16/10/2025
কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের এইচএসসির ফলাফল শতভাগ পাস
মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। এবং জেলায় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সাফল্যে পুরো এলাকায় আনন্দের জোয়ার নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। ঢাকা বোর্ডের আওতাধীন কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ১১ জন পরীক্ষার্থী এইচএসসি ২০২৫ইং অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষায় মোট ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার সবাই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এই সাফল্যে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শিক্ষকরা জানান, "তাদের শিক্ষার্থীদের এই অর্জন পরিশ্রম, নিয়মিত ক্লাস ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রতিষ্ঠানটির এই সফলতায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ শিক্ষাক্ষেত্রে আরও দৃষ্টান্ত স্থাপন করবে।