Jakir Graphics Designer Agency

Jakir Graphics Designer Agency Assalamualaikum. I Am A Digital
Marketing Expert. You Can Solve Your All Digital Problem In Here. I am Professional Digital Marketer.

One year Experience In this Career.

আসসালামু আলাইকুম, বর্তমানে অনলাইনে ব্যবসায়  চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে। এখন বর্...
12/07/2024

আসসালামু আলাইকুম, বর্তমানে অনলাইনে ব্যবসায় চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে। এখন বর্তমানে অফলাইনের চেয়ে অনলাইনের ব্যবসা বেড়েছে দিন দিন আরো বাড়বে। বর্তমানে অধিকাংশ মানুষ অনলাইনে একটিভ থাকে বেশি। যেখানে মানুষজন বেশি সেখানে ব্যবসার প্রচার করলে বিক্রয় বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটু চিন্তা করে দেখেন আগে মানুষ সোশ্যাল মিডিয়া কতজন একটিভ থাকতো আর এখন বর্তমানে কতজন সোশ্যাল মিডিয়া একটিভ থাকে একটু ভেবে দেখছেন যা চিন্তা বাইরে। এখন বর্তমানে সবাই অনলাইনে ব্যবসার প্লাটফরম বানিয়েছে। আপনি কেনো বানাবেন না? আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে প্রথমে প্রয়োজন হবে প্রফেশনাল মানের একটি বিজনেস পেজ। আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রফেশনাল বিজনেস কি? অর্থাৎ আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করেন ঐ আইডির অধীনে একটি পেজ তৈরি করা হয় সেই পেজটাকে সুন্দর ভাবে সাজানো গোছানো থাকে। আরেকটু ক্লিয়ার করে বলি ধরেন আপনার একটা দোকান আছে ঐ দোকানে আপনি কোন ধরনের পণ্যের সেবা দিতে চান তা নির্ধারণ করা এবং সে অনুযায়ী দোকানের নাম দিবেন এবং সেই অনুযায়ী ডেকারেশন করবেন ঠিক তেমনি ভাবে একটি প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করা হয়। এখন অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, প্রফেশনাল বিজনেস পেজ কি? প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করতে যা যা প্রয়োজন তা হল:

১। প্রফেশনাল বিজনেস পেজ: প্রফেশনাল বিজনেস পেজ হল ব্যবসায়ের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ বলতে বোঝায়, ফেসবুক পেইজের সকল তথ্য, প্রয়োজনীয় কমিউনিকেশন, এবং বেসিক সেটাপ যেমন মেসেঞ্জার, অটো রেসপন্স ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।

২। ইমেজ এস ই ও: ইমেজ এসইও (Image SEO) হল আপনার ওয়েবসাইটের ইমেজগুলিকে অপ্টিমাইজ করার প্রক্রিয়া। যাতে সার্চ ইঞ্জিনগুলির পক্ষে কোন ছবি বুঝতে এবং খুঁজে পাওয়া সহজ হয়। ফলে Google এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে এর দৃশ্যমানতা এবং র‍্যাংকীং উন্নত হয়।

ইমেজ এস ই ও কেনো গুরুত্বপূর্ণ:
Google-এর SERP-এর প্রায় 38% ইমেজ দেখায় — এবং সেটা বাড়তে পারে। এর মানে, আপনার সেরা এসইও প্রচেষ্টা সত্ত্বেও, আপনি এখনও জৈব ট্র্যাফিকের অন্য একটি উৎস হারিয়ে ফেলতে পারেন - যদি ওয়েবসাইটের ছবি গুলিকে সার্চ ইঙ্গিন এর জন্য অপটিমাইজ না করেন৷

👉ইমেজ সার্চ (Image Search) ওয়েবে তথ্য আবিষ্কার করার একটি উপায়।

👉Googl সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিতে প্রচুর পরিমান সার্চ হয়ে থাকে। জাম্পশট থেকে 2018 সালের ডেটা অনুসারে, সমস্ত US ওয়েব সার্চের 20% এর বেশি Google Image Search এ হয়।

👉ভাল মানের ইমেজ পোস্ট এর র‍্যাংকীং এ সহয়তা করে।
👉 এছাড়াও, ইমাজের সঠিক ব্যবহার করা হলে, পাঠকদের আপনার আর্টিকেল ভালভাবে বুঝতে সাহায্য করবে ৷
👉ইকমার্স ওয়েব সাইটের জন্য image SEO অনেক গুরুত্ব বহন করে।

সঠিক ইমেজ অপ্টিমাইজেশান ছাড়া, আপনি একটি মূল্যবান এসইও সম্পদ নষ্ট করছেন। ইমেজ অপ্টিমাইজেশান অনেক সুবিধা দেয়- যেমন ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতা, দ্রুত পেজ লোড করা এবং অতিরিক্ত র‍্যাংকীং সুযোগ।

৩। পেজ এস ই ও: পেজ এসইও হল অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য কোন ওয়েবপেজের ভিতরে যে অপ্টিমাইজেশন। একটি ওয়েবসাইটের কন্টেন্ট, মেটাডেটা এবং কোডের মতো অভ্যন্তরীণ উপাদানগুলিকে অপ্টিমাইজ করার প্রক্রিয়াকে বুঝায় যাতে এটি সার্চ ইঞ্জিন ফলাফল (SERP) এর প্রথম পৃষ্ঠায় র‌্যাঙ্ক করে।

সহজ করে বললে “page seo " করার মুল উদ্দেশ্য হল, Google এবং অন্য সার্চ ইঞ্জিনগুলো যেন আপনার কন্টেন্ট আরও ভালভাবে বুঝতে পারে সেটাতে তাদের সহায়তা করা৷

র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে পেজ এসইও করা কতটা গুরুত্বপূর্ণ:
পেজ অপ্টিমাইজেশান করা হয় মূলত সার্চ ইঙ্গিন বট বা ক্রলারগুলো যেন কোন সাইটের কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারে এবং সেটা ইউজার বা রিডারের জন্য উপযুক্ত করে তোলার জন্য।

👉এটি ওয়েবসাইটে ইউজার এক্সপ্রিয়েন্স, থেকে শুরু করে কিওয়ার্ড স্টাফিং, লোডিং স্পিড, CTR, বাউন্স রেট ইত্যাদি কমাতে সাহায্য করে।

👉Hummingbird, মেশিন লার্নিং অ্যালগরিদম BERT, RankBrain যার মাধ্যমে Google একটি সার্চ কোয়েরির ব্যবহারকারীর অভিপ্রায় বা উদ্দেশ্য বুঝতে পারে। এছাড়াও গুগলের helpful content update এর মতো আপডেটের ফলে পেজ এস ই ও এখন কিছু চেকলিস্ট এর মধ্যে সিমাবদ্ধ নেই।

👉গুগলের মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিন, কোন ওয়েবপেজ- সার্চারের ইন্টেনশন (সার্চ করার কারণ) কতটা পূরণ হয়েছে, সেটি নির্ণয় করতে কনটেন্ট ও ওয়েবপেজেে ইউজার এক্সপেরিয়েন্স উভয় বিষয়গুলো বিচার করে। যদি সার্চ ইঞ্জিন সেই পেজটিকে পাঠকদের জন্য উপকারী মনে করে তখন সেটা সার্চ রেজাল্টের শীর্ষস্থানে জায়গা করে দেয়।

👉এখানে বলে রাখা ভালো rank পেতে শুধু ভাল কন্টেন্ট এর কোন বিকল্প নেই। এস ই ও তে টপিক রিলেটেড কনটেন্ট তৈরি কোন বিকল্প নেই, অর্থাৎ Content ভালো না হলে কোন ভাবেই গুগলের top পেজে আশা যাবে না। Google অ্যালগরিদম হল একটি কমপ্লেক্স প্রোগ্রাম যা Google একটি নির্দিষ্ট প্রশ্নের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলি খুঁজে পেতে, র‌্যাঙ্ক দিতে ব্যবহার করে৷ যেমনঃ Google-এর পান্ডা অ্যালগরিদম খারাপ বা নিম্নমানের কন্টেন্ট খোঁজে এবং পেনাল্টি দেয়৷ এখনই কল করুন নিচে দেওয়া নাম্বারে:
মোবাইল: ০১৭১০৪১৩১৯৭.
হোয়াটসঅ্যাপ : ০১৭১০৪১৩১৯৭.
অথবা নিচে দেওয়া লিংকে:
https://www.facebook.com/profile.php?id=61556407722505&mibextid=ZbWKwL





আসসালামু আলাইকুম, আপনি ফেসবুক  পেজে লাইক ও ফলোয়ার বাড়াবেন কেন?১. কাস্টমারের ট্রাস্ট অর্জন: একটি ফেসবুক পেজে লাইক ও ফলোয়া...
20/06/2024

আসসালামু আলাইকুম, আপনি ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বাড়াবেন কেন?
১. কাস্টমারের ট্রাস্ট অর্জন: একটি ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বাড়ানোর অন্যতম কারন হচ্ছে কাস্টমারদের ট্রাস্ট অর্জন করা। এতে সহজে কাস্টমার ট্রাস্ট করবে যে এটা একটি রিয়াল পেজ।
২. সেলস: ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বাড়ালে ভালো সেলস পাওয়ার সম্ভবনা অনেক গুন বেড়ে যায়।
৩. পোস্টে লাইক ও কমেন্ট: ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বাড়ালে পোস্টে লাইক ও কমেন্ট বেশি পাওয়া যায়। আর ফেসবুক পেজে যত লাইক ও কমেন্ট পরবে তত বেশি ফেসবুক পেজ ভ্যালু হবে।
৪. এ্যানগেজমেন্ট: একটি ফেসবুক পেজে যত লাইক ও ফলোয়ার হবে তত বেশি ফেসবুক পেজ এ্যানগেজমেন্ট বাড়বে।
৫. পোস্ট রিচ: একটি ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার যত বেশি বাড়বে তত বেশি পোস্টে রিচ হতে থাকবে।





ফেসবুক বুস্ট কি, কেন এবং ‍কিভাবে করে এসব জানতে গেলে প্রথমে আপনাদের জানতে হবে ফেসবুক বুস্ট কি?বর্তমানে নিজের প্রতিভা বলেন...
18/06/2024

ফেসবুক বুস্ট কি, কেন এবং ‍কিভাবে করে এসব জানতে গেলে প্রথমে আপনাদের জানতে হবে ফেসবুক বুস্ট কি?

বর্তমানে নিজের প্রতিভা বলেন আর ব্যবসা বলেন তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে সবাই একটি ফেসবুক পেজ খুলেন।

বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে নিজ প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপনের জন্য ফেসবুক বুস্ট একটি কার্য্যকরী মাধ্যম।

ফেসবুক বুস্টের মাধ্যমে যেকোন ব্যবসায়ী তার ব্যবসা ফেসবুকের বিশাল মার্কেট প্লেসে ছড়িয়ে দিতে পারেন।

যা তার ব্যবসায়ের গতি বৃদ্ধিতে বিশাল ভুমিকা পালন করে থাকে।

একারনেই এই ফিচারের নাম দেয়া হয়েছে ফেসবুক বুস্ট সার্ভিস।

ফেসবুক বুস্ট কি?

অনলাইন ব্যবসায়ীগন তাদের পেইজে নিজ প্রোডাক্টের ছবি, ভিডিও এবং বিস্তারিত বিবরণ লিখে পোস্ট করে থাকেন।

যারা আপনার পেজে এড আছেন তারা আপনার ওই সমস্ত পোস্ট দেখে আপনার পন্য কিনতে আগ্রহবোধ করেন।

এখন ধরুন আপনি চাচ্ছেন আপনার ব্যবসা সম্পর্কে আরো মানুষ জানুক।

কারন আপনি জানেন প্রসার বাড়লে ব্যবসাও বাড়বে।

আপনার ব্যবসার প্রসার বাড়ানোর লক্ষ্যেই ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক বুস্টিং নামে একটি ফিচার এনেছে।

যার মাধ্যমে আপনি আপনার কমার্শিয়াল ফেসবুক পেইজ কিংবা পেইজের পোস্ট একটি নির্দিষ্ট পরিমান অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার টার্গেটকৃত ক্লায়েন্টের হোমপেজে শো করাবে।

ফেসবুক বুস্ট কিভাবে কাজ করে?

বিভিন্ন কারনেই ফেসবুক বুস্ট করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারন হলো-

পন্য সম্পর্কে সচেতনতা তৈরি– পোস্ট বুস্ট করার ফলে আপনার টার্গেটেড কাস্টমার আপনার পন্য বা সেবা সম্পর্কে জানতে পারে। যার ফলে আপনার ক্রেতা সৃষ্টি হয়।

ক্রেতা সমাগম বৃদ্ধি করা– আপনার ব্যবসাটি তৈরি করার সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ব্যবসায়ের টার্গেট কাস্টমার তৈরি এবং চিহ্নিত করা।

ফেসবুক পেজ আপনার গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করে।

অবস্থান, পছন্দ ও ইচ্ছা অনুযায়ী এমন লোকদের চিহ্নিত করে যারা আপনি যা বলছেন এবং যা বিক্রি করছেন তা শুনতে চান এবং কিনতে চান।

কাঙ্খিত ব্যক্তি পর্যন্ত পৌছানোর কাজটি কখনও কখনও সহজ আবার কখনও কখনও একটু কঠিন হতে পারে এবং অনেক সময় নিতে পারে।

তবে এটি নির্ভর করে যে আপনার ব্যবসায়টি গ্রাহকের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছে এবং তারা কতোটুকু পছন্দ করছেন।

বিজ্ঞাপন ব্যয় হ্রাস করা– ফেসবুক বুস্ট এর মাধ্যমে কম খরচে টার্গেটকৃত ব্যক্তিদের মাঝে নিজ পন্যের বিজ্ঞাপন প্রচার করা যায়।

একটা উদাহারন দিই। আপনি টিভিতে যদি কোন কম্পিউটারের বিজ্ঞাপন দেন তবে তা দেশের ১৮ বছরের তরুন থেকে ৬৫ বছরের বৃদ্ধ সকলেই দেখবে।

এছাড়া এ ধরনের বিজ্ঞাপনে অনেকে আগ্রহ নাও দেখাতে পারে।

টিভিতে বিজ্ঞাপন প্রচার করলে লক্ষাধিক টাকা বিনিয়োগ করতে হয়।

এখন আপনি ফেসবুক বুস্ট সার্ভিসের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার ১৮-৩০ বছর বয়সী ‍ফেসবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে সর্বনিম্ন ১ ডলার থেকে শুরু করে যেকোন পরিমান ডলারের বিনিময়ে তাদের নিউজফিডে নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারের বিজ্ঞাপন দেখাবে।

এ থেকে আপনি ভালো পরিমান ক্রেতা কম খরচে কম সময়ে আকৃষ্ট করতে পারবেন।

পোস্ট রিচ এবং এনগেজমেন্ট বাড়ানো– ফেসবুক বুস্টিং এর মাধ্যমে আপনার পোস্ট অসংখ্য ব্যবহারকারীর মাঝে ছড়িয়ে পড়ে।

এবং এই অসংখ্য ব্যবহারকারীর মাঝে কেউ কেউ আপনার পন্য সম্পর্কে আগ্রহী হয়। ফলশ্রুতিতে আপনার সেল বাড়ে।




আসসালামু আলাইকুম,  আপনি কেন ফেসবুক পেজ তৈরি করবেন?আপনি একটি ফেসবুক পেইজ তৈরি করবেন এর জন্য বিভিন্ন কারণ আছে।👉১.যদি আপনি ...
15/06/2024

আসসালামু আলাইকুম, আপনি কেন ফেসবুক পেজ তৈরি করবেন?

আপনি একটি ফেসবুক পেইজ তৈরি করবেন এর জন্য বিভিন্ন কারণ আছে।

👉১.যদি আপনি একজন সেলিব্রিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিত্যদিনের কিছু আপডেট দিতে ফেসবুক পেইজ ব্যবহার করবেন।

👉২.যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসার প্রসারের জন্য ফেজবুক পেইজ ব্যবহার করবেন।

👉৩.যদি আপনি ফেজবুককে কাজে লাগিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে পেইজ ব্যবহার করবেন।

👉৪.যদি আপনি ভ্রমণ বিলাসি হয়ে থাকেন তাহলে লোকজনকে আপনার ভ্রমণ দর্শন গুলো সবার সাথে শেয়ার করতে পেইজ ব্যবহার করবেন।

একটি ফেসবুক পেইজ নির্দিষ্ট কোন সংখ্যায় সীমাবদ্ধ থাকে না। এখানে আপনার সাথে যুক্ত হতে পারে লাখ লাখ কোটি কোটি মানুষ। এজন্যই একটি ফেসবুক একাউন্ট এর থেকে ফেসবুক পেইজ অনেক গুরুত্বপূর্ণ।




Address

Chashibaligaon, Baligaon Bazar, Tongibari
Munshiganj
1522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jakir Graphics Designer Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share