Md Monir Hossan

Md Monir Hossan ''Life is about the adventures you take and the memories you make''

ভাঙ্গা কবরস্থানে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। দুনিয়ায় কার কি চাওয়া আল্লাহই জানেন।
05/11/2025

ভাঙ্গা কবরস্থানে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। দুনিয়ায় কার কি চাওয়া আল্লাহই জানেন।

আবেগে নেয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় কস্টের কারণ হয়।খুলনা থেকে বান্দরবান ৬০০কিলোমিটার রাস্তা বাইক নিয়ে তাও আবার স্ত্রী,সন্ত...
05/11/2025

আবেগে নেয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় কস্টের কারণ হয়।খুলনা থেকে বান্দরবান ৬০০কিলোমিটার রাস্তা বাইক নিয়ে তাও আবার স্ত্রী,সন্তান পিলিওন 🥲মুহূর্তেই শেষ একটা ফ্যামিলি।।
বাসের সাথে সংঘর্ষ স্ত্রী স্পট ডেড🥲

সবচেয়ে কস্ট লাগছে মা হারা সন্তানকে দেখে সে ভালো করে বুঝতেই শিখেনি মা এর আদর এর মধ্যে হারিয়ে ফেললো জীবনের দামী সম্পদ🥲

কাকে সাহায্য করবেন বলেন? একটু ভেবে করিয়েন! একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এতো এতো ব্যাটারি চালিত রিক্সার মধ্যে কাকার রি...
04/11/2025

কাকে সাহায্য করবেন বলেন? একটু ভেবে করিয়েন! একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এতো এতো ব্যাটারি চালিত রিক্সার মধ্যে কাকার রিক্সাটি ব্যাটারি-বিহীন। সে প্রস্তুতি নিচ্ছে রিক্সায় উঠার! যাত্রীবিহীন রিক্সা নিয়েই চাচা চলে যাচ্ছিলো সামনের দিকে।

আমি পিছন থেকে ডাক দিলাম, শোনলো না। পরে আবার ডাক দিলাম, বললাম- ''এই ব্যাটারি বিহীন রিক্সা?''

সে শোনে থেমে গেলো! বললো- ''মামা কোথায় যাবেন?'' আমি বললাম- ''ইদগাহ মাঠে যাবো!'' সে বললো- ''উঠেন!'' আমি বললাম- "কতো দিবো?'' বললো- ''যা ভাড়া, তাই দিয়েন, এলা উঠেন।''

পরে উঠলাম, গন্তব্যে পৌঁচ্ছালাম। ২০টাকা ভাড়া, ২০টাকা বের করে দিলাম। (আমি কিন্তু মূলত তাকে সাহায্য করার জন্যই গেছিলাম, কোনো কাজের জন্য নয়। কিন্তু সে বুঝতে পারে নাই)।

সে টাকা না নিয়ে বলতেছে- ''এখানে অটো রিক্সার ভাড়ার ২০, এই রিক্সার ভাড়া ৪০ টাকা।''

আমি বললাম- ''আমিতো মাঝে মাঝেই আসি ২০টাকা দিয়ে, ২০টাকা-ই রাখেন আমি চললাম।''

সে বলে কি জানেন?
-"ওই বেটা কই যাস? ভাড়া মিটায়ে উঠবিনা? এখন ভাড়া নিয়া ক্যাচাল করিস না! ৪০টাকা ভাড়া দিয়ে যা, এক পয়সাও কম হবে না।''

বিঃদ্রঃ যেখানে রিক্সা থেকে নামছি সেখানে একটা মেয়ে দাঁড়ায়ে আছে, সে ভাবছে মেয়েটা আমার প্রেমিকা বা অন্য কিছু। শুধু আমার জন্য ওয়েট করতেছে মেয়েটা (তার ধারনা, হয়তো)। তাই আবার গলা উচাঁয়ে উচ্চস্বরে বলেতেছে- ''ভাড়া মিটায়ে উঠসনাই ৪০ টাকা দে, ঝা/মেলা ভালো লাগেনা। ৪০টাকা ভাড়া দেওয়ার ক্ষ/মতা নাই, তো রিক্সায় উঠে আসতে মন চায় কেনো? হেঁটে আসলেই হয়।''

আমি বললাম- ''চাচা ২০টাকা ভাড়া, ২০দিছি এর পরো এসব বলার মানে কি?বলে ২০টাকা মিটায়ে উঠছস নাকি?''

আমি বললাম আপনিতো বললেন যে, "যা ভাড়া তাই দিয়েন?'' সে বলতেছে- ''আমি বলছি উঠছস, এখন আমি বলতেছি ভাড়া ৪০টাকা, না দিয়ে তেইরামি করস কেনো?''

আমি তখন শখ খেয়ে গেলাম, পরে পাশে থেকে কয়েক জন, এগিয়ে আসলো, পরে ভাবলাম ভু/ল জায়গায় আসছি! ৪০টাকা দিয়েই চলে আসলাম।

এদের কপাল হয়তো পরিবর্তন হবে না কোনো দিন। আমি তাকে অ/ভি''শাপ দিচ্ছি না। তবে, এসব কারনেই আল্লাহর দেওয়া নিয়ামত উঠে যায়, তাদের ভা/গ্যে জুঁটে না।

স‍্যরি নট স‍্যরি। 🙂

>শাকিব ভাই

জীর্ণ পোশাকে  কলেজপড়ুয়া এক ছেলে বাসের সামনে এসে হেল্পারকে বলল- ভাই আমার কাছে মাত্র দশটা টাকাই আছে। আমাকে কি একটু ফার্মগে...
02/11/2025

জীর্ণ পোশাকে কলেজপড়ুয়া এক ছেলে বাসের সামনে এসে হেল্পারকে বলল- ভাই আমার কাছে মাত্র দশটা টাকাই আছে। আমাকে কি একটু ফার্মগেট নামায় দেবেন?
এখান থেকে ফার্মগেটের ভাড়া ত্রিশ টাকা।

হেল্পার একটু ভেবে বলল- উঠেন ভাই। ছেলেটা উঠে দাঁড়িয়ে রইলো। হেল্পার এসে নিজের পকেট থেকে একটা কাপড় বের করে বাসের একটা সিট ম্যানেজ করলো। সে সিট মুছে তাকে বলল- ভাই আপনি এখানে বসেন। মাথার উপর ফ্যান আছে।

বাস এসে ফার্মগেট থামলো। হেল্পার ওই দশটাকাই ভাড়া নিল। ছেলেটা নামলো। কী মনে হলো হেল্পারের জানি না। সে ওই ছেলেটার পেছনে দৌড়ে গেল। জোর করে দশটাকা ফেরত দিল। আর সে ছেলেটা বারবার বলতে লাগলো তাহলে দাবি রাইখেন না কিন্তু ভাই। হেল্পার জিহবায় কামড় দিয়ে বলল-না না ভাই এসব বইলেন না।

বাস ছাড়লো। আমি মুগ্ধতা নিয়ে হেল্পারের দিকে তাকিয়ে রইলাম। চলার পথে অগ্রাহ্য, ছোট ছোট কিছু দৃশ্য খেয়াল করলে এমন কিছু দেখবেন আপনারা যা ভাবাবে। ভালো লাগার সুখ এনে দেবে। আবেগে দু'চোখ ভেজাবে।

দায়িত্ব কখনো বয়স মানে না 😪 চোখ দিয়ে পানি চলে এসেছে 📍মাদারীপুর লেকপার্ক ছোট বাচ্চা টি কে হাশি মুখে একটু সাহায্যে করেন। 🙏🙏...
30/10/2025

দায়িত্ব কখনো বয়স মানে না 😪 চোখ দিয়ে পানি চলে এসেছে 📍মাদারীপুর লেকপার্ক ছোট বাচ্চা টি কে হাশি মুখে একটু সাহায্যে করেন। 🙏🙏🙏🙏
all public Photo

Love you Facebook team

The Punjab Kings dugout was filled with raw emotion on Tuesday evening as 24-year-old Priyansh Arya lit up the Mullanpur stadium with a breathtaking century against Chennai Super Kings (CSK) in IPL 2025. Yet, it was team co-owner Preity Zinta’s jubilant reaction that truly stole the spotlight—she jumped in celebration, her joy palpable as Arya scripted history.

Arya, a left-handed batter hailing from Delhi, announced his arrival in grand fashion, smashing 103 runs off just 42 deliveries—a knock decorated with seven fours and nine massive sixes.

His blistering innings made him the second-fastest Indian each a century in IPL history, achieving the milestone in just 39 balls. Only Yusuf Pathan’s iconic 37-ball ton from 2010 remains ahead. As Arya raised his bat after clearing long-on for a six to complete his century, cameras zoomed in on the Punjab Kings camp, where an elated Preity Zinta leapt to her feet, clapping and cheering along with the roaring crowd.
Following Punjab Kings’ 18-run win, Preity Zinta caught up with the young star for a post-match interview.

"Aapko mai ek din pehle mili thi to aapne ek shabd nahi bola tha, ekdum silent the aur aapne itni zabardast game kheli, so how is it? [I met you a day before and you didn’t say a single word—you were completely silent. And then you played such an incredible game, so how does it feel?]" Preity asked Priyansh.

To which Arya replied with a smile: "Jab hum mile they to mujhe aapki baatein sunne mein maza aa rha tha isliye mai kuch bol nahi rha tha Aur game ke baat karein to bahot achi feeling hai, out of the world feeling hai, top of the world feeling hai [When we met, I was really enjoying listening to you, that’s why I wasn’t saying much. And if we talk about the game, it feels amazinglike an out of the world feeling, a top of the world feeling]."

এক বান্ধবী আরেক বান্ধবীর "চুল পরীক্ষা" করছে? 🤔😅 না না, আসলে তো এক ছেলের জন্য দুই মেয়ে ত*র্ক করে হা*তা*হা*তি*তে গড়িয়েছে! ...
30/10/2025

এক বান্ধবী আরেক বান্ধবীর "চুল পরীক্ষা" করছে? 🤔😅 না না, আসলে তো এক ছেলের জন্য দুই মেয়ে ত*র্ক করে হা*তা*হা*তি*তে গড়িয়েছে! চুল টা*না*টা*নি, ধা*ক্কা*ধা*ক্কি—পুরো বলিউড ড্রামা! পরে সাথের অন্য মেয়েরা এসে ছাড়িয়ে দিয়েছে। ভাই, কলেজে পড়াশোনা করতে আসা, না প্রেমের যু*দ্ধ? 💔😜

স্কুল-কলেজে এমন হা*তা*হা*তি* কারো জন্য কাম্য নয়, কিন্তু প্রেম তো এমনই—একটু পাগলামি ছাড়া কী প্রেম! 😉 কী বলেন, ফ্রেন্ডস? আপনার কলেজ লাইফে এমন ড্রামা হয়েছে? কমেন্টে শেয়ার করুন! 🔥😂

✍️Adiba Sultana ema✨


হাজবেন্ড ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে নিহত আবুল কালামের স্ত্রী প্রিয়া। সরকার যেখানে কাজ...
28/10/2025

হাজবেন্ড ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে নিহত আবুল কালামের স্ত্রী প্রিয়া। সরকার যেখানে কাজ করাচ্ছে সচেতন থাকার প্রয়োজন ছিল না ? তাহলে আমি আমার কলিজা কে আজ হারাতাম না । কি হবে অবুঝ সন্তানের?

এভাবে স্বামীকে হারিয়ে কাঁদতে কাঁদতে সাক্ষাৎকার উদ্বেগ প্রকাশ করেছেন স্ত্রী।

""পিতা হ"ত্যা করলেন কন্যাকে ""হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাশ নামে এক ব...
28/10/2025

""পিতা হ"ত্যা করলেন কন্যাকে ""

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাশ নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)কে হ""ত্যা করেছেন।

মতিলাল দাশ বলেন মেয়ের চরি"ত্রে সমস্যা ছিল, তাকে দুই বার বিয়ে দেওয়া হয়েছিল সে কোনো বিয়ে ঠিকে রাখতে পারে নি সে দুই সন্তানের মা,হওয়ার পরেও অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলতো, দেখা করতো তার স্বামীরা সেটা মেনে নিতে পারে নি তাই পূর্নিমা দাশকে তার বাবার বাড়ি দিয়ে যায় বারবার।

কিন্তু মেয়ের শিক্ষা হয়নি সে তার বাবার বাড়ি এসেও সেই একি কাজ করে যায়,কয়দিন আগে এক ছেলের সাথে সন্তানদের রেখে ঢাকা পা"লিয়ে যায়, যার সাথে পালিয়ে গিয়েছিল সেই ছেলে কয়েকদিন রেখে আবার বাড়ি পাঠিয়ে দেয়।

মতিলাল দাশ একজন ধার্মিক মানুষ গীতা পাঠ করেন, কির্তন করেন, তার মেয়ের এমন চরিত্র এটা নিয়ে পাড়া প্রতিবেশী সবাই ওনাকে অপমান জনক কথা বলে সেটা উনি সহ্য করতে পারেন নি, তাই তার মেয়েকে ঘুমের মধ্যে হ"ত্যা করেন।

আহারে জীবন রোগীটা ধীরে ধীরে বলছিল😭😭“স্যার, আমার বাঁচার ইচ্ছা নাই… আমার কেউ নাই… যা চিকিৎসা করতে চান করুন, কিন্তু আমি আর ...
26/10/2025

আহারে জীবন রোগীটা ধীরে ধীরে বলছিল😭😭

“স্যার, আমার বাঁচার ইচ্ছা নাই… আমার কেউ নাই… যা চিকিৎসা করতে চান করুন, কিন্তু আমি আর কোনো টেস্ট করব না।”

আমরা নির্বাক হয়ে গিয়েছিলাম, তবুও চেষ্টা থামাইনি।
শেষ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি,
হয়তো একটুখানি আশার টানেই।

আজ সকালে ডিউটি নিতে গিয়ে শুনলাম—
রাতের সেই মানুষটা আর নেই।

বিছানার পাশে পড়ে আছে
দুই-তিন বেলার অর্ধেক খাওয়া খাবার,
আর চারপাশে নিঃশব্দ এক শূন্যতা।

যাদের পৃথিবীতে কেউ থাকে না,
তাদের মৃত্যু যেন আরও নীরব, আরও অবহেলিত।

© ডাঃ আবু সুফিয়ান বিন আঃহামিদ

★(চাঁদপুরের ঘটনা)স্বামী দীর্ঘদিনের সৌদি প্রবাসী। বছরের পর বছর দূর দেশে কষ্ট করে সংসারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। অ...
26/10/2025

★(চাঁদপুরের ঘটনা)
স্বামী দীর্ঘদিনের সৌদি প্রবাসী। বছরের পর বছর দূর দেশে কষ্ট করে সংসারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। অবশেষে ছুটিতে যখন বাড়ি ফিরলেন, তখন খেয়াল করলেন—বউয়ের আচরণে যেন কিছুটা অচেনা ছায়া। মন কেমন করে উঠল, কিন্তু সরাসরি কিছু বললেন না। শুধু সন্দেহটা পুশে রাখলেন।

একদিন সাহস করে স্ত্রী ও শ্বশুরবাড়ির সবাইকে বললেন ও বটে। তবে তারা আশ্বাস দিল- তাদের মেয়ে এমন কিছু করতে পারে না!”

সেই কথা শুনে স্বামী চুপ করে গেলেন। কিন্তু মন মানলো না। তাই নিজেই এক পরিকল্পনা করলেন।

পরের দিন বললেন, আগামীকাল আবার প্রবাসে ফিরে যাচ্ছেন তিনি।

সকালে সবাইকে বিদায় জানিয়ে তিনি ‘বিদেশে রওনা দিলেন—কিন্তু সেটা ছিল নিছক এক নাটক।
বাস্তবে তিনি লুকিয়ে থেকে গেলেন।

কিছুক্ষণের মধ্যেই সেই সন্দেহ সত্যি হয়ে উঠল—
স্ত্রী সেজেগুজে বেরিয়ে পড়েছে, দেখা করতে পা-র-কি-য়া প্রেমিকের সঙ্গে!

স্বামী ঠিক সময়ে পৌঁছে হাতেনাতে ধরে ফেললেন দুজনকে।
সেই মুহূর্তে যেন ভেঙে পড়লো পুরো পৃথিবীটা তাঁর চারপাশে।
যে নারীর জন্য দূর দেশে দিনরাত পরিশ্রম করতেন,
আজ সেই নারী অন্য কারও সঙ্গে—

(ভিডিও কমেন্টে)

ছেলে টা এখনো বুঝতে পারছে না দুনিয়া থেকে তার বটগাছ নামক বাবা চলে গেছে 😔
25/10/2025

ছেলে টা এখনো বুঝতে পারছে না দুনিয়া থেকে তার বটগাছ নামক বাবা চলে গেছে 😔

এই ভাই এসে বলল স্যার আমি তো লেখা পড়া জানি না,,, কুড়ায় পাইলাম....  একটু পইড়া শুনাইবেন??এরপর বলল স্যার আমি তো গরীব মানুষ -...
25/10/2025

এই ভাই এসে বলল স্যার আমি তো লেখা পড়া জানি না,,, কুড়ায় পাইলাম....
একটু পইড়া শুনাইবেন??

এরপর বলল স্যার আমি তো গরীব মানুষ - এইটা আমার কাছে থাকলে মাইন্সে চোর কইবো....
আপনি রাইখা দেন আর আমারে যা পারেন দেন....

আহারে লোকটা অনেক দয়ালু, এর মূল্য বর্তমান বাজারে কত হইতে পারে একটু আইডিয়া দেন তো,,,.....
।।।।

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Md Monir Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share