25/04/2024
একতরফা ভালোবাসায় এতো ক'ষ্ট হয় কেনো বলুন তো, সে মানুষটাকে পাওয়া যায় না বলে? সে মানুষ টা আপন হয় নি বলে?
আসলে একতরফা ভালোবাসা হলো নিজের সবটুকু আবেগ, অনুভূতি দিয়ে অ'প্রাপ্তির মাঝে একা একা ভালোবেসে যাওয়া।
ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে যখন মগজে বাসা বাঁধে, কোন ভাবেই সে মানুষটার চিন্তা মন থেকে সরানো যায় না, ঘুরেফিরে মন এক জায়গাতেই অবস্থান করে।
একতরফা ভালোবাসায় ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে পোষণ করে, আর এই তীব্র ইচ্ছেই ভীষণ ক'ষ্ট দেয়।
একতরফা ভালোবসায় নিজের চাওয়া গুলো নিজেকেই আ'ঘা'ত করে।
যাকে নিয়ে এতো ভাবনা, এতো স্বপ্নের সমাহার সে মানুষটা সবকিছু জেনেও যখন আপনার থেকে মুখ ফিরিয়ে রাখে তখনি নিজেকে অনেক অ'সহায় লাগে, নতুন নতুন ক'ষ্টের জন্ম হয়।
একতরফা ভালোবাসাটা আসলে সেধে সেধে দুঃ'খ কিনা।
যে মানুষটার হাসিতে আপনি সুখী হোন, যার কাছে আপনার সুখের উৎস অথচ সে মানুষটার জীবনে আপনি কেউ না, এই পরিচয়হীন সম্পর্কই আপনাকে আরো ক'ষ্ট দেয়।
একতরফা ভালোবাসায় অভি'মানের কোন গুরুত্ব নেই, আর আপনার অভি'মান যখন আপনার ভালোবাসার কাছেই গুরুত্বহীন হয়ে যায়, তখন নিজেকে আরো ক'ষ্ট দেয়।
একতরফা ভালোবাসার মানুষগুলো অনেকটা বে'হা'য়া হয়, না'ছোড়বান্দা হয়, দিন শেষে একটা আশ্রয়ের ভিখারি হয়।
আকাশসম ভালোবাসা মনে রেখেও যখন আপনি আপনার ভালোবাসার সবটুকু প্রকাশ করতে পারবেন না তখনি জমাট একটা ক'ষ্ট আপনার মনে বাসা বাঁধবে।
একতরফা ভালোবাসা অনেকটা ঘাসের ডগায় শিশিরকণার মতো সূর্যের আলোয় ক্ষণিকের হাসি।
এক তরফা ভালোবাসায় দুজনে একসাথে সুখের হাসি না হাসতে পারলেও একা একা কা'ন্নাটা ঠিকই কাঁ'দা যায়।
এক তরফা ভালোবাসা আ'ফি'মের চেয়েও আরো বেশি আসক্তি, মন কে কোন ভাবেই অন্য কোন দিকে সরানো যায় না, শত চেষ্টা করেও যখন মন একটি জায়গাতেই পড়ে থাকে তখনই ক'ষ্টের পরিমাণ আরো বেড়ে যায়, নিজের কাছে নিজেই অস'হায় হয়ে পড়ি।
চিন্তা, চেতনা, আনন্দ, হাসি, সব কিছু যখন একটি মানুষকে ঘিরে হয়, সে মানুষটির থেকেই যখন আপনি প্রত্যা'খ্যিত হোন তখনি মনের পঁ'চন ধরতে থাকে, বিষ'ন্নতা ঘিরে ধরতে শুরু করে।
একতরফা ভালোবাসা গুলো সবসময়ই নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে শেখায়।
না পাওয়ার সুরে মন হয়ে উঠে বি'ষাদী, জীবনের সব রং,গন্ধ, সমস্ত আয়োজন মিছে মনে হয়।
জীবনের প্রতি অনেকটা উদাসী হয়ে পড়ি।
অনিশ্চিত গতিবিধি আমাদের তাড়না করতে থাকে।
তবুও মন একজনের ঠিকানায় আশ্রয় খুঁজে।
Alfa Iqbal