Kathgolap - কাঠগোলাপ

Kathgolap - কাঠগোলাপ কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো.!❤️
(9)

06/07/2025

তুমি যদি কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো, আল্লাহ সেই মানুষ দিয়েই তোমাকে কাঁদাবে.!❤️

02/07/2025

যাকে তুমি ভালোবাসতে পারবেনা,তাকে কখনোই প্রশ্রয় দিও না। তাকে প্রেমের প্রলোভন দেখাইওনা, তাকে বৃষ্টির স্বাদ বুঝাইওনা।

শীতল বাতাসের স্পর্শ।

তাকে শুঁকাইওনা বকুল ফুলের ঘ্রাণ, যাকে ভালোবাসতে পারবেনা তাকে খুব গোপণ ভাবেই পাশ কাঁটিয়ে যাও।আঘাত দিও না।💔

02/07/2025

Maybe they're the luckiest people in the world যারা ভালোবাসার বদলে ভালোবাসা পায়।❤️

28/06/2025

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি। সবসময় আমি হেরে যাই, জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।
আমি ভেবেছিলাম সবকিছু জয় করেছি, কিন্তু বেলা শেষে সবকিছুই শূন্যতা। কিছুই জড়ো করা হয়নি, সবকিছু ফাঁকা।

আমি হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে ক্লান্ত। আমি ভাবি, হয়তো জয়ী হবো কিন্তু এই ভাবনা সহজ, জয়ের পথ হয়তো বহু দূর...❤️

28/06/2025

পিঁপড়ে আমাকে চিমটি কাটছে আমিও পিঁপড়েকে চিমটি কাটলাম ওমা এখন দেখি মা.রা গেছে..!😳
ইয়ার্কি বুঝে নাতো আসে কেন.😁

27/06/2025

কুপরামর্শ দেন দেখি কারটা সবচেয়ে ভয়ংকর হয়।🙂

26/06/2025

ভাবতাছিলাম ভালো হয়ে যাবো, পরে মনে পড়লো আমি তো কখনো খারাপ ছিলাম না!🙂

25/06/2025

জীবনে হাজারটা প্রবলেম নিয়েও সারাদিন রিলস দেখে হাহা-হিহি করা এক নি'র্ল'জ্জ আমি।। 🙂

অপেক্ষা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে যার জন্য অপেক্ষা করছো, সে জানেই না তুমি অপেক্ষায় আছো!❤️🥀
20/06/2025

অপেক্ষা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে যার জন্য অপেক্ষা করছো, সে জানেই না তুমি অপেক্ষায় আছো!❤️🥀

20/06/2025

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতোএকটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।

আপনাদের জীবনের এমন কোন ঘটনা কি আছে? আপনি কি সেই স্ত্রীর জায়গায় ছিলেন? নাকি স্বামী হিসেবে এখন কিছুটা অনুশোচনায় ভুগছেন?

কমেন্টে জানাতে পারেন। কথা বললে বোঝা ভাগ হয়।
মনটাই তো শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় থাকার জায়গা হওয়া উচিত।

Address

Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when Kathgolap - কাঠগোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category