Bikrampur BoyZ

Bikrampur BoyZ বাংলার গৌরবময় স্থান বিক্রমপুর তথা
মুন্সীগঞ্জের 👉 Bikrampur Boyz ✅
পেইজে আপনাদের স্বাগতম! ❤️
(1)

ইদ্রাকপুর কেল্লামুন্সিগঞ্জের অন্যতম প্রাচীন নিদর্শন।
09/08/2025

ইদ্রাকপুর কেল্লা
মুন্সিগঞ্জের অন্যতম প্রাচীন নিদর্শন।

মুন্সিগঞ্জ এক সময় ছিল জ্ঞান, দর্শন ও ধর্মচর্চার এক উজ্জ্বল কেন্দ্র।
07/08/2025

মুন্সিগঞ্জ এক সময় ছিল জ্ঞান, দর্শন ও ধর্মচর্চার এক উজ্জ্বল কেন্দ্র।

হুম সেটাই-
03/08/2025

হুম সেটাই-

এটাই আমাদের মুন্সিগঞ্জ😊
02/08/2025

এটাই আমাদের মুন্সিগঞ্জ😊

01/08/2025

মুন্সীগঞ্জের মেয়েরা ঝগড়াটে হয়না! 😊
কথা কি ক্লিয়ার, নাকি ভেজাল আছে?

অতিষ্ঠ মানিকপুর বাসী।
01/08/2025

অতিষ্ঠ মানিকপুর বাসী।

আজ সকালে শ্রীনগরের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা — ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত, আহত ৫।⚠️ চল...
01/08/2025

আজ সকালে শ্রীনগরের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা — ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত, আহত ৫।

⚠️ চলাচলে সতর্ক থাকুন, নিরাপদ যানবাহন বেছে নিন।

29/07/2025

মুন্সিগঞ্জের ০৪ আগস্টের ঘটনাকে নিয়ে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম "35th JULY MUNSHIGANJ"
আসছে শীঘ্রই...

“কে.কে. গভঃ ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী–২০২৫” “বিস্তারিত কমেন্টে”
29/07/2025

“কে.কে. গভঃ ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী–২০২৫” “বিস্তারিত কমেন্টে”

28/07/2025

রাত ৮/৯ টা বাজলেই মুন্সীগঞ্জসদরে বিশেষ করে শহর আশপাশ ২০ টাকার ভাড়া ৩০ টাকা, ৩০ টাকার ৫০ টাকা। ৫০ টাকার ৮০/৯০ রাখা হয়। ড্রাইভাদের বিরুদ্ধে প্রেস্টিস বাদ দিয়ে রুখে দাড়ান। এরা অন্যায় করছে। এদের বিরুদ্ধে রুখে দাড়ান।

সামান্য বৃষ্টি ১.৫০ গুন ভাড়া না দিলে যাবে না। এদের বিরুদ্ধে রুখে দাড়ান।

ইমার্জেন্সি হলে ড্রাইভাররা বুঝতে পারলে ভাড়া বাড়িয়ে দেয়। এগুলো অন্যায়। রুখে দাড়ান।

উপলক্ষ্যে ভাড়া ২/২.৫০ গুন বাড়িয়ে দেয়। এদের বিরুদ্ধে রুখে দাড়ান।

নিয়মিত আপডাউন যাত্রী অর্থাৎ স্কুল/কলেজের ছাত্র/ছাত্রী,চাকরীজীবী কাছ থেকে সামান্য কম ভাড়াও না নেওয়া। অথচ এই মানুষগুলো যাতায়াত না করলে, এদের ইনকাম প্রায় বন্ধ। এদের বিরুদ্ধে রুখে দাড়ান।

ইমার্জেন্সি সিচুয়েশনেও যেতে অনাগ্রহী। বসে থাকবে, যাবে না। এদের বিরুদ্ধে রুখে দাড়ান।

দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

মাইলস্টান ট্রাজেডি স্মরণ করুন।

এদের অন্যায় প্রতিহত করার জন্য একটা সংগঠন করা জরুরী। যা দায়িত্বশীল/সচেতন নাগরিকরা চাইলেও সম্ভব।

28/07/2025

উদ্ভোদন হলো Nikhut Design & Construction কোম্পানি।প্রতিষ্ঠানটি পূর্ব দেওভোগে অবস্থিত।
প্রতিষ্ঠানটির পরিচালনায় আছেন সিরাজুল ইসলাম শুভ মাদবর, আদনান ইব্রাহিম ও তাহামিদুর রশিদ।
যোগাযোগঃ 01954626768

কোম্পানির সেবাসমূহ :-
🔸 আর্কিটেকচার ডিজাইন
🔹 স্ট্রাকচারাল ডিজাইন
🔸 প্লাম্বিং ডিজাইন
🔹 ইলেকট্রিকাল ডিজাইন
🔸 সুপারভিশন
🔹 কন্সট্রাকশন কন্ট্রাক্ট
🔸 অল কাইন্ড'স অফ পাইলিং
🔹 ডিজিটাল সার্ভে
🔸 সয়েল টেষ্ট (মডার্ন ল্যাব)
🔹 প্ল্যান এপ্রুভাল (পৌরসভা,উপজেলা পরিষদ)
🔸 সাবমার্সেবল ওয়াটার পাম্প ইন্সটল এন্ড এপ্রুভাল (পৌরসভা,উপজেলা পরিষদ)

পরিকল্পনায় নিখুঁত, নির্মাণে মজবুত।

25/07/2025

আজকের বিকালের ওয়েদার টা ভালো ছিলো। 😊😊

Address

Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when Bikrampur BoyZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bikrampur BoyZ:

Share

Category