ডাক পোস্ট

ডাক পোস্ট জানতে চায় না দুঃখ কেমন? কান্না কেমন সংগোপনে!
হারিয়ে গেলেই মানুষ কেবল গুরুত্ব দেয় বিজ্ঞাপনে🖤🥀

ডাক পোস্ট

11/07/2025

তুমি শুক্রবারের মতো পবিত্র হয়ে,
সুখশান্তি - হাসিখুশি নিয়ে এসো নীড়ে।🌸🤍

রুপের আলোয় ঢাকছে গুণের আধিপত্য,ফর্সা,কালোর দাঁডিপাল্লায়,প্রমাণিত মনুষ্যত্ব! ❣️❤️‍🩹
10/07/2025

রুপের আলোয় ঢাকছে গুণের আধিপত্য,
ফর্সা,কালোর দাঁডিপাল্লায়,প্রমাণিত মনুষ্যত্ব! ❣️❤️‍🩹

10/07/2025

রেজাল্ট খা'রাপ হলে, মন খারাপের কিছু নাই, এইটা তো শুধুমাত্র লিখিত একটা রেজাল্ট ছিলো, আপনি হয়তো তার থেকেও হাজারগুণ ভালো কিছু করতে পারবেন সামনে। নিজের উপরে ভরসা রাখুন। 🖤

10/07/2025

সারাজীবন কেবল সেই মানুষটির কথাই মনে রইলো যাকে ভেবেছিলাম ভুলে যাব !🌸🤍

মির্জা গালিব

09/07/2025

ক্লান্ত ঘুড়ির মতো,উরছে এই দেহ..!
গন্তব্যহীন যাত্রায় প্রাপ্তি সামান্য,ক্লান্তি অনেক ❤️‍🩹❤️‍🩹🌸

24/06/2025

তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি!একটা অদৃশ্য ভয় আমার সম্ভবত, তোমাকে হারিয়ে ফেলার ভয়।সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো, যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেইসব কথা!আমি চেষ্টা করেছি। কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম, আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে! খোলা বইয়ের মতো তুমি পড়ে ফেলবে আমায়।আমার চোখের মাঝের রহস্য তুমি জেনে নিবে চুপিসারে। আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে,তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষণ্নতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি। কিন্তু আমি ভুল ছিলাম। আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না।মানুষ তো আর খোলা বই নয়।আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যে তুমি তো মানুষ, খোদা না!গোপন আর্তনাদের ভাষা কেবল খোদা শুনেছেন।মানুষ কখনো শুনতে পায়নি। তোমাকে প্রতি মুহূর্তে কী গভীরভাবে খোদার কাছে চেয়েছি গোপন প্রার্থনায়, তা তো কেবল খোদাই জানে! 🤍🌸

24/06/2025

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।" এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো-এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে। মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে, তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব। যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা। তাই, যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে-তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, "আমি পারব। আমার
ভেতরের শক্তি অদম্য🖤🌸

24/06/2025

জানো প্রিয়
প্রিয় তোমারে দেখার জন্য আমার এই মনটা সবসময় ছটফট করে,, এইটা আমি বুঝাইতে পারবো না তোমারে,, খাঁচায় বন্দি পাখিরা যেমন ছটফট করে বাহিরে উড়াল দেওয়ার জন্য,, তেমনি আমার এই মনটা তোমাকে দেখার জন্য ছটফট করে,, তুমি কখনো বুঝতেও পারবেনা আমি তোমারে কতটা ভালোবাসি,, তোমার কল্পনার চেয়েও আমি তোমাকে অনেক ভালবাসি,, আমি তোমার জন্য নিঃস্ব হয়ে যাব ফকির হয়ে যাব তাতেও আমার কোন কষ্ট হবে না,, যদি আমি তোমারে সব সময় আমার পাশে পাইলে না_আমার আর কোনো কিছুর ধরকার নাই,, আমি তোমারে অনেক ভালোবাসি তোমারে বুঝাইতে পারবো না.!🌸🖤💔

24/06/2025

অভিশাপ দিচ্ছি না; তবে আমি চাই- আপনার জীবনে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক, আমি চাই-আপনার ভালোবাসা ঠিক আপনার মতো করে আপনাকে ভালোবাসুক, আপনার মতো করেই আপনাকে অবহেলা করুক, আর সবশেষে আপনার মতো করে আপনাকে ছেড়ে যাক। তখন আপনি বুঝবেন অনেকটা ভালোবাসার বিনিময়ে অবহেলা পেলে কেমন লাগে, আপনি বুঝবেন অপেক্ষার প্রহর ঠিক কেমন হয়, আপনি বুঝবেন বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পাওয়া কতটা কষ্টের, নির্ঘুম রাত আপনাকে অনেক বেদনা দিবে, আপনি বুঝবেন অবহেলা পাওয়ার পরেও সেই মানুষটাকেই চেয়ে যাওয়ার আকুতি কেমন হয়।

আমি খুব করে চাই আপনার জীবনে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক, আপনার চাওয়া পাওয়া গুলোকে উপেক্ষা করুক, আপনার পছন্দ গুলোকে ছুড়ে ফেলে দিক, আপনার প্রতি তার একটুও মায়া-দয়া না জন্মাক, আপনাকে সে যত্ন কইরা আগলাইয়া না রাখুক, না রাখুক কোনো প্রতিশ্রুতি,, আপনাকে আপনার মত কইরাই ছেড়ে দিয়ে মিলিয়ে যাক শূন্যে। আপনি দুনিয়ার কোন ভাষা দিয়ে যেনো না বুঝাইতে পারেন; যে আপনি তারে কতোটা ভালোবাসেন, যেমন কইরা আমি আপনারে বুঝাইতে পারি নাই। আপনার মনটাকে শূন্যে ভাসিয়ে দিক, সব স্বপ্নগুলো জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে দিয়ে যাক শুধু একাকিত্ব আর এক বুক আক্ষেপ...!!🌸🖤

তারপর: বহুকাল পরে হয়তো আবারও দেখা হবে আমাদের , কিন্তু ভালোবাসা-বাসী আর হবে না.!💔🌸 শেষ বিসর্গ 🖤
23/06/2025

তারপর: বহুকাল পরে হয়তো আবারও দেখা হবে আমাদের ,

কিন্তু ভালোবাসা-বাসী আর হবে না.!💔🌸
শেষ বিসর্গ 🖤

Address

Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when ডাক পোস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share