22/07/2025
চট্টগ্রামে ছাত্রদলের হামলায় শিবিরের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক
ছাত্র শিবিরের এক কর্মীকে মারধর করে পুলিশে দেওয়ার জেরে মঙ্গলবার মধ্য রাতে নগরের চকবাজার এলাকার রণক্ষেত্র পরিনত হয়।
ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফাই সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছাত্র শিবিরের কর্মী জাবেরুল ইসলামের, ২০, অবস্থা আশঙ্কাজনক, তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ ফাহিম,১৯, । ভারি বস্তুর আঘাতে তার মাথা ফেটে গেছে। বাকিদের নাম জানা সম্ভব হয়নি
সূত্র জানায়, কয়েকদিন আগে চকবাজারে ভ্যান গাড়ি থেকে চাঁদা তোলার সময় বাধা দেয় ফাহিম ও স্থানীয়রা । সে ঘটনার জেরে গতকাল রাত ১১ টার দিকে তাকে একা পেয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে ছাত্রদলের কয়েকজন। পরে তাকে চকবাজার থানা পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়।
এসময় খবর পেয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সেখানে যান। ফলে উভয়পক্ষে উত্তেজনা তৈরি হয়, শুরু হয় ধাওয়া পাল্টা। রাত সাড়ে ১২ টার দিকে যুবদলের বহিষ্কৃত
নেতা বাদশাহ'র নেতৃত্বে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। এসময় গুলি শব্দ পাওয়া যায়। অনেকের হাতে ধারালো ও আগ্নেয়াস্ত্র দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র শিবিরের নেতাকর্মীরা চকবাজার থানার পশ্চিম পাশে গোলজার মোরে অবস্থান নেন। অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরা চক সুপার মার্কেট এলাকায় বিক্ষোভ করতে থাকেন। এই সময় পাল্টাপাল্টা হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। অন্তত তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল , "চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহ'র অনুসারীরা কিছুদিন পূর্বে ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে ছাত্রশিবিরের জনশক্তি মো আরিফ স্থানীয় জনতাকে সাথে নিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।"
"ওই ঘটনার জেরে রাতে আরিফকে একা পেয়ে চাঁদাবাজ বাদশাহর অনুসারীরা আরিফকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে শারীরিক নির্যাতন করে থানায় নিয়ে যায়। অথচ আরিফ ২০২৪ সালের জুলাইয়েও ছাত্রশিবিরের পক্ষে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে গুরুতর আহত হন," তিনি বলেন।
তবে অভিযোগ অস্বীকার করে চকবাজার থানা ছাত্রদলের নেতা আব্দুল কাদের বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে মেরে থানায় সোপর্দ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।"
"কিন্তু এর পরপরই চট্টগ্রাম কলেজ থেকে শিবিরের কয়েক নেতা-কর্মী এসে আমাদের নেতা-কর্মীদের মারধর করে থানায় অবরুদ্ধ করে রাখেন। পুলিশ-প্রশাসন শিবিরের পক্ষ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া করছে," তিনি বলেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ #