04/09/2024
ছাত্র -জনতার গণআন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে 🇧🇩মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হবে এটাই প্রত্যাশা করি। দেশের যেসব ক্ষেত্রে সংস্কার বা পরিবর্তন প্রয়োজন সেটা ঠিক করবে এই নতুন বাংলাদেশের বিপ্লবী ছাত্র -জনতা। নতুন বাংলাদেশে প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা-চেতনা-মতামত থাকতে পারে। তাই বলা যায় অধিকাংশ মানুষের প্রত্যাশা-চিন্তা-চেতনা-মতামতই প্রাধান্য পাবে বা প্রতিফলিত হতে পারে। এদেশ কুলি-মজুর,কৃষক, শ্রমিক, মাঝি,রিকসাওয়ালা, উকিল, শিক্ষক, আইনজীবীসহ সকল পেশাজীবী মানুষের দেশ।মানুষকে মানুষ হিসেবে গণ্য করলে বা সম্মান করলেই দেশ দ্বিধা-বিভক্তির হাত থেকে রেহাই পাবে। ✌️