প্রিয় আনোয়ারা

প্রিয় আনোয়ারা "প্রিয় আনোয়ারা" আনোয়ারা উপজেলার জনপ্রিয় অনলাইন মাধ্যম।

পটিয়ায় বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতারবিস্তারিত কমেন্টে...
21/10/2025

পটিয়ায় বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বিস্তারিত কমেন্টে...

আনোয়ারার বারশত ইউনিয়নে সাবেক এমপি সরোয়ার জামাল নিজামের গণসংযোগপ্রিয় আনোয়ারাঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘো...
21/10/2025

আনোয়ারার বারশত ইউনিয়নে সাবেক এমপি সরোয়ার জামাল নিজামের গণসংযোগ

প্রিয় আনোয়ারাঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

গণসংযোগ চলাকালে তিনি সাধারণ জনগণের হাতে দলের ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

21/10/2025

৩শ' আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, প্রার্থীদের ফোন দিচ্ছেন তারেক রহমান। আনোয়ারা-কর্ণফুলীতে কে?

21/10/2025

NEWS24 আজ আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম ১৩) আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে 'নির্বাচনের পথেঃ চট্টগ্রাম ১৩ আসন পরিচিতি' নামে একটি টকশো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে জামায়াতের প্রার্থী প্রফেসর মাহমুদুল হাসান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দীন ও এনসিপির প্রার্থী জোবায়েরুল আলম মানিক অংশগ্রহণ করেন। অনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে টকশোটির আয়োজন করা হয়।

প্রিয়তম স্বামীর মৃত্যুর ১০ দিন পর না ফেরার দেশে স্ত্রীও!নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের ইন্...
20/10/2025

প্রিয়তম স্বামীর মৃত্যুর ১০ দিন পর না ফেরার দেশে স্ত্রীও!

নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের ইন্তেকালের মাত্র দশ দিনের মাথায় তাঁর সহধর্মীনিও ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর মাত্র ১০ দিন পর, শনিবার সকালে নিজ বাসভবনে স্ত্রীও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার জানাজা ও দাফনের ব্যবস্থা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।

আনোয়ারা বটতলী বাজারের ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমাবেশ করেছে চট্টগ্রাম ১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্...
19/10/2025

আনোয়ারা বটতলী বাজারের ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমাবেশ করেছে চট্টগ্রাম ১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ।

কর্ণফুলীতে বিএনপির মতবিনিময় সভায় সাবেক এমপি সরওয়ার জামাল নিজামকর্ণফুলী উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার (১৯ অক...
19/10/2025

কর্ণফুলীতে বিএনপির মতবিনিময় সভায় সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম

কর্ণফুলী উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরম অন্তর্কোন্দলঃ মনোনয়ন ঘিরে আনোয়ারা-কর্নফুলী বিএনপিতে চরম উত্তেজনা!প্রিয় আনোয়ারা বিশ্লেষণী প্রতিবেদনঃচট্টগ্রাম-১৩ (আনো...
18/10/2025

চরম অন্তর্কোন্দলঃ মনোনয়ন ঘিরে আনোয়ারা-কর্নফুলী বিএনপিতে চরম উত্তেজনা!

প্রিয় আনোয়ারা বিশ্লেষণী প্রতিবেদনঃ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কেন্দ্রীয় মনোনয়নপ্রত্যাশীদের অন্তত ৬ টি গ্রুপ মাঠে সক্রিয় হয়ে পড়ায় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও বিভাজন তীব্র হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতা-কর্মীদের বাকযুদ্ধ ও আক্রমনাত্মক আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের চিত্র। অনেকেই অভিযোগ করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন প্রচারণার আড়ালে মনোনয়নকে কেন্দ্র করে চলছে নিজস্ব বলয় তৈরির প্রতিযোগিতা।

আনোয়ারা-কর্ণফুলী তথা চট্টগ্রাম-১৩ আসনে অন্তত আধা ডজন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সরব রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. হেলাল উদ্দিন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান।

স্থানীয় সূত্র ও একাধিক দলীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন ও সরোয়ার জামাল নিজামের অনুসারীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় দলীয় কর্মীদের মধ্যে বেশ কয়েক দফা হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। সরোয়ার জামাল নিজাম অভিযোগ করেছেন, তাঁর সমর্থকদের ওপর হামলার পেছনে প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দীনের নেতা-কর্মীরা প্রত্যক্ষভাবে জড়িত। অন্যদিকে, পর্যবেক্ষকরা বলছেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন নিজের প্রভাব বাড়াতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের স্থান দিচ্ছেন এমন অভিযোগও উঠেছে। স্থানীয় কিছু নেতার দাবি, হেলাল উদ্দিন ও নেতৃত্বাধীন কিছু নেতা-কর্মী 'চাঁদাবাজি ও অনৈতিক তৎপরতায়' জড়িত। তবে এ অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

অন্যদিকে, কিছু বিএনপি নেতা মনে করেন, গত কয়েক বছরের আন্দোলন-সংগ্রামে সরোয়ার জামাল নিজাম খুব একটা সক্রিয় ছিলেন না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়ে তাঁর নীরবতা নিয়ে সমালোচনাও রয়েছে। ফলে মাঠপর্যায়ে তাঁর সমর্থক বলয়েও হতাশা দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আনোয়ারা-কর্ণফুলী অঞ্চলে বিএনপির কার্যক্রমই সবচেয়ে দৃশ্যমান। তবে এই অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনী মাঠে তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। একাধিক প্রার্থী ও বিভক্ত কর্মীসংগঠন নিয়ে ঐক্যবদ্ধ প্রচার গড়া এখন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রশ্ন উঠেছে দলীয় বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসের এই পরিবেশে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি কীভাবে তাদের নির্বাচনী বৈতরণী পার করবে?

আনোয়ারা রায়পুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিতআনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে জা...
18/10/2025

আনোয়ারা রায়পুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক আতিক জামালী।

সভায় ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও এলাকায় কর্মতৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম-১৩ আসনে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে সরওয়ার জামাল নিজামআনোয়ারা, শনিবার (১৮ অক্টোবর ২০২৫)বিএনপির ভারপ্রাপ্ত ...
18/10/2025

চট্টগ্রাম-১৩ আসনে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা, শনিবার (১৮ অক্টোবর ২০২৫)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য ও জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

শনিবার দুপুর ৩ টায় তিনি নিজ গ্রাম তৈলারদ্বীপসহ উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে জাতীয় পুনর্গঠনের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জনগণকে আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

শেখ হাসিনার সৈনিক বলে স্লোগান, গ্রেপ্তার ৩চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে শুক্...
18/10/2025

শেখ হাসিনার সৈনিক বলে স্লোগান, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়, আব্দুল কাদের (৫০), আরিফ (২০) এবং আব্দুল খালেক (২৮) নামের ওই তিন ব্যক্তিকে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরিহিত ব্যক্তি রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলাদেশে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

গ্রেপ্তারকৃতদের জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে রাজনৈতিক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ভিডিওর সূত্র অনুসরণ করে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।ভিডিওটির সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করেছে এবং ঘটনার তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

17/10/2025

অবকাশে আনোয়ারা: কর্ণফুলী টানেল সংলগ্ন মোড়ে গড়ে উঠছে নতুন অবকাশ কেন্দ্র

প্রিয় আনোয়ারাঃ

সপ্তাহজুড়ে কর্মব্যস্ত মানুষের জন্য এখন এক নতুন অবকাশের ঠিকানা হয়ে উঠছে আনোয়ারা। কর্ণফুলী টানেল সংলগ্ন মোড়জুড়ে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। এখানে প্রতিদিন, বিশেষ করে শুক্রবার ও ছুটির দিনে, পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছে শত শত মানুষ।

সহজ যাতায়াতব্যবস্থার কারণে আনোয়ারাবাসীর কাছে জায়গাটি এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। জায়গাটি আনোয়ারার একদম কেন্দ্রস্থলে হওয়ার কারনে মুহূর্তেই পৌঁছে যাওয়া যায় এই মোড়ে, যেখানে খোলা আকাশের নিচে বসে উপভোগ করা যায় অসাধারণ টানেল রোডের সৌন্দর্য আর নানা আকর্ষণীয় খাবারের স্বাদ।

বিভিন্ন দোকানে মিলছে নানান মুখরোচক খাবার চটপটি ও ফুচকা থেকে শুরু করে কাঁকড়া ভাজা, ছোট মুড়মুড়ে পেঁয়াজু ও গরুর দুধের চা পর্যন্ত। সন্ধ্যার পরপরই দোকানগুলোর আলো ঝলমল পরিবেশে তৈরি হয় উৎসবমুখর আমেজ।

স্থানীয়রা বলছেন, টানেল চালুর পর থেকে এলাকাটিতে ব্যবসারও ব্যাপক প্রসার ঘটেছে। কেউ খুলছেন নতুন রেস্টুরেন্ট, কেউ আবার সাজাচ্ছেন পরিবারবান্ধব বসার জায়গা।

অবকাশযাপন, খাবার আর প্রকৃতির ছোঁয়া সবকিছু মিলিয়ে কর্ণফুলী টানেল সংলগ্ন আনোয়ারা এখন চট্টগ্রামের নতুন "উইকএন্ড স্পট" হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় আনোয়ারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় আনোয়ারা:

Share