SHA24

SHA24 Personal blog and Music

26/10/2025

যেতে বলিনি তোকে, তুই নিজেই পথ ধরলি,
চোখের ভাষা বুঝেও আজ কেন দূরে চললি?
বলবি কি একবার, কোথায় আমার দোষ?
ভালোবাসা দিয়েছিলাম, তবু কেন এই রোষ?

প্রতিদিন ভোরে জাগি তোর নামের ডাক নিয়ে,
মন খোঁজে তোকে এখনো সেই পুরনো রোদে ছায়িয়ে।
তুই আছিস কারো সাথে, আমি শুধু স্মৃতি ধরে,
হাসিমুখে লুকিয়ে রাখি, চোখের জলের ঝড়ে।

জানিস? আজও ফোনটা বাজলে কাঁপি মনে মনে,
ভাবি হয়তো তুই, ভুলে যাসনি আমায় এখনো ক্ষণে।
কিন্তু পরক্ষণেই বুঝি, এ আশা বৃথা কেবল,
তুই নেই, তোর নামটা এখনও বুকে জ্বলজ্বল।

ভালোবাসা যদি সত্যি হয়, তবুও কেন হারায়?
শপথ, প্রতিশ্রুতি, স্বপ্ন সবই মুছে যায়!
তবু তোকে ভালোবাসি, এই মনের গভীর তলায়,
কারণ তুই ছিলি আমার জীবনের একমাত্র আলোয়।

25/10/2025

ইচ্ছা ছিল না তবুও ছেড়ে দিলাম তোকে,
ভালোবাসার মানুষ তুই, রইলি অন্য রোকে।
হয়তো তোর হাসিতে আছে কারো নাম,
তবু তোকে দেখে মনে পড়ে যায় আমারই সেই কাম।

রাতভর চোখ ভিজে, নিঃশব্দে কান্না পড়ে,
মন বলে ফিরিয়ে আন, যুক্তি বলে আর না রে।
ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়,
কখনও ছেড়ে যাওয়াতেই ভালোবাসা খোঁজে সয়।

তোর প্রতিটা স্মৃতি আজ বুকের ভিতর আগুন,
ভালোবাসি বলবো না আর কেমন অদ্ভুত দাগুন।
চলে যা দূরে, আমি থাকব নীরব কষ্টে,
হয়তো কোনো জন্মে দেখা হবে আবার, অনন্ত পথে।

28/09/2025
05/07/2025

প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা কাউরে শেয়ার করা যায় না 😢

Address

Munshiganj
1510

Telephone

+8801576793932

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHA24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share