Alfa Iqbal

Alfa Iqbal ألفا إقبال

28/04/2024

“তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবেসে থাকো তবে এক শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য।”
----- লিওনার্দো দ্যা ভিঞ্চি। Alfa Iqbal

28/04/2024

Alfa Iqbal কারো প্রতি কোন অভিযোগ নেই। তবুও প্রচন্ড আ-ক্ষেপ নিয়ে বলতে হচ্ছে; এ জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেও পারতো!'💔

26/04/2024

এমন কখনো হইছে যে, আপনি আপনার এক ফ্রেন্ড এর সাথে আরেক ফ্রেন্ড কে পরিচয় করাইয়া দিলেন। তারা এরপর দুজন একসাথে হয়ে আপনার নামে কুটনামি করা শুরু করলো? বা আপনাকেই বাদ দিয়ে দিলো ফ্রেন্ড হিসেবে! আপনার মাধ্যমে পরিচিত হয়ে তারা আপনাকেই সাইডে ফেলে দিলো!

হইছে এমন? Alfa Iqbal

26/04/2024

ভীষণ ভাবে ভেঙে পড়েছিলাম তোমায় হারিয়ে অথচ তোমার বিন্দুমাত্র মায়া ও হয়নি আমার প্রতি 🙂💔 Alfa Iqbal

25/04/2024

একতরফা ভালোবাসায় এতো ক'ষ্ট হয় কেনো বলুন তো, সে মানুষটাকে পাওয়া যায় না বলে? সে মানুষ টা আপন হয় নি বলে?

আসলে একতরফা ভালোবাসা হলো নিজের সবটুকু আবেগ, অনুভূতি দিয়ে অ'প্রাপ্তির মাঝে একা একা ভালোবেসে যাওয়া।
ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে যখন মগজে বাসা বাঁধে, কোন ভাবেই সে মানুষটার চিন্তা মন থেকে সরানো যায় না, ঘুরেফিরে মন এক জায়গাতেই অবস্থান করে।

একতরফা ভালোবাসায় ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে পোষণ করে, আর এই তীব্র ইচ্ছেই ভীষণ ক'ষ্ট দেয়।
একতরফা ভালোবসায় নিজের চাওয়া গুলো নিজেকেই আ'ঘা'ত করে।

যাকে নিয়ে এতো ভাবনা, এতো স্বপ্নের সমাহার সে মানুষটা সবকিছু জেনেও যখন আপনার থেকে মুখ ফিরিয়ে রাখে তখনি নিজেকে অনেক অ'সহায় লাগে, নতুন নতুন ক'ষ্টের জন্ম হয়।
একতরফা ভালোবাসাটা আসলে সেধে সেধে দুঃ'খ কিনা।

যে মানুষটার হাসিতে আপনি সুখী হোন, যার কাছে আপনার সুখের উৎস অথচ সে মানুষটার জীবনে আপনি কেউ না, এই পরিচয়হীন সম্পর্কই আপনাকে আরো ক'ষ্ট দেয়।

একতরফা ভালোবাসায় অভি'মানের কোন গুরুত্ব নেই, আর আপনার অভি'মান যখন আপনার ভালোবাসার কাছেই গুরুত্বহীন হয়ে যায়, তখন নিজেকে আরো ক'ষ্ট দেয়।

একতরফা ভালোবাসার মানুষগুলো অনেকটা বে'হা'য়া হয়, না'ছোড়বান্দা হয়, দিন শেষে একটা আশ্রয়ের ভিখারি হয়।
আকাশসম ভালোবাসা মনে রেখেও যখন আপনি আপনার ভালোবাসার সবটুকু প্রকাশ করতে পারবেন না তখনি জমাট একটা ক'ষ্ট আপনার মনে বাসা বাঁধবে।

একতরফা ভালোবাসা অনেকটা ঘাসের ডগায় শিশিরকণার মতো সূর্যের আলোয় ক্ষণিকের হাসি।
এক তরফা ভালোবাসায় দুজনে একসাথে সুখের হাসি না হাসতে পারলেও একা একা কা'ন্নাটা ঠিকই কাঁ'দা যায়।

এক তরফা ভালোবাসা আ'ফি'মের চেয়েও আরো বেশি আসক্তি, মন কে কোন ভাবেই অন্য কোন দিকে সরানো যায় না, শত চেষ্টা করেও যখন মন একটি জায়গাতেই পড়ে থাকে তখনই ক'ষ্টের পরিমাণ আরো বেড়ে যায়, নিজের কাছে নিজেই অস'হায় হয়ে পড়ি।
চিন্তা, চেতনা, আনন্দ, হাসি, সব কিছু যখন একটি মানুষকে ঘিরে হয়, সে মানুষটির থেকেই যখন আপনি প্রত্যা'খ্যিত হোন তখনি মনের পঁ'চন ধরতে থাকে, বিষ'ন্নতা ঘিরে ধরতে শুরু করে।

একতরফা ভালোবাসা গুলো সবসময়ই নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে শেখায়।

না পাওয়ার সুরে মন হয়ে উঠে বি'ষাদী, জীবনের সব রং,গন্ধ, সমস্ত আয়োজন মিছে মনে হয়।
জীবনের প্রতি অনেকটা উদাসী হয়ে পড়ি।
অনিশ্চিত গতিবিধি আমাদের তাড়না করতে থাকে।
তবুও মন একজনের ঠিকানায় আশ্রয় খুঁজে।
Alfa Iqbal

25/04/2024

মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারেনা। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। Alfa Iqbal

25/04/2024

শিক্ষা মানুষকে এক বছরে যা শেখায়,
অভিজ্ঞতা মানুষকে বিশ দিনে তার চেয়ে
বেশি শেখায়।

Alfa Iqbal

25/04/2024

এখন আর কাউকে বোঝানোর চেষ্টা করি না, যে বোঝার এমনিতেই বুঝবে ভেবে চুপ হয়ে যাই! 😊💔 Alfa Iqbal

25/04/2024

যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে, কেউ না কেউ কোথাও না কোথাও,তোমার জন্য দোয়া করছে!

- হযরত আলী (রা:) Alfa Iqbal

25/04/2024

একটা সময় পর জীবনে নানান ভু'লের জন্য আমরা আফ'সোস করি! অথচ সিদ্ধান্ত নেওয়ার আগে যদি একটু ভেবে করতাম, তাহলে আর পরে আফ'সোস করা লাগতো না।😊
Alfa Iqbal

পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া একজন চরিত্রবান সৎ জীবনসঙ্গী জীবন>>❤️ Alfa Iqbal
20/04/2024

পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া একজন চরিত্রবান সৎ জীবনসঙ্গী জীবন>>❤️ Alfa Iqbal

20/04/2024

যারা তাদের পাশে আমাদের রাখতে চায় না, তাদের সাথেই থাকার জন্য আমাদের ব্যাকুলতা অনেক বেশি থাকে...!

Alfa Iqbal

Address

Binodpur
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alfa Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alfa Iqbal:

Share