VOICE of UMMAH

VOICE of UMMAH ঘুমিয়ে থাকা উম্মাহকে জাগানোর ক্ষুদ্র

29/01/2023
26/01/2023

👍👇

16/01/2023

আলহামদুলিল্লাহ,
অবশেষে মুক্তি মিলল মুফতি ইব্রাহিমের

মুফতি ইব্রাহীমের ১ বছরের কারাদন্ড !ডিজিটাল নিরাপত্তা আইনে করা কথিত মামলায় উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফতি কাজী মোহাম্মদ ই...
16/01/2023

মুফতি ইব্রাহীমের ১ বছরের কারাদন্ড !

ডিজিটাল নিরাপত্তা আইনে করা কথিত মামলায় উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমকে ১ বছর ৩ মাস ১৯ দিনের কারাদন্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালত এ রায় দেন।

মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমকে গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত তার কারাগার ভোগকে সাজা হিসেবে প্রদান করেন আদালত।

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা...তুরাগ নদের তীরে কাঙ্খিত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা। আখেরি মোনাজাতে ...
15/01/2023

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা...

তুরাগ নদের তীরে কাঙ্খিত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।

রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে।

বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমা ময়দানের কার্যক্রম শুরু হয়।

কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের।

সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানানো হয়।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি, বহুতল ভবন, ভবনের ছাদ, ময়দানের চারপাশে হুগলা-পাটি বিছিয়ে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে ময়দানের চারপাশে নির্মিত বহুতল টয়লেটগুলোতে আগে থেকেই মুসল্লিরা অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন।

শোক সংবাদ:জামিয়া পটিয়ার তাফসীর বিভাগীয় প্রধান ও সিনিয়র মুহাদ্দিস,আল্লামা রফিক আহমদ সাহেব  ইন্তোকাল করেছেন!!ইন্নালিল্লা...
14/01/2023

শোক সংবাদ:

জামিয়া পটিয়ার তাফসীর বিভাগীয় প্রধান ও সিনিয়র মুহাদ্দিস,
আল্লামা রফিক আহমদ সাহেব ইন্তোকাল করেছেন!!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

13/01/2023
11/01/2023

দুনিয়া ও আখিরাতে লাভবান হওয়ার গল্প...
👇

হাতে এক লাখ টাকা আছে। হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।

যুবক: কী ব্যবসা করতে পারি?

হুজুর: মুচকি হেসে বললেন, শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিবো নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিবো?

- মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব?

- অবশ্যই পারবে। তাহলে শোনো, পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখেশুনে একটা বিয়ে করে ফেলো। বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে, ছোটখাটো ব্যবসা শুরু করো।

- এত অল্প টাকায় কী ব্যবসা করা যায়?

- আমি যে ব্যবসার কথা বলব, তাতে এত টাকা লাগবে না। আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না?

- জ্বি। তাহলে ওটা চালু রাখো। স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো। ঝালমুড়ি বিক্রি করতে পারো।

- আর হুজুর, আখেরাতের ব্যবসা কীভাবে করব?

- আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা। তোমার বয়েস এখন ২০। আল্লাহর রহমত থাকলে বয়েস ৪০ হতে হতে তোমার প্রায় পাঁচ-ছয়জন বা আরো বেশি সন্তান হয়ে যাবে। দ্বীনদার বউ ঘরে তুলতে পারলে, তোমার সন্তানরাও ইন শা আল্লাহ দ্বীনদার হবে। ৪০ বছর বয়েসেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে। আর হাঁ, তোমার আপত্তি না থাকলে, বিয়েটা অজকেই হতে পারে।

- আমাকে কে পাত্রী দেবে?

- পাত্রী প্রস্তুত আছে। রিকশা চালক আবদুর রশিদ ভাইকে চেনো?

- চিনি।

- তার মেঝ মেয়ে। আমি জানি। বাবার মতো মেয়েরাও ভালো। মেয়েটা মাদরাসায় কয়েক জামাত পড়েছে।
আসরের পর বিয়ের আলোচনা। পাত্র-পাত্রীর সাক্ষাত। এশার পর মসজিদে বিয়ে সম্পন্ন। অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে।
বিশে বিয়ে।
চল্লিশে শিল্পপতি।
উভয় জাহানে।
ইন শ আল্লাহ।

✍️ শাইখ আতিক উল্লাহ ❣️

10/01/2023

বিশ্ব ইজতেমায় শরীক হতে এপর্যন্ত ৭৮ টি দেশ থেকে বিদেশী সাথীগন বাংলাদেশে এসেছেন।

06/01/2023

কারাবন্দী আলেমরা জেলে নির্যাতিত হবেন!
আর
দারুল দেওবন্দের সূর্য সন্তানেরা আরামে জীবন-যাপন করতে পারে না ❌

🎙️ বাবুনগর মাহফিলে আতাউল্লাহ আমীন হাফিঃ ❣️

03/01/2023

আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি সকল আলেমদের নিঃশর্তে মুক্তি চাই ✊✊

“পরীক্ষাটা বোন ফাতেমা কিংবা অর্পার নয়। পরীক্ষাটা এই উম্মতের।এই মুসলিম জনপদের লোকদের।"যারা তার পক্ষ নিয়ে কথা বলেছেন তাদের...
27/12/2022

“পরীক্ষাটা বোন ফাতেমা কিংবা অর্পার নয়। পরীক্ষাটা এই উম্মতের।এই মুসলিম জনপদের লোকদের।"যারা তার পক্ষ নিয়ে কথা বলেছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।

Surely Allah is with the righteous.May Allah protect all Muslims from the conspiracy of the infidels.

Address

Muradpur

Opening Hours

Monday 07:00 - 13:00
Tuesday 07:00 - 13:00
Wednesday 07:00 - 13:00
Thursday 07:00 - 13:00
Friday 07:00 - 13:00
Saturday 07:00 - 13:00
Sunday 07:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of UMMAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share