Anik Das

Anik Das Anik Das is ready to give you full computer skill and freelancing service. Hey It's me Anik Das. I'm from Munshiganj. I'm a Digital Marker.

Student of SuccessBiz Family.

ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা পোস্টে অনেকে কমেন্ট করে (I am interested)😍যখন ইনবক্সে শুনতে পায় আপনি এডমিশন নিলে টাকা পেমেন...
21/05/2024

ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা পোস্টে অনেকে কমেন্ট করে (I am interested)😍
যখন ইনবক্সে শুনতে পায় আপনি এডমিশন নিলে টাকা পেমেন্ট করতে হবে। তখন আগ্রহি ব্যাক্তির মুখটা কালো হয়ে যায়।😧
তখন ( I am not interest)হয়ে যায়।😅
ভাই স্কুলে লেখাপড়া শিখার জন্য টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে।
একটা মেডিকেলে চিকিৎসা করার জন্য ফি দিতে হয়েছে।
চাকরিতে দেওয়ার জন্য সিভি বানাতে হয়েছে টাকা দিয়ে।
টাকা দিয়ে তো সব সম্পর্ক এখানে কেন ফ্রি শিখতে চাইতেছেন?🙄🤔
আর এটাতো ক্যারিয়ার!! এটা চিন্তা করবেন,ক্যারিয়ার করতে কিছু টাকা তো খরচ করতে হবে তাই না?💰

আগে সিদ্ধান্ত নেন তারপর এডমিশন করেন মনে রাখবেন এমন কেউ নেই যে আপনাকে টাকা ছাড়া এডমিশন করে Freelancer বানাবে Freelancer হতে it তে এডমিশন করে কাজ শিখতে হবে তবে আপনি Freelancer হতে পারবেন❤


T Shirt Design 🥰
12/03/2024

T Shirt Design 🥰

Hand Made Pothir Kaj ...**Jer Shopis...**Handbag ...
29/02/2024

Hand Made Pothir Kaj ...

**Jer Shopis...
**Handbag ...

27/02/2024
🌐🌐ফ্রিল্যান্সিং এ ইমেইল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ সেবা হতে পারে যা ব্যবসা, প্রতিষ্ঠান, বা ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য ব...
27/02/2024

🌐🌐ফ্রিল্যান্সিং এ ইমেইল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ সেবা হতে পারে যা ব্যবসা, প্রতিষ্ঠান, বা ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য ব্যবহৃত হয়। এটি হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া যাতে ইমেইল বা ইমেইল যোগানের মাধ্যমে মার্কেটার ম্যাসেজ প্রেরণ করে তাদের লক্ষ্যগুলি সহজে অনুসন্ধান করতে পারেন। এটি আপনার লক্ষ্যগুলির দিকে আপনার টার্গেট অডিয়েন্সকে নিয়ে যাওয়ার একটি প্রভাবশালী উপায়।

🛟🛟ইমেইল মার্কেটিং এর ভূমিকা নিম্নোক্ত কিছু অংশে বিবেচনা করা হয়:

⚓⚓কাস্টমার সংক্রান্ত সম্পর্ক তৈরি: ইমেইল মার্কেটিং দ্বারা আপনি আপনার কাস্টমারদের সাথে সার্বক্ষণিক সম্পর্ক তৈরি করতে পারেন, তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে আপনার পণ্য বা সেবার উন্নতি করতে।

🧭🧭প্রযুক্তিগত মাপকাঠি এবং অনুপ্রযুক্তিত অনুবাদ: ইমেইল মার্কেটিং টুলগুলির সাহায্যে আপনি আপনার ইমেইল মার্কেটিং ক্যাম্পেইনের সাফল্য মাপতে এবং ডেটা এনালাইসিস করতে পারেন।

🚧🚧সাহায্যকারী এবং তথ্যপূর্ণ কন্টেন্ট প্রদান: ইমেইল মার্কেটিং মাধ্যমে আপনি আপনার গ্রাহকদেরকে প্রয়োজনীয় তথ্য, সহায়, এবং পোস্ট-সেলস সাপোর্ট প্রদান করতে পারেন।

🎗️🎗️লিড জেনারেশন: ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি নতুন লিড জেনারেট করতে পারেন, এবং তাদেরকে আপনার ব্যবসার সাথে সংযোগ করতে পারেন।

🎖️🎖️ব্র্যান্ড প্রমোশন: আপনি ইমেইল মার্কেটিং দ্বারা নতুন প্রোডাক্ট বা সেবা উপলব্ধ করার বা কোন বিশেষ অফার প্রচার করতে পারেন এবং আপনার ব্যবসা বা ব্র্যান্ডটির প্রমোশন করতে পারেন।

🌐ফ্রিল্যান্সিং এ টুইটার এর কাজে বিভিন্ন উপায়ে কাজ করা হতে পারে। তৈরি থাকা স্বচ্ছ এবং ইম্প্রেসিভ সোশ্যাল মিডিয়া প্রোফাই...
23/02/2024

🌐ফ্রিল্যান্সিং এ টুইটার এর কাজে বিভিন্ন উপায়ে কাজ করা হতে পারে। তৈরি থাকা স্বচ্ছ এবং ইম্প্রেসিভ সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ফ্রিল্যান্সাররা অন্যান্য ব্যক্তিদের টুইটারে উপস্থাপন করতে পারে এবং তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করতে পারে।

কিছু উদাহরণ :

🌲🌲সোশ্যাল মিডিয়া মার্কেটিং: ব্যক্তিগত বা ব্যবসায়িক টুইটার প্রোফাইলে বিপন্ন করতে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের সাথে সংযোগ করতে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে।

🌳🌳টুইটার ম্যানেজমেন্ট: কোম্পানির জন্য বা ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য টুইটার একাউন্ট পরিচালনা এবং ম্যানেজ করতে ফ্রিল্যান্সাররা আঙ্গুলে সহায় করতে পারে।

🪴🪴কন্টেন্ট লেখা এবং প্রচারণা: টুইটারে আকর্ষণীয় এবং ব্যক্তিগত কন্টেন্ট তৈরি করতে এবং তাদের প্রচারণা করতে ফ্রিল্যান্সাররা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারে।

🌿🌿টুইটার একাউন্ট অপারেটর: কোম্পানির জন্য টুইটার একাউন্ট অপারেটর হিসেবে কাজ করা। এটি টুইটার একাউন্টে উপস্থিত থাকতে এবং যাদের প্রশ্ন করতে অথবা সাপোর্ট দিতে সাহায্য করতে পারে।

☘️☘️টুইটার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট: কোনও বৃহত্তর ক্যাম্পেইনের জন্য টুইটারে উপস্থিত থাকতে এবং সামাজিক মাধ্যমে উচ্চতর বিপণি তৈরি করতে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে।

💘এই বিষয় উপায়ে, টুইটার এ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক ভিন্ন কাজে চোখ রাখা হতে পারে এবং তাদের দক্ষতা এবং প্রযুক্তিতে উন্নত হতে সাহায্য করতে পারে।

23/02/2024

ভিডিও বানানোর মূল উদ্দেশ্য সকালে ঘুম থেকে উঠে Hurdle মিটিং এ জয়েন করতে পারি না😓 তাই মেম বললো এলার্ম সেট করতে জানি কি নাহ আমি ,🙂
তাই আজকে ছোট করে কিভাবে এলার্ম সেট করতে হয় ফোনে সেটা জানিয়ে দিলাম😁 Honorable ASM Tina Sharmin Mem.

20/02/2024

আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা 🖤🥀💐😊

Address

Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when Anik Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share