01/05/2024
শুনছো?
আমি ভালো নেই!
চারদিকে এত আনন্দ, এত আয়োজন, অথচ দেখো, আমি ভালো নেই!
ভালো থাকবো কী করে? বলো তো....
ভালো থাকবো বলেই তো তোমায় ভালোবাসলাম, ভালো আর থাকলাম কই? অনুভূতি হারিয়ে আমি আজ যন্ত্র মানব! চারদিকে একাকিত্ব, আর নিঃসঙ্গতার আঁধারে আমি ডুবে যাই!
হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি৷ কেউ দেখে না, খোঁজও নেয় না। বারান্দায় বৃষ্টি বিলাস, জোছনায় টইটুম্বুর চাঁদ, দখিনা বাতাস, কোনোকিছুই আর ভালো লাগে না আগের মতো!
বড্ড ক্লান্ত আমি!
কতদিন হয়, আমি যে হাসতে ভুলে গেছি! হাসবো কীভাবে বলো? কে হাসাবে?
প্রচন্ড মন খারাপ নিয়ে কোথাও শান্তি খুঁজে পাইনা! আমার মন খারাপ তো তোমার সামান্য খুদে বার্তায় ভালো হয়ে যেত। এখন তো সেই অধিকারও নেই। তোমাতে এতটাই ডুবে গিয়েছিলাম যে, তুমি না থাকলে এতটাই নিঃস্ব হয়ে যাবো, আগে বুঝিনি!
শুনছো?
তোমায় ছাড়া আমি যে ভালো নেই!
পৃথিবীর সব আনন্দ আমার কাছে শোক আজ। শোকে বধির হয়ে আমি অনুভূতি শূন্য হয়ে গেছি। হাসতে পারি না, চিৎকার করে কাঁদতেও পারি না! যেদিকে যাই, শত জনসমুদ্রের মাঝেও নিজেকে বড্ড একা লাগে!
আচ্ছা,
তোমারও কী একা লাগে? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে? কাঁদতে না পারলে বুক ভারী হয়ে যায়? তোমার ঘড়ির কাঁটাও কী থমকে থাকে? তুমিও কী ভালো নেই?
নাকি ভালো থাকবে বলেই সব অধিকার কেড়ে নিয়ে অবশেষে নিজের রাস্তা নিজে মাপলে? সব মেনে নিয়ে আমি যখন নীরবতাকেই বেছে নিলাম, তখন অন্তত ভালো থাকার একটা উপায় বলে দিতে পারতে।
দেখো না,
ভালো থাকবো বলে তোমাকে ভালোবাসলাম, অথচ কতদিন হয় আমি ভালো নেই– একটুও ভালো নেই!