13/12/2022
অাসসালামু আলাইকুম,
আমরা প্রাণের শহর চট্টগ্রাম এর বৃহৎ বাইক,কার ও সামাজিক সংগঠন 'স্ট্রিট লিগ্যাসি' ( Street legacY) প্রতিবারের ন্যায় এইবারও ১৬ই ডিসেম্বর বিজয় উল্লাসে মেতে উঠতে আমাদের সংগঠনের পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল , কার র্যালী ও লাইভ স্ট্যান্ট-শো এবং স্ট্রীট ড্যান্স এর আয়োজন করতে যাচ্ছি ।
চট্টগ্রামের সকল বাইক ও কার' প্রেমী মানুষরা মিলে আসুন সবাই বিজয় উল্লাসে নগর মাতাই।আমাদের এই আয়োজনে সবাই আমন্ত্রিত, আমাদের সাথে বিজয়ের উল্লাসে মেতে উঠতে আমাদের ইভেন্টে অংশগ্রহন করুন।
আমাদের গ্রুপের সকল ফলোয়ার্স বা অতিথি উপস্হিত থাকবেন ১৬ই ডিসেম্বর র্যালিতে তাদের সবার জন্য থাকবে আমাদের গ্রুপের পক্ষ থেকে অফিসিয়াল টি শার্ট ও বাইকের জন্য স্টিকার একদম ফ্রি।
অংশগ্রহণের শর্তাবলি:
১. সব রাইডারের হেলমেট পড়া আবশ্যক।
২. এক বাইকে দুজনের অধিক বসা যাবেনা।
৩. সারিবদ্ধভাবে দুই লাইনে সব বাইক ,মাঝখানে কার ও জীপ সমান গতিতে আগাবে। স্পিড লিমিট( ২০ )
৪.যথাসময়ে উল্লেখিত স্হানে উপস্হিত হতে হবে।
৫. শৃঙ্খলা বজায় রাখতে , কারো প্রতি খারাপ আচারণ করা যাবে না ।
৬. বিশৃঙ্খলা কারী কে সাথে সাথে প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে ।
সময়- দুপুর ১১টা - বিকেল ৫টা।
স্হান - ২ নং গেইট , ফিনলে স্কয়ার
সবাইকে টি শার্ট সংগ্রহের জন্য ১২টার মধ্যে উপস্হিত থাকার জন্য অনুরোধ রইলো।
সবাই মিলে চট্টগ্রামকে একটি সুন্দর,সুশৃঙ্খল ও সফল র্যালী উপহার দিবো ইনশাআল্লাহ ❤️
Street Legacy এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা....