25/06/2025
"বদ নজর"
আমি আগে খুব একটা বিশ্বাস করতাম না, ওই যে কথায় আছে না নিজের সাথে যে পর্যন্ত না ঘটবে ওই পর্যন্ত বিশ্বাস করি না আমরা,আজ খুবই অসহায় লাগতেছে যে যেভাবেই বুঝাক না কেন আমি তো মা সন্তান এর কষ্টটা মেনে নিতে পারতাছি না,আপনাদের সবার সাথে আমি আমার সন্তান এর সাথের কিছু সুন্দর মুহূর্তে ভাগ করে নিয়ে ছিলাম, কেউ তা ভালো ভাবে নিছে আবার কেউ হয়তো ভালো ভাবে নেয় নাই😭😭😭