RONY কোনো অভিযোগ নেই,ভালো থেকো সবসময়🖤💜

24/05/2025

what's up everyone.??

21/01/2025

🍁💙

22/08/2024

Go Ahead black dimond
ছোট খাটো একটা টিকটকার হয়ে ও মানবিক কাজে ঝাঁপিয়ে পড়তেছে সত্যি প্রশংসনীয়
proud of 🖤

01/05/2024

শুনছো?
আমি ভালো নেই!
চারদিকে এত আনন্দ, এত আয়োজন, অথচ দেখো, আমি ভালো নেই!

ভালো থাকবো কী করে? বলো তো....
ভালো থাকবো বলেই তো তোমায় ভালোবাসলাম, ভালো আর থাকলাম কই? অনুভূতি হারিয়ে আমি আজ যন্ত্র মানব! চারদিকে একাকিত্ব, আর নিঃসঙ্গতার আঁধারে আমি ডুবে যাই!

হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি৷ কেউ দেখে না, খোঁজও নেয় না। বারান্দায় বৃষ্টি বিলাস, জোছনায় টইটুম্বুর চাঁদ, দখিনা বাতাস, কোনোকিছুই আর ভালো লাগে না আগের মতো!

বড্ড ক্লান্ত আমি!
কতদিন হয়, আমি যে হাসতে ভুলে গেছি! হাসবো কীভাবে বলো? কে হাসাবে?

প্রচন্ড মন খারাপ নিয়ে কোথাও শান্তি খুঁজে পাইনা! আমার মন খারাপ তো তোমার সামান্য খুদে বার্তায় ভালো হয়ে যেত। এখন তো সেই অধিকারও নেই। তোমাতে এতটাই ডুবে গিয়েছিলাম যে, তুমি না থাকলে এতটাই নিঃস্ব হয়ে যাবো, আগে বুঝিনি!

শুনছো?
তোমায় ছাড়া আমি যে ভালো নেই!
পৃথিবীর সব আনন্দ আমার কাছে শোক আজ। শোকে বধির হয়ে আমি অনুভূতি শূন্য হয়ে গেছি। হাসতে পারি না, চিৎকার করে কাঁদতেও পারি না! যেদিকে যাই, শত জনসমুদ্রের মাঝেও নিজেকে বড্ড একা লাগে!

আচ্ছা,
তোমারও কী একা লাগে? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে? কাঁদতে না পারলে বুক ভারী হয়ে যায়? তোমার ঘড়ির কাঁটাও কী থমকে থাকে? তুমিও কী ভালো নেই?

নাকি ভালো থাকবে বলেই সব অধিকার কেড়ে নিয়ে অবশেষে নিজের রাস্তা নিজে মাপলে? সব মেনে নিয়ে আমি যখন নীরবতাকেই বেছে নিলাম, তখন অন্তত ভালো থাকার একটা উপায় বলে দিতে পারতে।

দেখো না,
ভালো থাকবো বলে তোমাকে ভালোবাসলাম, অথচ কতদিন হয় আমি ভালো নেই– একটুও ভালো নেই!

18/03/2024

পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো, কারো সাথে একটু কথা বলার ইচ্ছে।
আর আমি হলাম সেই তৃষ্ণার তৃষ্ণার্থ পিপাসু।

17/03/2024

খারাপ সময়ের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কী, জানেন? আপনি এতটাই একা হয়ে যাবেন, এতটাই যোগাযোগহীনতায় ভুগবেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়!

পুরো পৃথিবী থেকেই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন! আশেপাশের হাজার কোলাহলের মাঝেও আপনার নিজেকে অসহায় লাগবে! চেনা মানুষগুলোও আর আগের মতো খোঁজ নিবে না। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি পরিবার আপনাকে এড়িয়ে চলবে! আপনার মন খারাপ, ভীষণ কষ্ট হচ্ছে, এটা বলার মতো কাউকে পাশে পাবেন না– কাউকেই না!

পৃথিবীর প্রয়োজন ফুরালে মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে! আর কাছের মানুষের প্রয়োজন ফুরালে মানুষ একা হয়ে যায়! এই একা হয়ে যাওয়ার মাঝে কী ভয়ানক মনের সাথে যুদ্ধ করতে হয়, নিজেকে ঠিক কতটা সামলে রেখে মানুষ দাঁতে দাঁত কামড়ে নীরব থাকে, তা বোধহয় সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ ভালো বোঝে না।

চিরচেনা মানুষগুলো যখন অচেনা রূপ দেখায়, মানুষ তখন নিজেকে সামলাতে পারে না, নিজের মনকে বোঝাতে পারে না। যাদের পাশে থাকার কথা ছিল, কাঁধে হাত রেখে ভরসা দেয়ার কথা ছিল, তারাই থাকে ধরাছোঁয়ার বাইরে!

পৃথিবীতে মানুষের এই পুরোপুরি একা হয়ে যাওয়ার মাঝে অদ্ভুত এক যন্ত্রণা আছে! যাদের খারাপ সময়ে পাশে থেকে ভরসা দিয়ে এসেছেন, নিজের খারাপ সময়ে ভরসা দেয়ার মতো নিজের সামান্য মনোবল টুকুও হারিয়ে ফেলবেন!

অন্ধকারে চারদেয়ালে পিঠ ঠেকিয়ে ডুকরে ডুকরে কাঁদবেন, অথচ দেখবেন; নিজের ছায়া টাও আপনাকে দেখে ভেংচি কাটছে! পাশে কেউ নেই, নির্জনতায় নিজেকে একা আবিষ্কার করে শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে কেবলই নিজেকে ভৎসনা করবেন! প্রতিটা সেকেন্ড যাবে ঠিক এক যুগের বেগে। দিন ফুরিয়ে রাত এলেও, রাত সহজে শেষ হতে চাইবে না! বারবার মনে হবে, সময়ের কাটা যেন কেউ প্রবল শক্তিতে টেনে ধরে আছে!

03/03/2024

মায়ের পরে তুমিই একমাত্র নারী যাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি!

mention your friend😄😄
31/07/2023

mention your friend😄😄

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when RONY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RONY:

Share