Safar to Jannah

Safar to Jannah Safar to Jannah, "bringing the Qur’an closer to all.”

একসময় সে বলেছিল: “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা!”এই শয়তান মহিলারও অনেক ভক্ত আছে, যারা নিজেরাও শয়তান। এরা হয়ত...
24/02/2025

একসময় সে বলেছিল: “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা!”

এই শয়তান মহিলারও অনেক ভক্ত আছে, যারা নিজেরাও শয়তান। এরা হয়তো কখনোই হেদায়েত পাবে না—মহান আল্লাহ তায়ালাই সবচেয়ে ভালো জানেন।

তারা কিছু হলেই বলে, “মেধাবীদের লাল, স্বাধীনতা উপভোগ করুন!”

ঠিকই তো বলছে—কারণ তারা নিজেরা মেধাবী নয়, তাই মেধাবীদের থেকে নিজেদের আলাদা করে কথা বলে।

তবে এটা নিঃসন্দেহে সত্য—
যে নেতাদের পিছে ঘুরে, যার হালাল উপার্জনের কোনো উপায় নেই, যার সব ইনকাম হারাম, যে এলাকায় ইভটিজিং করতো, মানুষ খুন করতো, ক্ষমতার অপব্যবহার করতো—এই ভাদাইম্মারা কখনোই মেধাবী হতে পারে না!

কথাটা একদম সত্য!

এই ভাদাইম্মা গুলাই দেশ চালাইছে লাস্ট ১৫ বছর তাহলে চিন্তা করেন দেশের কি অবস্থা এরা করছে।

তারা বলে আগে ভালো ছিলাম বলে দাবি করে, তাদের আসলেই ভালো লাগছে না এখন। কারণ তারা—
• নেতাদের পিছে ঘুরে ইনকাম করতে পারছে না,
• মেয়েদের ইভটিজিং করতে পারছে না,
• এলাকায় শোডাউন দিতে পারছে না,
• অন্যের হক মেরে খেতে পারছে না।

এই জন্যই তাদের এখন দিন ভালো যাচ্ছে না!

একটা দেশে যখন প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগ, যখন মন্ত্রীরা জনগণের হক লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে, যখন আইন-আদালত, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সব পঙ্গু করে দেওয়া হয়—তখন সেই দেশের মানুষের ভাগ্যে আর কী-ই বা থাকতে পারে? প্রতিনিয়ত মিথ্যাচার, ষড়যন্ত্র, গুজব, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই থাকবে।

হ্যাঁ, দেশের অবস্থা খুব খারাপ। কিন্তু কেন খারাপ, সেটাও স্পষ্ট—
• একদিকে আওয়ামী লীগের গুজব, ষড়যন্ত্র
• আরেকদিকে বিএনপি এই সুযোগ নিয়ে দ্রুত নির্বাচন চায়।চাদাবাজি আর আওয়ামী লীগ এর অভ্যাস তো এদের আছেই।

কিন্তু তাড়াহুড়োর নির্বাচনে আবারও জোর করে ভোট কেড়ে নেওয়া হবে না, সেই গ্যারান্টি কে দেবে?

আজ আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে।

যারা বলে, “আগে ভালো ছিলাম,” তারা তো ভালোই ছিল!
• লুটপাট করতে পারতো,
• অবাধে টাকা কামাইতে পারতো,
• মানুষ মেরেও জেল থেকে বের হয়ে আসতে পারতো,
• এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারতো।

এখন সেই সুযোগ নেই বলেই তাদের কষ্ট!

একজন শয়তানকে তারা মা বলে, আপা বলে।
এত কিছু ঘটার পরও যদি তাদের হেদায়েত না হয়, তাহলে আর কবে হবে?

দেশ এখন কঠিন ষড়যন্ত্র এর মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে মনে রাখা ভালো আওয়ামী লীগ এর পরিনতি কি হইছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা এখনো হেদায়েত আশা করছে না তারা অপেক্ষা করুক রবের কঠিন আজাব এর জন্য।

আর হ্যা এটাও মনে রাখুক।

স্মরণ কর, সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেয়ার জন্য ষড়যন্ত্র করে। তারা চক্রান্ত করে আর আল্লাহও কৌশল করেন। আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী।

৮:৩০

-শামীম

পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্...
04/08/2024

পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চুড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

চুড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Long March to Dhaka!6 August, 2024!সারাদেশের সবাইকে ৬ তারিখে ঢাকায় আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা!
04/08/2024

Long March to Dhaka!6 August, 2024!সারাদেশের সবাইকে ৬ তারিখে ঢাকায় আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা!

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক!
02/08/2024

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক!

02/08/2024

আর বলা হবে, ‘আজ আমি তোমাদেরকে ছেড়ে যাব যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ছেড়ে গিয়েছিলে। আর তোমাদের নিবাস হবে জ...
02/08/2024

আর বলা হবে, ‘আজ আমি তোমাদেরকে ছেড়ে যাব যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ছেড়ে গিয়েছিলে। আর তোমাদের নিবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকবে না’।

সূরাঃ আল-জাসিয়া
আয়াত ৩৪

মহান আল্লাহ তায়ালা জা জানেন তা আপনি জানেন না। আপনার জ্ঞান , চিন্তা ভাবনা সব কিছুই সীমিত।  তাই সব অবস্থায় মহান আল্লাহ তায়...
02/05/2024

মহান আল্লাহ তায়ালা জা জানেন তা আপনি জানেন না। আপনার জ্ঞান , চিন্তা ভাবনা সব কিছুই সীমিত। তাই সব অবস্থায় মহান আল্লাহ তায়ালার উপর ভরসা রাখুন। আপনি যা ভালো মনে করছেন তা হয়তো আপনার জন্য ক্ষতিকর। তাই পাওয়া না পাওয়া কিংবা বিপদে আপদে সব অবস্থায় সবর করুন। দেখবেন দিন শেষে আপনি বুঝতে পারবেন মহান আল্লাহ তায়ালা কতোই না উত্তম পরিকল্পনাকারী।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকল অবস্থায় সবর করার এবং কেবল শুধু্মাত্র তার ই উপর ভরসা করার তউফিক দান করুক।
আমিন।

জুম্মা মোবারক।
19/04/2024

জুম্মা মোবারক।

প্রায়শই আমাদের এমন হয়, কিচ্ছু ভালো লাগে না। মানসিক অশান্তিতে ভুগি। কোথাও মন বসে না। জীবনের প্রতি বিতৃষ্ণা জাগে।তুমুল অস্...
18/04/2024

প্রায়শই আমাদের এমন হয়, কিচ্ছু ভালো লাগে না। মানসিক অশান্তিতে ভুগি। কোথাও মন বসে না। জীবনের প্রতি বিতৃষ্ণা জাগে।

তুমুল অস্থিরতা মনোজগতকে করে তোলে বিকারগ্রস্ত। এমতাবস্থায় আমরা কী করি? খুঁজতে থাকি, কীসে একটুখানি শান্তি মিলবে।

বিতৃষ্ণ ভগ্ন হৃদয়ে প্রশান্তির সুখ হাওয়া বইবে। অনেকেই জানে না এমতাবস্থায় কীসে মিলবে সে শান্তি। অথচ স্বয়ং মহান আল্লাহ তায়ালাই তা বালে দিয়েছেন আমাদের জন্য :

‘এরা সেসব লোক, যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখ, কেবল আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয়।’ (সূরা আর রা’দ-২৮)।

একবার পরীক্ষা করেই দেখুন না। ভগ্ন হৃদয়ে একাকী নীরবে আল্লাহতায়ালাকে স্মরণ করুন। দেখবেন, মুহূর্তেই আপনার হৃদয়ে প্রশান্তির শীতল পরশ বয়ে যাবে। একটু আগের সেই বিষণ্নতা, অস্থিরতা বেমালুম ভুলে যাবেন। এ ছাড়াও আল্লাহর জিকিরে অন্তরে ভীতি সঞ্চার হয়। আর যখন আল্লাহতায়ালার ভয়ভীতি ঢুকবে তখন তো গুনাহও কমে যাবে।

অন্তর থাকবে কলুষমুক্ত, পবিত্র, অস্থিরতামুক্ত। আল্লাহতায়ালা বলেন, ‘মুমিন তো তারাই, যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাঁর আয়াত তাদের নিকট পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের ওপরই ভরসা করে।’ (সূরা আনফাল-২)।

সব শেষে বলবো যখন আপনি সব কিছুর আগে আপনার রব কে প্রাধান্য দিবেন। সব ভুলে গিয়ে রব এর কাছে ফিরে আসবেন দেখবেন আপনার জীবনের সকল হতাশা, কষ্ট মুছে গেছে। জীবনে চলে এসেছে এ সুখ আর আর শান্তি।

মিছে এই জীবনের রংধনু সুতরাং,,,অর্থ-সম্পদ, ক্ষমতা, সম্মান, প্রভাব-প্রতিপত্তি মানুষের জন্য এত বেশি লোভনীয় করা হয়েছে যে বেশ...
18/04/2024

মিছে এই জীবনের রংধনু সুতরাং,,,

অর্থ-সম্পদ, ক্ষমতা, সম্মান, প্রভাব-প্রতিপত্তি মানুষের জন্য এত বেশি লোভনীয় করা হয়েছে যে বেশির ভাগ মানুষ এগুলোর প্রেমে পড়ে আল্লাহ ও পরকাল ভুলে যায়। অথচ পার্থিব জীবনের এসব চাকচিক্য ক্ষণস্থায়ী। একদিন এগুলোর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। এগুলো পরীক্ষাস্বরূপ।

তিনি দেখতে চান এসব নিয়ামত কে সঠিক পথে ব্যবহার করে, আর কে তার অপব্যবহার করে। মহান আল্লাহ দেখতে চান, মানুষের মধ্যে কে তার আমল ও কর্মে শ্রেষ্ঠ। অর্থাৎশ্রেষ্ঠতম কাজ বা উত্তম আমল দেখার জন্যই মহান আল্লাহ মানুষের জন্য সুন্দর এ পৃথিবী সৃষ্টি করেছেন।পবিত্র কোরআনের মোট চারটি আয়াতে এ বক্তব্য ধ্বনিত হয়েছে—

🌺এক. ‘তিনি (আল্লাহ) সেই সত্তা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন।আর তাঁর আরশ ছিল পানির ওপর, যেন তিনি যাচাই করতে পারেন, তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ...।’ (সুরা : হুদ, আয়াত : ৭)

🌺দুই. ‘যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি তো তার শ্রমফল নষ্ট করি না যে ব্যক্তি উত্তমরূপে আমল করে।’ (সুরা : কাহফ, আয়াত : ৩০)

🌺তিন. ‘তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।’ (সুরা : মুলক, আয়াত : ২)

🌺চার. ‘পৃথিবীতে যা কিছু আছে, আমি তা তার জন্য শোভা বানিয়েছি, যেন আমি পরীক্ষা করতে পারি মানুষের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ।পৃথিবীর ওপর যা কিছু বিদ্যমান, তা আমি অবশ্যই (একদিন) উদ্ভিদশূন্য ময়দানে পরিণত করব।’ (সুরা : কাহফ, আয়াত : ৭-৮)

এ আয়াতগুলোর দিকে গভীরভাবে তাকালে দেখা যায়, ‘মহান আল্লাহ মানুষকে বেশি বেশি নেক আমল করার জন্য সৃষ্টি করেছেন’—এমন কথা আয়াতগুলোতে বলা হয়নি। বরং উত্তম আমল বা শ্রেষ্ঠতম আমল করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। এর জন্য শর্ত হলো—

🌺এক. প্রত্যেক কাজ একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে।

🌺দুই. ওই আমল মহানবী (সা.)-এর নিয়ে আসা শরিয়ত মোতাবেক হতে হবে।এই দুই শর্তের কোনো এক শর্ত লঙ্ঘন করে যত আমল করা হোক না কেন, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই।তাই আমল ও ইবাদত অধিক পরিমাণ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তা বিশুদ্ধ পদ্ধতিতে হওয়া এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা।

প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে। থাকে স্বপ্নপূরণের চেষ্টা। কিন্তু দুনিয়াতে কারও সব স্বপ্নপূরণ হয় না। আর স্বপ্নপূরণ না ...
15/04/2024

প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে। থাকে স্বপ্নপূরণের চেষ্টা। কিন্তু দুনিয়াতে কারও সব স্বপ্নপূরণ হয় না। আর স্বপ্নপূরণ না হলে অথবা কাজের ইচ্ছামতো ফল না পেলে মানসিক অবসাদের সৃষ্টি হয়, এটাই হতাশা। স্বপ্নপূরণে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না। ব্যর্থতার পরই আসবে সফলতা। যেমনিভাবে রাত পোহালেই আসে দিন।

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safar to Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category