Port City Times

Port City Times Port City Times is your trusted window to Chattogram — bringing you the latest news, stories, and insights from the heart of the port city.

চবিতে ছাত্রদল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও ছাত্রদল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ক...
28/07/2025

চবিতে ছাত্রদল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও ছাত্রদল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি হলেন- বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা লামিয়া ,২১,।

তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার গৃহকর্মী রুম ঝাড় দিতে প্রবেশ করে লামিয়াকে জানালার সঙ্গে ঝুলতে দেখতে পান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে জেনে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সহপাঠীরা জানান, লামিয়া প্রথম বর্ষের পরীক্ষায় ৬টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ‘ড্রপ আউট’ হন এবং এতে মানসিকভাবে ভেঙে পড়েন। এই ফলাফল নিয়েই তিনি হতাশায় ছিলেন।

হাটহাজারী থানার ওসি কাওসার বলেন, ‘আমরা খবর পেয়ে গিয়ে মরদেহ নিচে শোয়ানো অবস্থায় পাই। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

পাঁচলাইশ আবাসিক এলাকা ....
28/07/2025

পাঁচলাইশ আবাসিক এলাকা ....

এই মুহুর্তের কাতালগঞ্জ!
28/07/2025

এই মুহুর্তের কাতালগঞ্জ!

চট্টগ্রামে ছাত্রদলের হামলায় শিবিরের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনকছাত্র শিবিরের এক কর্মীকে মারধর করে পুল...
22/07/2025

চট্টগ্রামে ছাত্রদলের হামলায় শিবিরের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

ছাত্র শিবিরের এক কর্মীকে মারধর করে পুলিশে দেওয়ার জেরে মঙ্গলবার মধ্য রাতে নগরের চকবাজার এলাকার রণক্ষেত্র পরিনত হয়।

ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফাই সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছাত্র শিবিরের কর্মী জাবেরুল ইসলামের, ২০, অবস্থা আশঙ্কাজনক, তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ ফাহিম,১৯, । ভারি বস্তুর আঘাতে তার মাথা ফেটে গেছে। বাকিদের নাম জানা সম্ভব হয়নি

সূত্র জানায়, কয়েকদিন আগে চকবাজারে ভ্যান গাড়ি থেকে চাঁদা তোলার সময় বাধা দেয় ফাহিম ও স্থানীয়রা । সে ঘটনার জেরে গতকাল রাত ১১ টার দিকে তাকে একা পেয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে ছাত্রদলের কয়েকজন। পরে তাকে চকবাজার থানা পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়।

এসময় খবর পেয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সেখানে যান। ফলে উভয়পক্ষে উত্তেজনা তৈরি হয়, শুরু হয় ধাওয়া পাল্টা। রাত সাড়ে ১২ টার দিকে যুবদলের বহিষ্কৃত
নেতা বাদশাহ'র নেতৃত্বে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। এসময় গুলি শব্দ পাওয়া যায়। অনেকের হাতে ধারালো ও আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র শিবিরের নেতাকর্মীরা চকবাজার থানার পশ্চিম পাশে গোলজার মোরে অবস্থান নেন। অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরা চক সুপার মার্কেট এলাকায় বিক্ষোভ করতে থাকেন। এই সময় পাল্টাপাল্টা হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। অন্তত তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল , "চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহ'র অনুসারীরা কিছুদিন পূর্বে ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে ছাত্রশিবিরের জনশক্তি মো আরিফ স্থানীয় জনতাকে সাথে নিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।"

"ওই ঘটনার জেরে রাতে আরিফকে একা পেয়ে চাঁদাবাজ বাদশাহর অনুসারীরা আরিফকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে শারীরিক নির্যাতন করে থানায় নিয়ে যায়। অথচ আরিফ ২০২৪ সালের জুলাইয়েও ছাত্রশিবিরের পক্ষে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে গুরুতর আহত হন," তিনি বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে চকবাজার থানা ছাত্রদলের নেতা আব্দুল কাদের বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে মেরে থানায় সোপর্দ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।"

"কিন্তু এর পরপরই চট্টগ্রাম কলেজ থেকে শিবিরের কয়েক নেতা-কর্মী এসে আমাদের নেতা-কর্মীদের মারধর করে থানায় অবরুদ্ধ করে রাখেন। পুলিশ-প্রশাসন শিবিরের পক্ষ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া করছে," তিনি বলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ #

চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর ছাত্রদলের হামলায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজন এবারের এইচএসসি পরীক্ষার্থী। ...
21/07/2025

চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর ছাত্রদলের হামলায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজন এবারের এইচএসসি পরীক্ষার্থী।

নগরের চকবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে। থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

নগরের গুলজার মোড় এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। অপরদিকে চক সুপার মার্কেট কাঁচা বাজার এলাকায় অবস্থা নিজের ছাত্রদল ও যুবদল।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার হিসাব ও একটি তুলনা। ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর নিজের স্বীকার ক...
21/07/2025

বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার হিসাব ও একটি তুলনা।
২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর নিজের স্বীকার করা মোট দুর্ঘটনার সংখ‍্যা— ১৪।
একই সময়ে ভারতীয় বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমান ৮৫। কিন্তু, ভারতের আছে (২০২৪ এর হিসাব) ১২৯০ টা বিমান আর ৫০০ হেলিকপ্টার।
ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত ৪.৭ শতাংশ।
সে পরিমানে বাংলাদেশ বিমান বাহিনীর আছে (২০২৩ এর হিসাব)— ১২৫ টা বিমান ও ৬১ টা হেলিকপ্টার।
বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত— ১০.৯৩ শতাংশ। এটা ভারতের তুলনায় ৬ শতাংশ বেশি।
তারপরাও ভারতের প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির সাথে ট্রেনি বিমান দুর্ঘটনা ও পাইলটদের মৃত‍্যুর সম্পর্ক নিয়ে আমির খানের অভিনয় করা একটা বিখ‍্যাত ছবিও আছে।
বাংলাদেশ বিমান বাহিনীর ডিসক্লোজড করা দুর্ঘটনার হিসাবঃ
* ৮ এপ্রিল ২০০৮ – চেংদু এফ‑৭ জেট দুর্ঘটনা (১টি)
* ২০ ডিসেম্বর ২০১০ – দুটি পিটি‑৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে (২টি)
* ৮ এপ্রিল ২০১২ – অ্যারো এল‑৩৯ ক্র্যাশ (১টি)
* ২৬ এপ্রিল ২০১২ – একটি পিটি‑৬ ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে (১টি)
* ১৩ মে ২০১৫ – এমআই‑১৭ হেলিকপ্টার দুর্ঘটনা (১টি)
* ২৯ জুন ২০১৫ – এফ‑৭এমবি যুদ্ধবিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত (১টি)
* ১১ জুলাই ২০১৭ – ইয়াক‑১৩০ দুর্ঘটনা, লোহাগড়ায় (১টি)
* ২৭ ডিসেম্বর ২০১৭ – দুইটি ইয়াক‑১৩০ মাঝআকাশে সংঘর্ষে বিধ্বস্ত (২টি)
* ৩ জানুয়ারি ২০১৮ – এমআই‑১৭ হেলিকপ্টার ক্র্যাশ (১টি)
* ১ জুলাই ২০১৮ – কে‑৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত (১টি)
* ২৩ নভেম্বর ২০১৮ – এফ‑৭বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে (১টি)
* ৯ মে ২০২৪ – ইয়াক‑১৩০ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত (১টি)
* ২১ জুলাই ২০২৫ – এফ‑৭বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকায় একটি স্কুলে বিধ্বস্ত (১টি)

কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন :  নাহিদজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চট...
20/07/2025

কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রাম ফ্যাসিসস্টকে তাড়িয়েছে। নতুন কাউকে ফ্যাসিস্ট হতে দেবে না। আমাদের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। এজন্য আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিলে জাতীয় নাগরিক পার্টির শক্তিকে থামানো যাবে না।

রোববার (২০ জুলাই) রাতে নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সমাবেশ চলে টানা রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা ছাড়াই চট্টগ্রাম নগরীর নেতারা বক্তব্য দেন।

তিনি বলেন, বহু সম্প্রদায় এখানে যুগ যুগ ধরে সম্প্রীতির মাধ্যমে বাস করে আসছে। চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রাম দেশের জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে বিদ্রোহ হবে। চট্টগ্রাম নগরীকে নতুন করে সাজাতে হবে। নতুন বাংলাদেশে নতুন চট্টগ্রাম দেখতে চায়। আমরা জাতীয় নিরাপত্তার জন্য দেশের গুরুত্বপূর্ণ মনে করি চট্টগ্রামকে। জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামকে শক্তিশালী করবে। আমরা এমন বাংলাদেশ করতে চায় যেখাতে বৈষম্য থাকবে না।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকেই। আমরা স্বৈরাচারের সফল পতন ঘটাতে পেরেছি। কিন্তু রাষ্ট্র গঠন করতে পারেনি। যারা অতীতে আমাদের শাসন করেছে তারা জানতো দিন শেষে তারা থাকতে পারবে না। তারা জানতো দিন শেষে তারা ভারতে পালাবে, আমেরিকা পালাবে অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকে ব্যবস্থা করে নিয়েছিল।

তিনি বলেন, আমাদের বাংলাদেশকে নিয়ে থাকতে হবে। আমাদের আগের শাসকরা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গেছে। আমাদের নতুন প্রজন্মকে এইসব সমস্যার সমাধান করতে হবে। তরুণদের রক্ত বৃথা যায়না উল্লেখ করে হাসনাত

আবদুল্লাহ বলেন, হাসিনা চেষ্টা করেছিল পারে নাই। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে। আমাদের নীতি নির্ভর ইনসাফ নির্ভর রাষ্ট্র লাগবে। যে রাষ্ট্র ব্যবস্থায় গ্রহণযোগ্য রাষ্ট্র গড়ে তোলা হবে। আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হবে। বাংলাদেশ কারো বাপের না। বাংলাদেশ জনতার। এখানে ন্যায্য হিস্যা নিয়ে থাকব।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের লড়াই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। নতুন বাংলাদেশে লুটপাটের রাজনীতি দেখতে চায় না। দেশ থেকে টাকা পাচার হয়েছে। নতুন বাংলাদেশে যে কোনো ধরনের প্রকল্পের হিসাব জনগণকে দিতে হবে। দেশের মানুষ পাসপোর্ট অফিস থানায় সচিবালয়ে হয়রানির শিকার হয়। আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হতে হয়। আমরা এই পরিস্থিতি দেখতে চাই না।

16/07/2025

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Port City Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Port City Times:

Share