31/12/2025
জানাজার আগে মা খালেদা জিয়ার হয়ে ক্ষমা চাইলেন ছেলে তারেক রহমান
স্বতঃস্ফুর্ত গণমানুষের মানুষের শ্রদ্ধা, যথাযথ সম্মান ও অভূতপূর্ব রাষ্ট্রীয় মর্যাদায় ইহলোক থেকে গর্বের বিদায় নিলেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বে দ্বিতীয় সাবেক নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটের দিকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার পুত্র ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে তার মায়ের ব্যবহার-কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে তিনি ক্ষমাপ্রার্থী বলে জানান।
বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং লাখো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
#খালেদাজিয়া #জানাজানামাজ #তারেকরহমান