
12/07/2024
আসসালামু আলাইকুম, বর্তমানে অনলাইনে ব্যবসায় চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে। এখন বর্তমানে অফলাইনের চেয়ে অনলাইনের ব্যবসা বেড়েছে দিন দিন আরো বাড়বে। বর্তমানে অধিকাংশ মানুষ অনলাইনে একটিভ থাকে বেশি। যেখানে মানুষজন বেশি সেখানে ব্যবসার প্রচার করলে বিক্রয় বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটু চিন্তা করে দেখেন আগে মানুষ সোশ্যাল মিডিয়া কতজন একটিভ থাকতো আর এখন বর্তমানে কতজন সোশ্যাল মিডিয়া একটিভ থাকে একটু ভেবে দেখছেন যা চিন্তা বাইরে। এখন বর্তমানে সবাই অনলাইনে ব্যবসার প্লাটফরম বানিয়েছে। আপনি কেনো বানাবেন না? আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে প্রথমে প্রয়োজন হবে প্রফেশনাল মানের একটি বিজনেস পেজ। আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রফেশনাল বিজনেস কি? অর্থাৎ আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করেন ঐ আইডির অধীনে একটি পেজ তৈরি করা হয় সেই পেজটাকে সুন্দর ভাবে সাজানো গোছানো থাকে। আরেকটু ক্লিয়ার করে বলি ধরেন আপনার একটা দোকান আছে ঐ দোকানে আপনি কোন ধরনের পণ্যের সেবা দিতে চান তা নির্ধারণ করা এবং সে অনুযায়ী দোকানের নাম দিবেন এবং সেই অনুযায়ী ডেকারেশন করবেন ঠিক তেমনি ভাবে একটি প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করা হয়। এখন অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, প্রফেশনাল বিজনেস পেজ কি? প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করতে যা যা প্রয়োজন তা হল:
১। প্রফেশনাল বিজনেস পেজ: প্রফেশনাল বিজনেস পেজ হল ব্যবসায়ের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ বলতে বোঝায়, ফেসবুক পেইজের সকল তথ্য, প্রয়োজনীয় কমিউনিকেশন, এবং বেসিক সেটাপ যেমন মেসেঞ্জার, অটো রেসপন্স ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।
২। ইমেজ এস ই ও: ইমেজ এসইও (Image SEO) হল আপনার ওয়েবসাইটের ইমেজগুলিকে অপ্টিমাইজ করার প্রক্রিয়া। যাতে সার্চ ইঞ্জিনগুলির পক্ষে কোন ছবি বুঝতে এবং খুঁজে পাওয়া সহজ হয়। ফলে Google এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে এর দৃশ্যমানতা এবং র্যাংকীং উন্নত হয়।
ইমেজ এস ই ও কেনো গুরুত্বপূর্ণ:
Google-এর SERP-এর প্রায় 38% ইমেজ দেখায় — এবং সেটা বাড়তে পারে। এর মানে, আপনার সেরা এসইও প্রচেষ্টা সত্ত্বেও, আপনি এখনও জৈব ট্র্যাফিকের অন্য একটি উৎস হারিয়ে ফেলতে পারেন - যদি ওয়েবসাইটের ছবি গুলিকে সার্চ ইঙ্গিন এর জন্য অপটিমাইজ না করেন৷
👉ইমেজ সার্চ (Image Search) ওয়েবে তথ্য আবিষ্কার করার একটি উপায়।
👉Googl সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিতে প্রচুর পরিমান সার্চ হয়ে থাকে। জাম্পশট থেকে 2018 সালের ডেটা অনুসারে, সমস্ত US ওয়েব সার্চের 20% এর বেশি Google Image Search এ হয়।
👉ভাল মানের ইমেজ পোস্ট এর র্যাংকীং এ সহয়তা করে।
👉 এছাড়াও, ইমাজের সঠিক ব্যবহার করা হলে, পাঠকদের আপনার আর্টিকেল ভালভাবে বুঝতে সাহায্য করবে ৷
👉ইকমার্স ওয়েব সাইটের জন্য image SEO অনেক গুরুত্ব বহন করে।
সঠিক ইমেজ অপ্টিমাইজেশান ছাড়া, আপনি একটি মূল্যবান এসইও সম্পদ নষ্ট করছেন। ইমেজ অপ্টিমাইজেশান অনেক সুবিধা দেয়- যেমন ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতা, দ্রুত পেজ লোড করা এবং অতিরিক্ত র্যাংকীং সুযোগ।
৩। পেজ এস ই ও: পেজ এসইও হল অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য কোন ওয়েবপেজের ভিতরে যে অপ্টিমাইজেশন। একটি ওয়েবসাইটের কন্টেন্ট, মেটাডেটা এবং কোডের মতো অভ্যন্তরীণ উপাদানগুলিকে অপ্টিমাইজ করার প্রক্রিয়াকে বুঝায় যাতে এটি সার্চ ইঞ্জিন ফলাফল (SERP) এর প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করে।
সহজ করে বললে “page seo " করার মুল উদ্দেশ্য হল, Google এবং অন্য সার্চ ইঞ্জিনগুলো যেন আপনার কন্টেন্ট আরও ভালভাবে বুঝতে পারে সেটাতে তাদের সহায়তা করা৷
র্যাঙ্কিং এর ক্ষেত্রে পেজ এসইও করা কতটা গুরুত্বপূর্ণ:
পেজ অপ্টিমাইজেশান করা হয় মূলত সার্চ ইঙ্গিন বট বা ক্রলারগুলো যেন কোন সাইটের কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারে এবং সেটা ইউজার বা রিডারের জন্য উপযুক্ত করে তোলার জন্য।
👉এটি ওয়েবসাইটে ইউজার এক্সপ্রিয়েন্স, থেকে শুরু করে কিওয়ার্ড স্টাফিং, লোডিং স্পিড, CTR, বাউন্স রেট ইত্যাদি কমাতে সাহায্য করে।
👉Hummingbird, মেশিন লার্নিং অ্যালগরিদম BERT, RankBrain যার মাধ্যমে Google একটি সার্চ কোয়েরির ব্যবহারকারীর অভিপ্রায় বা উদ্দেশ্য বুঝতে পারে। এছাড়াও গুগলের helpful content update এর মতো আপডেটের ফলে পেজ এস ই ও এখন কিছু চেকলিস্ট এর মধ্যে সিমাবদ্ধ নেই।
👉গুগলের মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিন, কোন ওয়েবপেজ- সার্চারের ইন্টেনশন (সার্চ করার কারণ) কতটা পূরণ হয়েছে, সেটি নির্ণয় করতে কনটেন্ট ও ওয়েবপেজেে ইউজার এক্সপেরিয়েন্স উভয় বিষয়গুলো বিচার করে। যদি সার্চ ইঞ্জিন সেই পেজটিকে পাঠকদের জন্য উপকারী মনে করে তখন সেটা সার্চ রেজাল্টের শীর্ষস্থানে জায়গা করে দেয়।
👉এখানে বলে রাখা ভালো rank পেতে শুধু ভাল কন্টেন্ট এর কোন বিকল্প নেই। এস ই ও তে টপিক রিলেটেড কনটেন্ট তৈরি কোন বিকল্প নেই, অর্থাৎ Content ভালো না হলে কোন ভাবেই গুগলের top পেজে আশা যাবে না। Google অ্যালগরিদম হল একটি কমপ্লেক্স প্রোগ্রাম যা Google একটি নির্দিষ্ট প্রশ্নের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলি খুঁজে পেতে, র্যাঙ্ক দিতে ব্যবহার করে৷ যেমনঃ Google-এর পান্ডা অ্যালগরিদম খারাপ বা নিম্নমানের কন্টেন্ট খোঁজে এবং পেনাল্টি দেয়৷ এখনই কল করুন নিচে দেওয়া নাম্বারে:
মোবাইল: ০১৭১০৪১৩১৯৭.
হোয়াটসঅ্যাপ : ০১৭১০৪১৩১৯৭.
অথবা নিচে দেওয়া লিংকে:
https://www.facebook.com/profile.php?id=61556407722505&mibextid=ZbWKwL