মা তুমি কেমন আছো কত দিন দেখিনা তোমায়

  • Home
  • Bangladesh
  • Muradpur
  • মা তুমি কেমন আছো কত দিন দেখিনা তোমায়

মা তুমি কেমন আছো কত দিন দেখিনা তোমায় পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে,শুধু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা।
(1)

মা পৃথিবীর শেষ্ঠ সম্পদ।
15/07/2025

মা পৃথিবীর শেষ্ঠ সম্পদ।

🕊️ একজন মা সন্তানের জন্য সব ত্যাগ করেন, অথচ শেষ বয়সে হয়তো তিনিই সবচেয়ে অবহেলিত!একজন মা তাঁর সন্তানকে বুকের মাঝে আগলে রাখ...
15/07/2025

🕊️ একজন মা সন্তানের জন্য সব ত্যাগ করেন, অথচ শেষ বয়সে হয়তো তিনিই সবচেয়ে অবহেলিত!

একজন মা তাঁর সন্তানকে বুকের মাঝে আগলে রাখতে পারেন, কিন্তু অনেক সময় সেই সন্তানই বড় হয়ে মায়ের ঠিকানা ভুলে যায়।
এটি শুধুই একক কোনো সমস্যার ফল নয় — এর পেছনে রয়েছে সামাজিক, অর্থনৈতিক ও মানসিক নানা চাপ ও জটিলতা।

⚠️ এর পেছনের কিছু মূল কারণ:

🔹 সামাজিক ও অর্থনৈতিক চাপ: কর্মব্যস্ত জীবন, পরিবার ও পেশাগত চাপে সন্তানরা অনেক সময় মায়ের জন্য সময় বের করতে পারে না।
🔹 মূল্যবোধের পরিবর্তন: আধুনিক সমাজে ব্যক্তিকেন্দ্রিকতা ও পারিবারিক বন্ধনের দুর্বলতা এই দূরত্ব বাড়িয়ে দেয়।
🔹 যোগাযোগের অভাব: মা ও সন্তানের মাঝে বোঝাপড়া ও নিয়মিত কথোপকথনের অভাব থেকেও সম্পর্ক দুর্বল হয়ে যায়।
🔹 পারস্পরিক প্রত্যাশা: অনেক সময় মা ও সন্তানের পারস্পরিক প্রত্যাশা না মেলার কারণে দূরত্ব তৈরি হয়।

---

✅ সমস্যার সমাধানে করণীয়:

🔸 পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা: ছোটবেলা থেকেই সন্তানদের শেখাতে হবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ।
🔸 নিয়মিত যোগাযোগ রাখা: কাজের ব্যস্ততা থাকলেও প্রতিদিন ৫ মিনিটের একটি ফোন মায়ের মুখে হাসি ফোটাতে পারে।
🔸 সচেতনতা বৃদ্ধি: সমাজে মা-বাবার প্রতি দায়িত্ব নিয়ে সচেতনতা ছড়ানো জরুরি, যাতে সবাই বুঝতে পারে— “বৃদ্ধ মা-বাবা বোঝা নয়, আশীর্বাদ।”

---

🌺 **শেষ কথায় — মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, পবিত্র ও অপরিসীম ভালোবাসায় গড়া।

এই সম্পর্ক যেন কোনোদিন ছিন্ন না হয়, তা নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব।**

🖋️মা তুমি কেমন আছো কত দিন দেখিনা তোমায়

নাইছ মোমেন্ট।
13/07/2025

নাইছ মোমেন্ট।

কতো নির্মম।
11/07/2025

কতো নির্মম।

* মা আমার সব, আমার পৃথিবী। * মায়ের ভালোবাসাই আমার জীবনের মূল ভিত্তি। * মা ছাড়া জীবন অসম্পূর্ণ।
09/07/2025

* মা আমার সব, আমার পৃথিবী।
* মায়ের ভালোবাসাই আমার জীবনের মূল ভিত্তি।
* মা ছাড়া জীবন অসম্পূর্ণ।

05/07/2025

মা পৃথিবীর অমূল্য সম্পদ।

05/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Shimu Akter

মা পৃথিবীর শেষ্ট নেয়ামত।
04/07/2025

মা পৃথিবীর শেষ্ট নেয়ামত।

আলহামদুলিল্লাহ
06/09/2024

আলহামদুলিল্লাহ

ঈদ মোবারক দেশ বিদেশের সবাইকে।
16/06/2024

ঈদ মোবারক দেশ বিদেশের সবাইকে।

26/05/2024

আল্লাহ হেপাজত করুুন সবাইকে

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when মা তুমি কেমন আছো কত দিন দেখিনা তোমায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা তুমি কেমন আছো কত দিন দেখিনা তোমায়:

Share