26/10/2025
যেতে বলিনি তোকে, তুই নিজেই পথ ধরলি,
চোখের ভাষা বুঝেও আজ কেন দূরে চললি?
বলবি কি একবার, কোথায় আমার দোষ?
ভালোবাসা দিয়েছিলাম, তবু কেন এই রোষ?
প্রতিদিন ভোরে জাগি তোর নামের ডাক নিয়ে,
মন খোঁজে তোকে এখনো সেই পুরনো রোদে ছায়িয়ে।
তুই আছিস কারো সাথে, আমি শুধু স্মৃতি ধরে,
হাসিমুখে লুকিয়ে রাখি, চোখের জলের ঝড়ে।
জানিস? আজও ফোনটা বাজলে কাঁপি মনে মনে,
ভাবি হয়তো তুই, ভুলে যাসনি আমায় এখনো ক্ষণে।
কিন্তু পরক্ষণেই বুঝি, এ আশা বৃথা কেবল,
তুই নেই, তোর নামটা এখনও বুকে জ্বলজ্বল।
ভালোবাসা যদি সত্যি হয়, তবুও কেন হারায়?
শপথ, প্রতিশ্রুতি, স্বপ্ন সবই মুছে যায়!
তবু তোকে ভালোবাসি, এই মনের গভীর তলায়,
কারণ তুই ছিলি আমার জীবনের একমাত্র আলোয়।