TROLL Sreenagor

TROLL Sreenagor Hello everyone. This is TROLL SREENAGOR official Fan Page, where i will be upload all of Entertainment content. So Thank you & stay connect with us for a blast�

so guys i wish you will be also keep supporting me and my team. Hollow Friends This Is SK Shourav Official Page please Support MY Page and My All Video Injoy


Thanks for support

ভাবছিলাম, ছাত্রজীবন শেষ করার পরই আওয়ামী লীগে যোগ দিয়ে সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়ে রেকর্ড করব। আপা সেইরকমই বলছিলো। সব শেষ.....
16/08/2025

ভাবছিলাম, ছাত্রজীবন শেষ করার পরই আওয়ামী লীগে যোগ দিয়ে সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়ে রেকর্ড করব। আপা সেইরকমই বলছিলো। সব শেষ.....

গা*ঞ্জা খাইয়া জরিপ করছে মনে হয় 😁
15/08/2025

গা*ঞ্জা খাইয়া জরিপ করছে মনে হয় 😁

এটাই বাস্তব 😁😁
15/08/2025

এটাই বাস্তব 😁😁

১৯৪৭ সালে আজকের দিনে...ভারত-পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পর প্রচুর মুসল্লী ভারত থেকে পাকিস্তান চলে আসে। আবার পাকিস্তান থ...
14/08/2025

১৯৪৭ সালে আজকের দিনে...

ভারত-পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পর প্রচুর মুসল্লী ভারত থেকে পাকিস্তান চলে আসে। আবার পাকিস্তান থেকেও বহু হিন্দু শিখ ভারতে চলে আসে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার হিসাবমতে এই সংখ্যা প্রায় দেড় কোটি।
এত বিশাল সংখ্যক মানুষের এই বিশাল পথ পাড়ি দেয়ার জন্য সবচে উপযোগী মাধ্যম ছিল ট্রেন। সুনসান, জনমানবহীন এলাকার বুক চিড়ে লম্বা রেলপথ। কিন্তু দা*ঙ্গা এত বাজে রূপ নিয়েছিলো যে, রেল লাইন গুলোর আশেপাশে ওৎপেতে থাকতো আততায়ীরা। এরপর পুরো ট্রেনভর্তি সবাইকে গুলি করে ও কেটে হ-ত্যা করতো তারা। পরে ট্রেন যখন শেষ স্টেশনে এসে পৌঁছাতো, দেখা যেত ট্রেনে কামরা ভর্তি লা*শ ছাড়া কিছুই নেই। এই ট্রেনগুলোর নাম দেয়া হয়েছিলো "Ghost Train"। এই ঘটনা গুলো ভারতের পশ্চিম দিকেই ঘটেছে।

১৯৫৬ খুশবন্ত সিং এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে একটা উপন্যাসও লিখেছিলেন; নাম "ট্রেন টু পাকিস্তান"। গল্পে জুগা সিং জেল থেকে পালিয়ে এসে একটা নারকীয় হ-ত্যাযজ্ঞের পরিকল্পনা ভেস্তে দেয়। তার নিজের জীবনের বিনিময়ে মুসলমানদের সে পাকিস্তান পৌঁছে দেয়। কিন্তু উপন্যাস দিনশেষে উপন্যাস-ই কেবল। দেড় কোটি মানুষের পারাপার হতে গিয়ে সে সময় প্রায় ২০ লাখ মানুষ মারা যায়।

"আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি তো জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জেগে থা...
14/08/2025

"আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি তো জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।"

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ
(১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩)

হযরত ওমর(রাঃ) এর পরে হযরত ওসমান (রাঃ) ছিলেন, হযরত আলী (রাঃ) এর মত সাহাবারা রাষ্ট্রনায়ক ছিলেন। আর তারা ছিলো সৎ আল্লাহ ভীর...
14/08/2025

হযরত ওমর(রাঃ) এর পরে হযরত ওসমান (রাঃ) ছিলেন, হযরত আলী (রাঃ) এর মত সাহাবারা রাষ্ট্রনায়ক ছিলেন। আর তারা ছিলো সৎ আল্লাহ ভীরু আর সফল রাষ্ট্রনায়ক।

হাসিনা যেমন মুজিবকে উপরে নিতে নিতে খলিফা বা তার থেকেও উপরে নিয়ে গেসলো এই শালার মূর্খরাও সেই পথেই হাঁটছে।
এদেরও পতন অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ।

ভারত ⁧ ইসরায়েলে ⁩ ২০ হাজার শ্রমিক পাঠিয়েছে, যারা গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের বদলে কাজ করছে।ভারত সরকার জানিয়ে...
14/08/2025

ভারত ⁧ ইসরায়েলে ⁩ ২০ হাজার শ্রমিক পাঠিয়েছে, যারা গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের বদলে কাজ করছে।

ভারত সরকার জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ২০ হাজারেরও বেশি ভারতীয় শ্রমিক ইসরায়েলে গিয়েছে ফিলিস্তিনি শ্রমিকদের জায়গায় কাজ করতে।

গত সপ্তাহে সংসদে এক সাংসদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বরদান সিং বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে জুলাইয়ের মধ্যে অন্তত ২০ হাজার শ্রমিক ইসরায়েলে গেছে।

সিং জানান, এর মধ্যে ৬,৭৩০ জন নির্মাণশ্রমিক এবং ৪৪ জন সেবিকা দ্বিপাক্ষিক ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় গিয়েছে, যা দুই দেশের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত হয়।

এছাড়াও, “বেসরকারি চ্যানেল” হিসেবে বর্ণিত উপায়ে আরও ৭ হাজার সেবিকা ও ৬,৪০০ নির্মাণশ্রমিক গিয়েছে।

এবার তাহলে খতনাটা একেবারে গোড়া থেকে হয়েই যাবে।😁😁😁
13/08/2025

এবার তাহলে খতনাটা একেবারে গোড়া থেকে হয়েই যাবে।😁😁😁

এখন হয়ত গ্রামেও এই জিনিসটা নেই।কিন্তু একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে এটা দেখা যেত খুব।এটাকে নানা জায়গায় নানা নামে ডাক।চট্টগ্...
11/08/2025

এখন হয়ত গ্রামেও এই জিনিসটা নেই।কিন্তু একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে এটা দেখা যেত খুব।এটাকে নানা জায়গায় নানা নামে ডাক।চট্টগ্রামে এটাকে বলে...

10/08/2025

Address

Munshiganj
1550

Telephone

+8801620246834

Website

Alerts

Be the first to know and let us send you an email when TROLL Sreenagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TROLL Sreenagor:

Share