আমাদের মুন্সীগঞ্জ ডটকম

আমাদের মুন্সীগঞ্জ ডটকম মুন্সীগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য এবং ই

Samakal
20/11/2024

Samakal

28/10/2024

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামে শ্রেনী পরিবর্তন না করেই বিস্তীর্ণ কৃষি জমি ভরাট করায় জনগনের চলাচলরত সড়ক বিনষ্ট হয়ে পড়েছে। একই সঙ্গে বর্ষা মৌসুমের পানি আটকে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আশপাশের ২০ থেকে ৩০ টি পরিবার পড়তে বিপাকে। এর প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য রাসেল ও গ্রামবাসীর সাথে বিরোধে জড়িয়ে পড়েছে কৃষি জমি ভরাটের সঙ্গে জড়িত কামাল হাওলাদার গং।

সাবেক ইউপি সদস্য রাসেল বলেন, অপরিকল্পিত ভাবে কৃষি জমি ভরাট করায় জনগনের চলাচলরত সড়ক বিনষ্ট হয়ে পড়েছে। এছাড়া আশপাশের জমির মালিকরাও বিপাকে পড়েছে। তাই বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

জানতে চাইলে কামাল হাওলাদার বলেন, নিজের জমি নিজে ভরাট করছি তাতে কারও সমস্যা হওয়ার কথা না। সরকারি বিধান অমান্য করে ভরাট করার বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সুদুত্তর দিতে পারেনি।

Samakal-19.10.2024
19/10/2024

Samakal-19.10.2024

Samakal
19/10/2024

Samakal

05/10/2024

সাম্য, মানবিক সমাজ ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে শহরের বিভিন্ন মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন ও সার্বিক খোজখবর নিয়েছেন যুবদল নেতাকর্মীরা। আজ শনিবার সন্ধা ৭ টার দিকে পরিদর্শনের সময় তারা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

৫ অক্টোবর ২০২৪

Samakal-26.09.2024
26/09/2024

Samakal-26.09.2024

মুন্সীগঞ্জে জামায়াতের সেক্রেটারি জেনারেলশহীদদের রক্তের উপরে বসে সকল দপ্তরগুলোকে ঢেলে সাজাতে হবেমুন্সীগঞ্জ প্রতিনিধিবৈষম্...
16/09/2024

মুন্সীগঞ্জে জামায়াতের সেক্রেটারি জেনারেল

শহীদদের রক্তের উপরে বসে সকল
দপ্তরগুলোকে ঢেলে সাজাতে হবে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ পরিবারকে সরকারিভাবে ভাতা প্রদান করা, সকল আহতদের সরকারিভাবে চিকিৎসা সেবা প্রদান করা, প্রয়োজনে চিকিৎসাসেবা দেশে সম্ভব না হলে তাদেরকে বিদেশে চিকিৎসা সেবা প্রদান করা, আন্দোলনে যারা হাত-পা হারিয়েছে তাদেরকে ইলেকট্রিকাল হাত- পা সংযোজন করা প্রয়োজ বলে মনে করেন মুন্সীগঞ্জের ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারী সম্মেলনের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের যে সকল দপ্তরের সংস্কার প্রয়োজন, তা দ্রুত করা। অন্তর্বর্তীকালিন সরকারের কাছে দাবী জানিয়ে আরো বলেন, যুক্তির সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াসহ বিগত সরকারের আমলে প্রশাসনের সকল দপ্তরে গাপটি মারা কর্মকর্তাদের রদবদল করারও দাবী জানান প্রধান অতিথি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এ সময় তিনি আরো বলেন, বিগত সরকারের আমলের ফ্যাসিস্ট কর্মকর্তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না, ইতিরপূর্বে সাবেক প্রধান বিচারপতির মাধ্যমে জুডিশিয়াল কু করার ষড়যন্ত্র করেছিল যা ছাত্র-জনতা জানতে পেরে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এরপরে আনসারদের মাধ্যমে একটি ষড়যন্ত্র করা হয়েছে। হিন্দুদের নিয়ে আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতনের নামে এক ভয়াবহ ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল, এদেশের বিএনপি-জামাত হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তোমার সম্প্রদায়িক দল নয় বরং এদেশের অন্যান্য ধর্মালম্বীরা বাংলাদেশ জামায়াতে ইসলামের কাছে সম্পূর্ণ নিরাপদ।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ সাইফুল আলম খান মিলন, নারায়নগঞ্জ মহানগরির আমীর মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শহীদ শরীফ চৌধুরী মানিকের পিতা আনিসুর রহমান চৌধুরী, শহীদ মোঃ সজলের বড় ভাই মোঃ সেলিম।

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশব্যাপী শহীদ ও আহত পরিবারের পাশে সব সময় থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশকে স্বৈরাচার , দুর্নীতি মুক্ত করতে পারলে শহীদদের আত্না মুক্তি পাবে। যারা লাশ পুরিয়ে দিয়েছে , গুম খুন করেছে প্রশাসনে তাদের রেখে সংস্কার করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে বাহির থেকে গুটি চালছে, আমাদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা একত্রে ছিলাম তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা সহকারি সেক্রেটারী আব্দুল মালেক, জেলা কর্ম পরিষদের সদস্য আরশাদ আলী ঢালী, আক্তার হোসেন, মো: হেমায়েত উদ্দিন, খিজির আব্দুস সালাম, সদর আমীর নুরুল আমীন শিকদার, পৌরসভা আমির এইচ এম বায়েজীদ, টঙ্গীবাড়ী আমীর মাওলানা আব্দুল বারি। এছাড়া উপজেলা আমির ও সেক্রেটারীবৃন্দ।

অনুষ্ঠানে জেলায় শহীদ ৭ জন পরিবারের সদস্যদের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শহীদ সজল, শহীদ মোহাম্মদ সরদার ডিপজল, শহীদ ফরিদ শেখ, শহীদ শাহরিয়ার চৌধুরী মানিক, শহীদ আল আমিন খলিফা ও শহীদ রাকিব হোসেনের পরিবারের সদস্যবৃন্দ। এ পর্যন্ত জামায়াতে ইসলামী ও শিবিরের পক্ষ থেকে তিন বারে সর্বমোট একেকটি শহীদ পরিবারকে ২,৫০,০০০ (আড়াই লক্ষ) টাকা করে প্রদান করা হয়েছে।

দৈনিক সভ্যতার আলো-১৬.০৯.২০২৪
16/09/2024

দৈনিক সভ্যতার আলো-১৬.০৯.২০২৪

14/09/2024
মুন্সীগঞ্জ শহরে ২৪ ঘন্টার ব্যবধানে ৪টি ছিনতাই সংঘটিত, নারীসহ আহত ২মাদকসেবী জাহিদ গ্রুপ জড়িত থাকার অভিযোগনিজস্ব প্রতিবেদক...
14/09/2024

মুন্সীগঞ্জ শহরে ২৪ ঘন্টার ব্যবধানে ৪টি ছিনতাই সংঘটিত, নারীসহ আহত ২

মাদকসেবী জাহিদ গ্রুপ জড়িত থাকার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ার সুযোগে শহর ও শহরাঞ্চলে চিহ্নিত কিছু মাদকসেবী ছিনতাই শুরু করেছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে শহরের মালপাড়া, মানিকপুর তিন রাস্তার মোড়, গনকপাড়া চৌরাস্তা ও কাটাখালী সড়কে ৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের হামলায় মানিকপুর এলাকায় এক নারী আহত হয়েছে।

খোঁজ নিয়ে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় বসবাস করা চিহ্নিত মাদকসেবী জাহিদ ও তার দুই সহযোগী শুক্রবার রাতে মানিকপুর তিন রাস্তার মোড়ে গনকপাড়া থেকে হাসপাতালে যাওয়ার সময় এক নারীর পথরোধ করে ধারালো চাকু দিয়ে আঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। একই গ্রুপ ওই রাতেই মালপাড়া মহল্লায় সড়ক থেকে খালইস্ট এলাকার এক ব্যক্তিকে ধারালো চাকু ঠেকিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

জানা গেছে, শুক্রবার রাতে দুইটি ছিনতাই ঘটনা সংঘটিত করে শনিবার সকাল ৮ টার দিকে বৃষ্টির সময় শহরের গনকপাড়া চৌরাস্তায় চলন্ত মিশুক গাড়ীতে ওঠে চালককে চাকু দিয়ে রক্তাক্ত জখম করে গনকপাড়া-দেওভোগ সড়কে নিয়ে হরগঙ্গা কলেজের অনার্সের এক ছাত্রের কাছ থেকে মোবাইল ও টাকাসহ মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় জাহিদ ও সায়েম নামের দুই ছিনতাইকারী। ঘটনার সময় ওই কলেজছাত্র মিশুক দিয়ে কাচারী থেকে মুক্তারপুর যাচ্ছিল।

এ ঘটনার পর দুপুর ২ টার দিকে দুই ছিনতাইকারীকে শহরের বাজার এলাকায় পেয়ে কলেজছাত্ররা ধাওয়া করে সায়েম নামের একজনকে আটক করলেও মূল হোতা জাহিদ দৌড়ে পালিয়ে যায়।

কলেজছাত্ররা জানান, আটক ছিনতাইকারী সায়েম চিহ্নিত মাদকসেবী। সে ছাত্রদের জানিয়েছে, শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকার ভাড়াটিয়ার ছেলে জাহিদ ছিনতাই ঘটনার নেতৃত্ব দিয়েছে। তারা ছিনতাইকৃত মোবাইল শহরের একটি মোবাইল মেরামতের কর্মচারীকে দিয়ে লক খুলে কিছু সরঞ্জাম পরিবর্তন করে অন্যত্র বিক্রি করে দেয়। ওই মোবাইলের দোকানে গিয়েও এর সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্ততায় আটক সায়েম ও মোবাইল মেরামতের কর্মচারীকে ছেড়ে দেয় ছাত্ররা।

শহরবাসী সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদকসেবী জাহিদ গ্রুপের মতো শহর ও শহরাঞ্চলে একাধিক কিশোর গ্রুপ পুলিশের তৎপরতা না থাকার সুযোগে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে উঠেছে। এর ফলে শহরবাসী উদ্বেগ ও উৎকন্ঠার মধ্য দিনযাপন করছে।বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের কাজ শুরু করেছে। অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

ছবি- চিহ্নিত মাদকসেবী এই জাহিদের নেতৃত্বে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা।

Samakal-12.09.2024
12/09/2024

Samakal-12.09.2024

09/09/2024
Samakal-09.09.2024
09/09/2024

Samakal-09.09.2024

Samakal-08.09.2024
09/09/2024

Samakal-08.09.2024

Samakal-04.09.2024
04/09/2024

Samakal-04.09.2024

Address

পুরাতন কাচারী গোল চত্ত্বর সংলগ্ন বয়েজক্লাব সড়ক
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মুন্সীগঞ্জ ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের মুন্সীগঞ্জ ডটকম:

Videos

Share

Nearby media companies