর্মচারী নিয়োগ)

১. আপনি যদি মালিক হন এবং ভিসাহীন কাউকে চাকরি দেন।

২.জরিমানা: ₩10,000,000 পর্যন্ত।

৩.সেই শ্রমিকেরও ভিসা বাতিল বা 출국 হতে পারে।

세금 체납 (Tax Evasion)

১.소득세/4대 보험/건강보험 ইচ্ছাকৃতভাবে না দিলে

২.আপনার 신용등급 খারাপ হয়, যা F-2/F-5 আবেদন বা 연장/변경 সমস্যা করে।

거짓 서류 제출 / 허위신고 (মিথ্যা কাগজ বা তথ্য, ভুয়া সার্টিফিকেট )

১.ভিসা আবেদন বা 주소 변경 মিথ্যা তথ্য দিলে

২. 적발되면 즉시 비자 취소 বা 5~10 বছর পর্যন্ত প্রবেশ নিষেধ থাকবে।

무면허 운전 (লাইসেন্স ছাড়া ড্রাইভিং)

ইমিগ্রেশন অফিসে রিপোর্ট হতে পারে, যদি রিপোর্ট না হয় সেক্ষেত্রে বেঁচে যাবেন। 교통신호 위반 সিগন্যাল অমান্য সাধারণত প্রভাব ফেলে না।

음주운전 / 폭행 / 절도 / 성범죄 (শাস্তিযোগ্য অপরাধ), সব থেকে বড় অপরাধ।

১. 음주운전 (ড্রিঙ্ক ড্রাইভ):

• 혈중알코올농도 0.03% 이상 হলে

• 벌금 ₩3,000,000 ~ ₩10,000,000+

• 비자 갱신/변경 거부 হতে পারে

• 폭행/절도/마약/성범죄 → F-5, F-2, D-10 এসব ভিসা অনুমোদিত হয় না।

주소 변경 না করা (미신고 전입신고)

বাসা বদলের 14 দিনের মধ্যে 출입국 অফিস বা 주민센터তে 신고 না করলে

• ₩100,000 ~ ₩1,000,000 জরিমানা।

• এটির রেকর্ড থাকলে F-2/F-5 আবেদনে প্রভাব পড়ে।

한국인 배우자와 위장결혼 / 이혼 신고 지연

• ভুয়া বিবাহ বা সঙ্গীর তথ্য গোপন।

• 이혼 후 신고 না করলে → F-6 비자 취 বা 연장 হবে না।

পরিশেষে মনে রাখা জরুরি, কোরিয়ায় ইমিগ্রেশন সিদ্ধান্ত অফিসভেদে ভিন্ন হতে পারে।

একজনের অভিজ্ঞতা অন্যজনের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। নিয়মও সময়ের সঙ্গে পরিবর্তন হয়।

তাই যারা দীর্ঘ সময় কোরিয়ায় থাকতে চান,

তাদের উচিত আইন মেনে চলা ও কোরিয়ান নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা।

14/04/2025

২য় ধাপে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ ঘোষণা

ম্যানুফ্যাকচারিং কোটা ১৬,৩২৮ জন
মৎস্য ২,০৭৭ জন
নির্মাণ ৪৪৫ জন
শিপবিল্ডিং ৬২৫

মালিকদের আবেদন ২১শে এপ্রিল টু ২রা মে ২০২৫

ইস্যুর তারিখ
ম্যানুফ্যাকচারিং ও শিপবিল্ডিং খাত
-২২শে মে টু ২৮শে মে
মৎস্য ও নির্মাণ
-২৯ শে মে টু ৪ঠা জুন
অতিরিক্ত ইস্যু
- ৯ই জুন টু ১০ই জুন

11/04/2025

গুরুত্বপূর্ণ

খুব দ্রুতই ইপিএস কর্মীদের কর্মস্থল পরিবর্তনে এলাকা ভিত্তিক পরিবর্তনের যে বাঁধা ছিলো সেটা উঠে যাচ্ছে। শুধু একটি শর্ত রেখে বাকি সব আইন তুলে নেওয়া হচ্ছে। সেটা হলো সিউল,ইনছন,খিয়ংগি প্রদেশ থেকে অন্য প্রদেশে গেলে সে আর কখনও এই তিন এলাকায় ফিরে আসতে পারবেনা। বাকি অন্য যে কোন প্রদেশে যেতে বাঁধা থাকবে না।

সেই সাথে নির্দিষ্ট প্রদেশ ভিত্তিক যে বাঁধা ছিলো সেটাও আর থাকছে না। মনে করুন আপনি জল্লা প্রদেশে আছেন চাইলেই আপনি অন্য যে কোন প্রদেশে(যেমন ছুংবোক,দেগু,বুসান,জেজু,খাংউওন,উত্তর দক্ষিণ খিয়ংসাং প্রদেশ) যেতে পারবেন শুধু সিউল,ইনছন,খিয়ংগি প্রদেশ ব্যতীত।

আরও সহজ করে বললে সিউল,ইনছন,খিয়ংগি কে যদি শহর ভাবি আর বাকি সব প্রদেশকে যদি গ্রাম ধরি তাহলে
১) শহরে থেকে আপনি যে কোন গ্রামে যেতে পারবেন তবে শহরে আর ফিরতে পারবেন না।
২) গ্রাম থেকে গ্রামে যাওয়া আসার কোন বাঁধা থাকবে না।

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizan with korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category