Skill Master Academy

Skill Master Academy 2D Cartoon animation, Graphics Design & Video Editing, Freelance Training Centre, Beginner to Advanced

 # # ✈️ **মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: আজকের দিনটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা**📅 **তারিখ:** জুলাই, দুপুর ১:১৮ এর সময়📍 **অব...
21/07/2025

# # ✈️ **মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: আজকের দিনটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা**

📅 **তারিখ:** জুলাই, দুপুর ১:১৮ এর সময়
📍 **অবস্থান:** মাইলস্টোন কলেজ, বাংলাদেশ

আজকের দিনটি বাংলাদেশের শিক্ষা অঙ্গনের ইতিহাসে এক হৃদয়বিদারক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজধানীর মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে আজ দুপুরে একটি ছোট আকারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর আনুমানিক ১:১৮মিনিট এর মধ্যে, হঠাৎ করে একটি প্রশিক্ষণ/ছোট যাত্রীবাহী বিমান মাঠে আছড়ে পড়ে এবং সাথে সাথে তাতে আগুন ধরে যায়।

🔥 **ছবিগুলোতে স্পষ্ট দেখা যায়:**

* বিমানটি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
* আগুন এবং ধোঁয়ার ভয়াবহতা এমন ছিল যে, আশেপাশের এলাকা এক মুহূর্তে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
* ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

🚑 **প্রতিক্রিয়া ও উদ্ধার কার্যক্রম:**
স্থানীয় লোকজন এবং কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন। দ্রুত অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি।

📣 **প্রশ্ন উঠছে:**

* কিভাবে একটি বিমান কলেজের মাঠে এসে পড়ল?
* এটা কি দুর্ঘটনা, নাকি পরিকল্পনার ঘাটতি?
* কর্তৃপক্ষ কি যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেছিল?

🔍 **পরবর্তী করণীয়:**
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুর্ঘটনার সঠিক তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

---

⚠️ **এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তা ব্যবস্থা কতোটা জরুরি, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর স্থানে।**

আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, যাতে কেউ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।

\

---

হ্যালো ময়মনসিংহ বাসিআসসালামু আলাইকুম ময়মনসিংহে আমরাই প্রথম নিয়ে এসেছি Professional 2D Cartoon Animation for Social Media...
19/07/2025

হ্যালো ময়মনসিংহ বাসি
আসসালামু আলাইকুম

ময়মনসিংহে আমরাই প্রথম নিয়ে এসেছি Professional 2D Cartoon Animation for Social Media Master Course

এই কোর্সে কি কি শেখানো হবে?

✅ স্ক্রিপ্ট রাইটিং ও ভয়েস ওভার।
✅ ক্যারেকটার ডিজাইন।
✅ ক্যারেকটার এনিমেশন।
✅ ব্যাকগ্রাউন্ড ডিজাইন।
✅ আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইন।
✅ প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলা থেকে শুরু করে কনটেন্ট SEO এবং অপটিমাইজেশন।

আপনে কেনো আমাদের কোর্সটি করবেন??

✅ কারন আমরা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শেখাবো।
✅ কোর্স শেষে আমাদের টিমে যুক্ত হয়ে ইনকামের সুযোগ।
✅ ওয়ান বাই ওয়ান, ২৪ ঘন্টা/ লাইফটাইম সাপোর্ট।
✅ লাইভ প্রজেক্ট ভিত্তিক ক্লাস করানো হয়।
✅ আমাদের আসন সংখ্যা সীমিত, যার কারনে আপনে নিরিবিলি শিখতে পারবেন।

এছাড়াও কোর্স শেষে পেয়ে যাবেন ২০০+ ক্যারেকটার ও ৩০০+ ব্যাকগ্রাউন্ড রিসোর্স ফাইলের প্রিমিয়াম ভান্ডিল। যেগুলো আপনে আপনার ইচ্ছামত মডিফাই করে কাজ করতে পারবেন।

তাহলে আর দেরি কেনো। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, এখনই জয়েন করুন আমাদের কোর্সে।

যোগাযোগ করুন
হোয়াটসঅ্যাপ ০১৬২৫২০৯৯৩৬

কার্টুন এনিমেশন শিখুন আর সুন্দর একটি ক্যারিয়ার গড়ুন।

তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ

17/07/2025

মোবাইল দিয়ে প্রফেশনাল কার্টুন এনিমেশন শিখুন।

https://youtu.be/KoETdJvpv1M
21/06/2025

https://youtu.be/KoETdJvpv1M

নিশি ভূত-২ | Nishi Bhoot 2 | Yamin | Samima Sraboni | Bangla Horror Cartoon | Bengali Ghost StoryHi guys Cartoon vai of the best channel for Adults and for ...

12/06/2025

indeed remote job

23/04/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

20/04/2025

🫵🫵 শুরু হয়ে গেলো মোবাইল দিয়ে প্রফেশনাল ২ডি কার্টুন এনিমেশন মাস্টার কোর্স।

আপনেও জয়েন করতে পারেন আমাদের এই কোর্সে। আমাদের ২য় ব্যাচে জয়েন করতে এখনই 👇👇

👉👉যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে : 01625-209936

19/04/2025

মোবাইল দিয়ে কার্টুন এনিমেশন শিখুন, আর নিজের ক্যারিয়ার গড়ুন।

আমাদের ফ্রি ক্লাসের ভিডিও। আপনেও চায়লে যুক্ত হতে পারেন আমাদের কার্টুন এনিমেশন কোর্সে।

💥মোবাইল দিয়ে কার্টুন এনিমেশন শিখতে চান, 🫵🫵তারা এই গ্রুপে জয়েন করুন👇

https://chat.whatsapp.com/Lo3TRMwDvTx3jWiXaeT4Dm

💥💥৩টি ক্লাস ফ্রিতে করার সুযোগ আছে, যদি ভালো লাগে তাহলে পেমেন্ট করে ফুল কোর্সটি করতে পারবেন।

15/04/2025

👉👉ডেমো ক্লাস 👇

💥💥আর মাত্র ১ দিন বাকি💥💥

11/04/2025

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Skill Master Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share