Kathgolap - কাঠগোলাপ

Kathgolap - কাঠগোলাপ কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো.!❤️
(10)

01/10/2025

কেডা জানি জাদু করছে, হুট কইরা চেইত্তা উঠি আবার হুট কইরা একলা একলা হাসি। 🙂

01/10/2025

আল্লাহ তোমাকে কেন পরীক্ষা করেন তার কারণ -

তোমাকে নির্দেশনা দেওয়ার জন্য, সংশোধন করার জন্য, তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে নিখুঁত করার জন্য!

কিন্তু আল্লাহ কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হবেন না, যা তুমি সামলাতে পারবে না। তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।'❤️✨

30/09/2025

তোমাকে ভালোবাসি না বলার পরেও ভালোবাসি.!সহস্র বছরেও তুমি ততটুকু ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না.!💔

29/09/2025

পৃথিবীর সবচেয়ে বড় যু*দ্ধটা মানুষে মানুষে নয়, নিজের সাথে নিজের। Me vs Me - Head vs Heart..! নিজের সাথে নফস এর যু*দ্ধ। প্রতিদিন হারতে হয় আবার উঠে দাঁড়াতে হয়। কেউ জানে না কেউ বুঝে না। নীরবে নিজের সাথে নিজের কত যু*দ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত!💔

29/09/2025

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, সময় করে নিজেকে তিন বেলা ভাত তরকারি খাওয়ানো.!🙃

29/09/2025

এই আয়াতটা খুব অন্তরে লাগে

انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء،

তুমি যাকে ভালোবাসো, ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবে না! তাকে সৎ পথে আনতে পারবে না! তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে আনেন! এবং কে সৎ পথে আসবে তা তিঁনিই ভালো জানেন!

(সূরা আল কাসাস : ৫৬)

তাহলে শুকরিয়া আদায় করেন সেই রবের! যিনি পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আপনাকেই

হেদায়েতের জন্য বেছে নিয়েছেন!

আলহামদুলিল্লাহ' ❤️

29/09/2025

কত পাওয়ারের চশমা কিনলে সঠিক মানুষ চেনা যাবে?🙂

কখনো কখনো মনে হয়, যদি আমি মানুষ  হয়ে জন্ম না নিয়ে, যদি আমি একটা পাখি হয়ে আসতাম পৃথিবীতে!তাহলে হয়তো এত দুঃখ জমিয়ে বুকে রা...
29/09/2025

কখনো কখনো মনে হয়, যদি আমি মানুষ হয়ে জন্ম না নিয়ে, যদি আমি একটা পাখি হয়ে আসতাম পৃথিবীতে!
তাহলে হয়তো এত দুঃখ জমিয়ে বুকে রাখতে হতো না। মানুষ হয়ে জন্ম নিয়ে আমি শিখেছি শুধু হারানো, শিখেছি অপেক্ষা করতে, শিখেছি অভিমান আর কষ্টের বোঝা কাঁধে নিয়ে বেঁচে থাকতে।

মানুষের ভিড়ে থেকেও আমি সবসময় একা।
হাজারো মানুষের মাঝেও আমার চোখ খুঁজে ফেরে একটুখানি আশ্রয়, অথচ কেউই বোঝে না আমার ভেতরের ঝড়। মানুষ কথা দেয়, ভেঙে দেয়, স্বপ্ন দেখায়, আবার সেই স্বপ্নকেই ভাঙচুর করে তখনই মনে হয়—আমি যদি একটা পাখি হতাম!

একটা পাখি হয়ে আকাশের বিশালতায় ডানা মেলে দিতাম, উড়ে যেতাম দূর অজানায়। কেউ আমাকে থামিয়ে রাখতে পারতো না, কেউ আমার ভাঙা মন নিয়ে খেলতে পারতো না। আমি থাকতাম শুধু মুক্ত আকাশের কাছে, থাকতাম বাতাসের কাছে, থাকতাম সূর্যের আলো আর চাঁদের স্নিগ্ধতায় ভিজে।

কিন্তু দুর্ভাগ্য, আমি মানুষ। আর মানুষ হয়ে জন্মেই যেন আমি শুধু শিখেছি দুঃখ বয়ে বেড়াতে।
তবুও মনে মনে প্রতিদিন একটা স্বপ্ন দেখি—
একদিন যদি সত্যিই পাখি হতে পারতাম,
তাহলে হয়তো মুক্তি মিলতো এই কষ্টের জীবন থেকে।🖤

29/09/2025

আমি যেদিন থেকে বুঝলাম!মানুষ মানুষকে প্রচন্ড নির্মম ভাবে যন্ত্রনা দিয়েও অপরাধ বোধে ভুগে না,মূলত সেদিন থেকেই আমি মানুষ ভয় পাই॥💔

27/09/2025

কিছু মানুষ মরে যায়, মরে যায় চব্বিষে!
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে'🙂💔!

16/09/2025

জীবনে মেনে নিতে পারলেই মানুষের চোখে আপনি সুখী। তবে কেউ দেখবে না মেনে নিতে নিতে ভেতরে ঠিক কতটা ক্ষ*ত করেছেন নিজের!💔

16/09/2025

মনের তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে,
পৃথিবীর কোন আনন্দই উপভোগ করা যায় নাহ.!💔

Address

Munshiganj
BOLOI

Alerts

Be the first to know and let us send you an email when Kathgolap - কাঠগোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category