13/02/2024
একবার পড়ার অনুরোধ রইলো ❤️😭
হয়তো ছবি টা দেওয়া ঠিক না তবুও দিলাম ।
এক অভাগীনি বোন এর কথা 😭😭
হঠাৎ আজ পুরান ঢাকার বংশাল যাওয়া !
হাঁটতে হাঁটতে একসময় দেখলাম এক বোন বসে রং চা বিক্রি করছে ☹️। দূর থেকে বিষয়টি আমার নজরে পড়লো , বোনটির সামনে গিয়ে জিজ্ঞেস করলাম চা কত করে,, উত্তরে সে বোনটি বললো ১০ টাকা, আমি একটি চা নিলাম,চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, এটি কি আপনার ছেলে .?উত্তরে সে বলল হ্যাঁ,, তারপর আবার জিজ্ঞেস করলাম আপনার জামাই নেই.?সে বলল" না 😭! আমি আবারও জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার জামাইর..?সে বলল "ছেড়ে চলে গেছে😭🤬।কথাটি শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল আমার
মাশআল্লাহ বোনটি অনেক সুন্দর,তার চেয়েও বেশি সুন্দর তার এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটি ,,তার জামাই ছেড়ে চলে গেছে , কিন্তু কেন তা জানা হয়নি! আফসোস সেই অমানুষ ,কাপুরুষ লোকটি বুঝলো না এতো সুন্দর একটি বঊ ও ছেলে রেখে ,সেই কাপুরুষ কিভাবে পারলো ,, তাদের জীবন ধংসের মুখে ফেলতে 😭🤬🤬তবুও এই অভাগীনি মা টা সৎ পথে উপার্জন করার চেষ্টা 😔 পায়ে জুতা পরজন্ত নেই 🥺সেই সব কাপুরুষ দের চরম ঘৃণা জানাই🤬যদি তার বউ বাচ্চা চালানো ক্ষমতা নাই থাকে তাহলে,, কেন একসাথে ২ টি জীবন নষ্ট করলো ,, আফসোস যদি সেই কাপুরুষ কে সামনে পেতাম..!
তবুও আমাদের জীবন নিয়ে কত অভিযোগ , আমাদের আশে পাশে কত মা বোনদের দেখা যায় জীবন নিয়ে কত অভিযোগ .! আফসোস তারা যদি বুঝতো বাস্তবতা কতটা কঠিন 🥲 ।আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।।।
আমীন ❤️😭