Farzana boby

Farzana boby Enjoying tha simple pleasures of life.

24/11/2024
24/11/2024
11/11/2024

ভোরের মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে পাখির ডাক,গ্রামের মেঠোপথ মন ভালো করার একটা জায়গায়।

05/10/2024

উক্তিগুলো এতই সুন্দর পড়লে আপনারও ভাল লাগবে ইনশাআল্লাহ..।

১/ আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনার
থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।
২/ যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা
করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয়
না। প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা।
৩/ আপনি কি মনে করছেন এমন কেউ নেই
যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো
শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ
শ্রবণকারীর আল্লাহ্
তা'আলাকেই ভুলে গেছেন।
৪/আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের
সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল
মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের
সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।
৫/ ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা
কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে
উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম
চরিত্র।
৬/ আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর
প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর
ভরসা করা।
৭/ আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন,
আপনার পক্ষে ধৈর্যধারণ ততোবেশি সহজ হবে।'
৮/ একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় ।
তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে
সে কখনো একাকীত্ব অনুভব করে না।

৯/ মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম
হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।
১০/ এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে
আল্লাহকেই ভালোবাসতে জানেননা।

১১/ আমরা অনেক সময় ধরে কোন মানুষকে
প্রভাবিত
করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি,
অথচ
আমরা এমন এক সত্তাকে (আল্লাহকে) ভুলে থাকি
যে
কিনা সবসময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন।
১২/ সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর
সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি
ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ
সবসময়ই কোন কিছুর পরিবর্তে এর চেয়ে
উত্তম কিছু দিয়ে থাকেন।

১৩/ এমন কারো সঙ্গী হোন যে আপনাকে
আল্লাহর
কথা স্মরণ করিয়ে দেয়।
১৪/ যদি কেউ আপনার প্রভুর আনুগত্য
পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার
কোন যুক্তি নেই।
১৫/ যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা
করে
না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে
বুঝেন।
১৬/ নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে
প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন।
©

08/09/2024

যখনই আপনার একটা স্বপ্ন নিভে যায় তখনই আল্লাহ আপনার জন্য আরেকটা স্বপ্ন সৃষ্টি করে দেন; যেনো আপনি হতাশায় না পড়ে যান! যখনই আপনার হৃদয় থেকে একটা স্মৃতি মুছে যায় তখনই আল্লাহ আরেকটা অসাধারণ স্মৃতি আপনার মনে উদিত করেন; যেনো আপনি স্বপ্ন বুনতে পারেন!

কেউ যদি প্রশ্ন করে, জীবনে কী চাও?উত্তরটা আসবে, নদীর মত শান্ত স্নিগ্ধ একটা জীবন। যেখানে ভোগের লোলুপতা থাকবে না, বেঁচে থাক...
02/09/2024

কেউ যদি প্রশ্ন করে, জীবনে কী চাও?

উত্তরটা আসবে, নদীর মত শান্ত স্নিগ্ধ একটা জীবন। যেখানে ভোগের লোলুপতা থাকবে না, বেঁচে থাকার 'আকুলতা' থাকবে না। ভোগের লোলুপতাকে আমরা 'অর্জন' শব্দ দিয়ে ঢেকে রাখি, বেঁচে থাকার আকুলতাকে আমরা আড়াল করি 'জীবনের সৌন্দর্য উপভোগ' দিয়ে। অথচ মুখোশটা সরে গেলে লোভ আর লালসার লজ্জাষ্কর চেহারাটা উন্মুক্ত হয়ে যায়। এই লোভের জীবন চাই না।

একটা জীবন হোক, যেখানে স্বপ্নগুলোকে ঘিরে থাকবে এক অপার্থিব ছায়া, মহীরুহের মত। সবাই ছায়ায় আসবে, বসবে, বিশ্রাম করবে - এরপর কৃতজ্ঞতার সাথে গন্তব্যে রওনা হবে। সেখানে থাকবে না মৃত্যুর ভয়ে নিরন্তর পৃথিবীর পথে পথে তীব্র বেগে ছুটে চলা, মায়া মায়া অনুভূতিকে একপাশে সরিয়ে রেখে যান্ত্রিক জীবনযাত্রা। এই তীব্র বেগ আর মৃত আবেগের জীবন চাই না।

এই জীবনে অর্থের প্রয়োজন খুব সীমিত, সুখের উল্লাস নিয়ন্ত্রিত, দুঃখের বিলাসিতা উপেক্ষিত; শুধু একটা লক্ষ্যের পথে অবিচল ও দৃঢ় - চিরস্থায়ী সুখের আবাস জান্নাত।

ব্যস, আর কিচ্ছু চাই না। জান্নাতের পর আর কিছু চাওয়ারই বা আছে কী!

লেখাঃ ফারহীন আল মুনাদী

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzana boby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share