
07/08/2025
পদন্নোতি মানেই আরো বড় দায়িত্ব।।
সবার কাছে দোয়া চাই।
মুন্সিগঞ্জ হাসপাতালে রোগীদের প্রিয় ডাক্তার হিমেলের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে আসা রোগীদের কাছে চিকিৎসক হিসাবে একজন প্রিয় মুখ সাইদুর রহমান হিমেল। সদালাপী এই চিকিৎসকের প্রশংসা শুনাযায় সবার কাছেই। এবার কর্ম পরিচয়ে দেখা গেলো ভালো কাজের প্রতিফলন, পদোন্নতি পেয়েছেন তিনি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে সহকারী রেজিস্টার মেডিসিন হিসাবে ২০২৩সালের যোগদানের দুই বছরের মাথায় জুনিয়র কনসালটেন্ট মেডিসিন পদে পদন্নোতি হয়েছে তার। বৃহস্পতিবার ৭আগষ্ট নতুন পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ডা. হিমেল জানান, নতুন পদে সকলের দোয়া ও সহযোগিতা চাই। চিকিৎসা প্রার্থীদের যেনো আরো ভালো ভাবে সেবা দিতে পারি সে প্রচেষ্টা থাকবে আমার।
উল্লেখ্য, টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজধানীর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশের পর রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন সাইদুর রহমান হিমেল। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমডি ডিগ্রি অর্জন করে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি #