04/11/2025
কাকে সাহায্য করবেন বলেন? একটু ভেবে করিয়েন! একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এতো এতো ব্যাটারি চালিত রিক্সার মধ্যে কাকার রিক্সাটি ব্যাটারি-বিহীন। সে প্রস্তুতি নিচ্ছে রিক্সায় উঠার! যাত্রীবিহীন রিক্সা নিয়েই চাচা চলে যাচ্ছিলো সামনের দিকে।
আমি পিছন থেকে ডাক দিলাম, শোনলো না। পরে আবার ডাক দিলাম, বললাম- ''এই ব্যাটারি বিহীন রিক্সা?''
সে শোনে থেমে গেলো! বললো- ''মামা কোথায় যাবেন?'' আমি বললাম- ''ইদগাহ মাঠে যাবো!'' সে বললো- ''উঠেন!'' আমি বললাম- "কতো দিবো?'' বললো- ''যা ভাড়া, তাই দিয়েন, এলা উঠেন।''
পরে উঠলাম, গন্তব্যে পৌঁচ্ছালাম। ২০টাকা ভাড়া, ২০টাকা বের করে দিলাম। (আমি কিন্তু মূলত তাকে সাহায্য করার জন্যই গেছিলাম, কোনো কাজের জন্য নয়। কিন্তু সে বুঝতে পারে নাই)।
সে টাকা না নিয়ে বলতেছে- ''এখানে অটো রিক্সার ভাড়ার ২০, এই রিক্সার ভাড়া ৪০ টাকা।''
আমি বললাম- ''আমিতো মাঝে মাঝেই আসি ২০টাকা দিয়ে, ২০টাকা-ই রাখেন আমি চললাম।''
সে বলে কি জানেন?
-"ওই বেটা কই যাস? ভাড়া মিটায়ে উঠবিনা? এখন ভাড়া নিয়া ক্যাচাল করিস না! ৪০টাকা ভাড়া দিয়ে যা, এক পয়সাও কম হবে না।''
বিঃদ্রঃ যেখানে রিক্সা থেকে নামছি সেখানে একটা মেয়ে দাঁড়ায়ে আছে, সে ভাবছে মেয়েটা আমার প্রেমিকা বা অন্য কিছু। শুধু আমার জন্য ওয়েট করতেছে মেয়েটা (তার ধারনা, হয়তো)। তাই আবার গলা উচাঁয়ে উচ্চস্বরে বলেতেছে- ''ভাড়া মিটায়ে উঠসনাই ৪০ টাকা দে, ঝা/মেলা ভালো লাগেনা। ৪০টাকা ভাড়া দেওয়ার ক্ষ/মতা নাই, তো রিক্সায় উঠে আসতে মন চায় কেনো? হেঁটে আসলেই হয়।''
আমি বললাম- ''চাচা ২০টাকা ভাড়া, ২০দিছি এর পরো এসব বলার মানে কি?বলে ২০টাকা মিটায়ে উঠছস নাকি?''
আমি বললাম আপনিতো বললেন যে, "যা ভাড়া তাই দিয়েন?'' সে বলতেছে- ''আমি বলছি উঠছস, এখন আমি বলতেছি ভাড়া ৪০টাকা, না দিয়ে তেইরামি করস কেনো?''
আমি তখন শখ খেয়ে গেলাম, পরে পাশে থেকে কয়েক জন, এগিয়ে আসলো, পরে ভাবলাম ভু/ল জায়গায় আসছি! ৪০টাকা দিয়েই চলে আসলাম।
এদের কপাল হয়তো পরিবর্তন হবে না কোনো দিন। আমি তাকে অ/ভি''শাপ দিচ্ছি না। তবে, এসব কারনেই আল্লাহর দেওয়া নিয়ামত উঠে যায়, তাদের ভা/গ্যে জুঁটে না।
স্যরি নট স্যরি। 🙂
>শাকিব ভাই