11/09/2025
🌸 মাওলিদ সেলিব্রেশন – ২০২৫ 🌸
ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ইসলামপ্রিয় দেশবাসী,
চলতি ১৪৪৭ হিজরি রবিউল আউয়াল মাসে বিশ্বমানবতার মুক্তিদূত, আল্লাহর হাবীব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমনের ১৫০০ বছর পূর্ণ হচ্ছে।
এই মহান দিবসকে স্মরণীয় ও তাৎপর্যমণ্ডিত করার লক্ষ্যে, প্রিয় নবীর (দঃ) মহিমা প্রচার, শ্রদ্ধা প্রদর্শন এবং আল্লাহর শুকরিয়া আদায়ের অংশ হিসেবে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ উদ্যোগ নিয়েছে—
📅 শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
🕘 সকাল ৯টা
📍 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
✨ অনুষ্ঠানসূচি ✨
🔹 রচনা প্রতিযোগিতা
বিষয়: “মদিনা রাষ্ট্র গঠনে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতা”
🔹 ধর্মীয় ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান
🔹 শোকরিয়া মাহফিল ও বিশেষ আলোচনা সভা
👉 ইতোমধ্যেই গণপূর্ত অধিদপ্তর ও ডিএমপি-তে অনুমোদনের আবেদন জমা দেওয়া হয়েছে।
🌺 আমাদের আহ্বান 🌺
দেশের সকল আলেম-ওলামা, মাশায়েখ, ইসলামপ্রিয় ভাই-বোন ও সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ অনুরোধ
আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, সার্বিক সহযোগিতা প্রদান করুন এবং মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে প্রিয় নবীজির (দঃ) আগমনের মাহাত্ম্যকে বিশ্ব দরবারে তুলে ধরুন।
আসুন, ভালোবাসা ও শ্রদ্ধার সাথে উদযাপন করি প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস।
📌 আয়োজনে: ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ
Mohammed Shaiful Azam Al-Azhary