Freelancing It

Freelancing It Freelancing It Institute is a great Institute. Freelancing It providing Digital marketing course and services.

01/08/2022

টাকা নাই টাকা নাই না করে ফ্রিল্যান্সিং এ স্ক্রিল ডেভেলপ করুন

টাকা এমনেই আসবে,
কারন মার্কেট প্লেসে দক্ষ ফ্রিল্যান্সারের বড্ড অভাব

29/06/2022

The journey was not easy.

ফ্রিল্যান্সিং! বর্তমানের তথাকথিত তরুণদের উপার্জনের একটি প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং বলতে যে শুধু গ্রাফিকস ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কে বুঝায় বিষয় টা তেমন নয়। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে অনেক ধরনের কাজের চাহিদা রয়েছে। তার মধ্যে আপনার ভালো লাগে এমন কোন একটা কাজের ওপর স্কিল অর্জন করে ধৈর্য্য সহকারে এগিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।

আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এই সেক্টরের কাজের সাথে ভালো লাগা এবং ভালোবাসা দু'টোই তৈরী হয়ে গেছে।
নতুনদের জন্য কিছু পরামর্শ।
👇
১. প্রপার স্কিল অর্জন না করে মার্কেটপ্লেসে যাবেন না।

২. পর্যাপ্ত পরিমান ধৈর্য্য না থাকলে ভেঙে পড়বেন।

৩. নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি বিশ্বাসী হবেন।

৪. মার্কেটপ্লেসে গিয়ে শুধু অ্যাকাউন্ট করে বসে থাকলে চলবে না, আউট অফ মার্কেটপ্লেসেও কাজ নেয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে (লিংকড-ইন)-এ জব খোঁজার চেষ্টা করতে পারেন।

৫. সবসময় ক্লাইন্ট কে ভালো সার্ভিস দেয়ার চেষ্টা করবেন, এর ফলে রি-সেল ভালো হয়। এবং ক্লাইন্ট কে সবসময় মান্থলি সার্ভিস প্ল্যান দিবেন, যদি ক্লাইন্ট রাজি হয়ে যায় তাহলে তার সাথে মাসিক ভিত্তিক কাজ করার সুযোগ পেয়ে গেলেন। ১টি সিঙ্গেল প্রজেক্ট এর জায়গায় মাসিক ভিত্তিক কাজ পাওয়ার সুযোগ থাকে।

আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আরও কিছু তুলে ধরার চেষ্টা করবো। ভুলত্রুটি মাফ করবেন।


























17/05/2022

যিনি যে কাজের সাথেই যুক্ত আছেন, আপনি চাইলে পার্ট টাইম হিসেবে বেচে নিতে পারেন ফ্রিল্যান্সিং,

কারন আগামীর ভবিষ্যৎ হবে অনলাইন ভিত্তিক ভবিষ্যৎ, যে যত অনলাইনে কাজ জানবে সে তত ইনকাম করবে,
আর ইনকাম করা ছাড়া সৎ থাকা অনেক কষ্টকর বিষয়, অভাব ই আপনাকে খারাপ পথে নিয়ে যাবে

শুরু করুন, অন্য কেউ শুরু করার আগেই


























17/05/2022

#একটি সঠিক সিধান্ত,বদলে যাবে জীবনঃ

আপনার মধ্যেও দক্ষতা আছে হয়ত আপনি তা উপলব্ধি করতে পারেন।কিন্তু সেই দক্ষতা কিভাবে কাছে লাগাবেন?কিভাবে নিজেকে স্কিল্ড করবেন?কিভাবে নিজের দক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিবেন।সময় এখনি ঘুরে দাঁড়াবার নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন।কারও অধিনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বেরিয়ে নিজে কিছু করেন।

তাহলে কি করতে চাচ্ছেন

#ফ্রিল্যান্সং ক্যারিয়ারঃ

বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টর আমাদের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে গিয়েছে।আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে স্কিল্ড করে সুন্দর ভাবে গড়ে তুলতে পারি।

ফ্রীল্যান্সিং💻 করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয়💵 করছেন এবং অনেকেই এতো টাকা আয়💵 করে নিচ্ছেন যে, কোনো ফুল টাইম চাকরি থেকেও এতো টাকা💰 আয় করা সম্ভব না।
ফ্রীল্যান্সিং💻 করার আগে কিছু জিনিস জানা জরুরি 👉

📌 ফ্রীল্যান্সিং মানে কি?
📌কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবো?
📌 কীভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয়💵 করবো?
📌ফ্রীল্যান্সিং করে কত টাকা আয়💵 করা যাবে?
📌আমি কি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?
📌নতুনদের জন্য সেরা সাইট কোনটি?
📌মোবাইল📱 দিয়ে ফ্রীল্যানসিং সম্ভব কিনা?

📢সুখবর! যারা ফ্রীল্যান্সিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য একটি চমৎকার ব্যবস্থা করা হয়েছে। যারা এই সুযোগটা গ্রহন করতে ইচ্ছুক তারা আমাকে ইনবক্স📩 করুন। ধন্যবাদ 😊


























16/05/2022
মানুষ চাইলে পারেনা এমন কিছু নেই কিন্তু কথা হচ্ছে আমরা কেন পারি না ??আমরা পারিনা কারন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি নেই !! একজ...
13/05/2022

মানুষ চাইলে পারেনা এমন কিছু নেই
কিন্তু কথা হচ্ছে আমরা কেন পারি না ??

আমরা পারিনা কারন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি নেই !!
একজন চটপটি বিক্রেতা যদি সফল হতে পারে
তাহলে আমি বা আপনি কেন পারবোনা ??
একটা বার চিন্তা করে দেখেছেন ??
আপনার আর তার মাঝে ব্যবধান কতটুকু ??
চেষ্টা করলে আপনিও পারবেন 💝🌸

আল্লাহতালার উপর ভরসা করে বসে
না থেকে নিজেকে চেষ্টা করেন

আল্লাহ তাআলার কাছে দোয়া করেন
আপনি সফল হবেন ইনশাআল্লাহ 💙🌸




#চলুন_উদ্যোক্তা_হই
#ক্যারিয়ার_গড়ুন
























12/05/2022

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা এবং অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে

12/05/2022

অনেকের জীবনে প্রথম ব্যর্থতাই হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা,

সুতরাং সঠিক সিদ্ধান্ত নিন,
কাজ শুরু করুন

Digital Marketing শিখে কি আয় করা সম্ভব?যদি আপনি সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে সম্ভব। আপনার প্র...
12/05/2022

Digital Marketing শিখে কি আয় করা সম্ভব?

যদি আপনি সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে সম্ভব।

আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং দৃঢ় প্রচেষ্টা আপনাকে সফল করবে। আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ফ্রিল্যান্সিং হয়ে উঠুক আপনার উপার্জনের একটি মাধ্যম।

আমাদের ০১ তম ব্যাচে ভর্তি চলছে।
ক্লাস শুরুর দিন- ২৫ মে

কোর্সে যা থাকবে:

Social Media Marketing (SMM).....................................................
1=Facebook Marketing
2=Instragram Marketing
3=Pinterest Marketing
4=Twitter Marketing
5=Linkedin Marketing

Search Engine Marketing=(SEM).....................................................
6=Google Marketing
7=Yahoo Marketing
8=Bing Marketing
9=YouTube Marketing
10=Fiverr account create +Gig Create
11=Wordpress
12=SEO
13=Email Marketing
14=Affiliate Marketing
15=Shofify Marketing
16=Create Upwork account

আপনার যা লাগবে
---------------------------------

১. ভালো এন্ড্রয়েড মোবাইল/ল্যাপটপ বা কম্পিউটার।
তবে আপাতত মোবাইল দিয়ে শিখতে পারবেন কিন্তু মার্কেট প্লেসে কাজ করার জন্য অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে।
২. আপনার ইনকাম করার চাহিদা থাকতে হবে।
৩. প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক আমাদের গ্রুপে পোস্ট করতে হবে।

যে সকল সুবিধাগুলো পাবেন
-----------------------------------------

১=প্রতিটি ক্লাস হবে অনলাইন লাইভে।
২=ট্রেইনার কে সরাসরি প্রশ্ন করার সুযোগ।
৩= খুবই দক্ষ ৪ জন ট্রেইনার টোটাল কোর্স টি সম্পূর্ণ করবে।
৪=কোন কারনে আপনি ক্লাস মিস করলে সে ক্লাসের রেকর্ডিং ভিডিও পাবেন।
৫=প্রতিটি ক্লাস রেকর্ডিং ভিডিও সিক্রেট গ্রুপে পাবেন যেগুলো বার বার দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন।
৬=১০০% ইনকাম না হওয়া পর্যন্ত সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ
৭=যে ব্যাচে আপনি ভর্তি হবেন সে গ্রুপে থাকবে খুবই অভিজ্ঞতা সম্পন্ন ৪ জন সাপোর্ট মেম্বার,,যারা আপনাকে সকাল ৭ টা থেকে রাত ১ টা পর্যন্ত সাপোর্ট দিবে।
৮=আপনি এখান থেকে পাবেন সার্টিফিকেট

ক্লাসের নিয়মাবলি:

১=সপ্তাহে ২ টা ক্লাস অনলাইনে Google Meet/zoom এর মাধ্যমে হবে

২=টোটাল ৪ মাসের কোর্স,

৩=১৮ নাম্বার ক্লাসে আমরা fiverr মার্কেটপ্লেসে চলে যাবো

প্রথম ৩০ জন কে আমরা ৮০% স্কলারশিপে সুযোগ দিচ্ছি। আজই আপনার সিট টি বুকিং করে ফেলুন।

প্রতি সোমবার এবং শুক্রবার রাত ১০ টায় Google Meet apps এর মাধ্যমে ক্লাস হবে।

যেকোন প্রয়োজনে কল করুন - 01993998186/01404547785























অনেক দিন পর আবার আর একটা কাজ পেলাম। আলহামদুলিল্লাহ। রাত্রে কথা বলে অফার পাঠাইছিলাম সকালে উঠে দেখি একসেপ্ট করে নিয়েছে। আ...
11/05/2022

অনেক দিন পর আবার আর একটা কাজ পেলাম। আলহামদুলিল্লাহ। রাত্রে কথা বলে অফার পাঠাইছিলাম সকালে উঠে দেখি একসেপ্ট করে নিয়েছে। আলহামদুলিল্লাহ


























Address

Munshiganj

Telephone

+8801993998186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing It:

Share