AK Aminul Islam.Textile diploma/BSC in textile

follow our: youtube / fb page/Tiktok muktagacha boyz
(4)

15/06/2025

আমার ফেসবুক বোষ্ট করার জন্য এক্সপার্ট দরকার। প্রতি ডলার বুষ্ট করলে অনুমানিক কত ফলোয়ার আসতে পারে।

13/06/2025

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতারা যে কারনে মৃত্যুবরন করেন! How Bangladesh famous actor die !
এই ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা যারা আজ আমাদের মাঝে নেই এবং কি কারনে বা কি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেই তথ্য প্রধান করা হয়েছে!
এরকম আরো ভিডিও দেখতে আমাদের চেনেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে তাকেন!
ধন্যবাদ সবাইকে

#তারকামেলা

তান্ডব দেখে বিপদে
11/06/2025

তান্ডব দেখে বিপদে

হলিউড, বলিউড, সাউথের সিনেম্যাটিক ইউনিভার্স তো অনেক দেখেছেন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কিছু না থাকার একটা আক্ষেপ ছি...
09/06/2025

হলিউড, বলিউড, সাউথের সিনেম্যাটিক ইউনিভার্স তো অনেক দেখেছেন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কিছু না থাকার একটা আক্ষেপ ছিল। কিন্তু ‘তাণ্ডব’ দিয়ে সেই আক্ষেপ অনেকটাই ঘুচে গেল। And one thing -
“This is just the beginning of the chaos.” কিন্তু ছবিটা অনেকের কাছে ভালো নাও থাকতে পারে

নাম: তাণ্ডব - Taandob (2025)
পরিচালক: রায়হান রাফি
অভিনয়: শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর
ধরন: অ্যাকশন থ্রিলার
পার্সোনাল রেটিং: ⭐ ৮/১০

#প্লট: ‘তাণ্ডব’ শুরু হয় ‘স্বাধীন’ নামের এক ব্যক্তির লড়াই দিয়ে, যার উদ্দেশ্য সমাজের সিস্টেম, দুর্নীতি, এবং আইনের অনিয়ম ও অত্যাচারের মুখোশ উন্মোচন করা। এই মুখোশ উন্মোচনের জন্যই স্বাধীন নিজেই মুখোশ পরে নেয় এবং গঠন করে একটি সশস্ত্র দল। তারা একটি জনপ্রিয় টিভি চ্যানেলে আক্রমণ চালায়। খুলতে থাকে একের পর এক জট ও রহস্য। সিস্টেমের ভেতরের দুর্নীতিবাজদের দেখে সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়ে ওঠে।
কিন্তু রহস্য কি এতটুকুই? স্বাধীন আসলে কে? এই হোস্টেজ সিচুয়েশনের আসল উদ্দেশ্যই বা কী? এক রহস্যের পর আরেক রহস্যে মোড়ানো এই তাণ্ডবের আসল কারণ জানতে হলে দেখে ফেলুন ‘TAANDOB’।

🟩 কেন দেখবেন 'তাণ্ডব'?

✅ শাকিব খান: বহু বছরের অভিজ্ঞতা, স্টার পাওয়ার এবং ইমোশনাল গভীরতা দিয়ে নিজেকে একদম নতুন রূপে উপস্থাপন করেছেন মেগাস্টার শাকিব খান।

- তার চরিত্রে ছিল ব্যতিক্রমী ভাব ও নিয়ন্ত্রিত অভিনয়।

- ডায়লগ ডেলিভারিতে ছিল তীক্ষ্ণতা ও ওজন।

- অ্যাকশন ও ইমোশনে করেছেন দুর্দান্ত ব্যালান্স।

- ফেসিয়াল এক্সপ্রেশন ও চোখের চাহুনিতেও ছিল অভিনয়ের ছাপ।

✅ পরিচালক রায়হান রাফি: তিনি শুধু একজন পরিচালক নন, বরং একজন ইউনিভার্স-বিল্ডার। লোকেশ কানাগারাজের ‘LCU’-এর মতোই তিনি ‘তাণ্ডব’ দিয়ে
একটি কন্টিনিউড ইউনিভার্স গঠনের ইঙ্গিত দিয়েছেন।

রাফির গভীরভাবে পরিকল্পিত ক্যারেক্টারস, অসাধারণ সিকোয়েন্স সিনক্রোনাইজেশন, টাইট স্ক্রিনপ্লে, পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড স্কোর এবং স্টাইলিশ ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ সিনেমাটিকে অসাধারণ করে তুলেছে।

✅ অন্যান্য চরিত্র:

- জয়া আহসান: ফিমেল লিড হিসেবে যথারীতি পারফর্মার। তার সূক্ষ্ম ও নজরকাড়া অভিনয় মুভির থ্রিলকে দ্বিগুণ করেছে।

- সাবিলা নূর: অল্প স্ক্রিনটাইমেও ভালো পারফর্ম করেছেন। এক্সটেন্ডেড ক্যামিও হলেও মনে রাখার মতন।

- অন্যান্য : এফ এস নাইম, আফজাল, সেলিম ইনারা তাদের নিজ নিজ জায়গায় ভালো করেছেন।

✅ টেকনিক্যাল দিক:

- সিনেম্যাটোগ্রাফি: অসাধারণ কাজ করেছেন সিনেম্যাটোগ্রাফার 'তাহসিন রহমান'! সাউথ ইন্ডিয়ান থ্রিলার সিনেমার মতো ভিজ্যুয়াল ফিনিশিং। কালার গ্রেডিং টোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

- ব্যাকগ্রাউন্ড মিউজিক: আরাফাত মহসীন নিধীর বিজিএম স্কোর ইনটেন্স থ্রিল ও অ্যাকশন দৃশ্যে গুজবাম্পস তৈরি করে। বিশেষ করে পোস্ট-ক্রেডিটের স্কোর এতটাই অস্থির যে মাথায় গেঁথে থাকে।

- এডিটিং: বেশ টাইট এবং গ্রিপিং। যদিও কিছু জায়গায় ট্রিমিং করলে আরও স্পিডি লাগতো।

- অ্যাকশন কোরিওগ্রাফি: দারুণ! দুটি বড় অ্যাকশন ব্লক ছিল—দু’টিই টপ-নচ!

⛔ নেগেটিভ দিক:
🟥 সিনেমার শুরুতে কিছুটা স্লোডাউন ফিল হয়। প্রথম অ্যাকশন সিকোয়েন্স আসতে সময় বেশি লাগে।
🟥 ‘লিচুর বাগান’ গানটির প্লেসমেন্ট বেমানান লেগেছে, হুট করে ঢুকে গেছে বলে মনে হয়।
🟥 শুরুর দিকে স্ক্রিনপ্লে কিছুটা এলোমেলো মনে হতে পারে, যদিও পরবর্তীতে সবকিছু পরিষ্কার হয়ে যায়।

ওভারঅল ‘তাণ্ডব’ শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, এটি একটি সিনেমাটিক ইউনিভার্সের সূচনা। শাকিব খানকে কেন্দ্র করে এক নতুন যুগের বার্তা দিয়েছেন রায়হান রাফি।
গল্প ও নির্মাণের পরিণত ছোঁয়ায় সমৃদ্ধ এই কমার্শিয়াল ফিল্মটি বাংলাদেশের সিনেমার ভবিষ্যতের জন্য এক রকম গেমচেঞ্জার। আর হ্যা "Surongo 2" ও "Tandob 2" এর জন্য এখন থেকেই অপেক্ষা করে থাকুন, কেবলতো শুরু!
✍️ CrackedFlix

⛔⛔ স্পয়লার এলার্ট ⛔⛔

যারা স্পয়লার চান না, তারা এই অংশটুকু এড়িয়ে যান।
পড়তে চাইলে নিজ দায়িত্বে পড়ুন:-

সিনেমায় দুটি ক্যামিও আছে।

💥 ১ম ক্যামিও: সিয়াম আহমেদ

ক্যামিও হলেও ভালো স্ক্রিনটাইম পেয়েছেন। তার লুক ও স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মনে গেঁথে যাবে। চরিত্রটি অনেকটা বরবাদের আরিয়ান মির্জার আরও উগ্র ও ম্যাড ভার্সন মনে হয়েছে। লুক অনেকটাই আইকনিক ‘রোলেক্স’ থেকে ইন্সপায়ার্ড।

🔥২য় ক্যামিও: আফরান নিশো

এত আলোচনা সমালোচনার পর নিশোর ক্যামিও একদম পয়সা উসুল।
শাকিব খানের পর সবচেয়ে বেশি দর্শক চিয়ার আপ পেয়েছেন নিশো। সিনেমার শেষ ২ মিনিটে “মাসুদ” চরিত্রে ফিরে এসে আস্ত সিনেমার মুডই বদলে দেন। কিছু ডায়লগ ও এক্সপ্রেশনের মাধ্যমেই ভবিষ্যতের ফেইস-অফ সেটআপ তৈরি করে দেন। এই ক্যামিওর সিনেমাটোগ্রাফিও ‘রোলেক্স’-এর থেকে অনুপ্রাণিত মনে হয়েছে। পরিচালক সাহেব সম্ভবত সুরিয়ার ‘রোলেক্স’ চরিত্রটিকে একটু বেশিই সিরিয়াসলি নিয়ে নিয়েছেন!

Finally, This is not just a film, this is a cinematic movement & Shakib Khan is leading the charge!
✍️ CrackedFlix

#তাণ্ডব #তাণ্ডবরিভিউ

হা হা i love you
04/06/2025

হা হা i love you

03/06/2025

এ কেমন শাকিব খান ⚠️ লিচু বাগানেsong link : https://youtu.be/MUI8EueFoE4

Just watched Shakib Khan's latest action flick, "Tandob"! 🔥 Was it a cinematic masterpiece or a chaotic storm? Join me as I break down the performances, the storyline, the action sequences, and everything in between. What did YOU think of "Tandob"? Let's discuss in the comments! : Taandob
Song Title: Lichur Bagan
Starring: Megastar Shakib Khan, Sabila Nur
Vocals : Pritom Hasan, Xefer Rahman, Mongol Mia, Aleya Begum
Composer : Pritom Hasan
Music : Pritom Hasan
Lyricist : Sattar Pagla, Pritom Hasan, Mehedi Ansari, Inamul Tahsin
Mix/ Master: Pritom Hasan
Choreographer: Baba Yadav (India) Ruhul Amin (Bangladesh)

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

গরুর ধন মানুষ পাইয়া,😁😁 মানুষ গেল গরু হইয়া।😁😁মানুষের ধন গরু 🐂🐂পাইয়া, গরু গেল মানুষ👨‍🎓👨‍🎓 হইয়া 😁🤣কি একটা অবস্থা।।।।ভাবা য...
31/05/2025

গরুর ধন মানুষ পাইয়া,😁😁 মানুষ গেল গরু হইয়া।😁😁
মানুষের ধন গরু 🐂🐂পাইয়া, গরু গেল মানুষ👨‍🎓👨‍🎓 হইয়া 😁🤣
কি একটা অবস্থা।।।।ভাবা যায়???

28/05/2025

শাকিব ও আরফান নিশোর তান্ডবে ঝামেলা

> Just watched Shakib Khan's latest action flick, "Tandob"! 🔥 Was it a cinematic masterpiece or a chaotic storm? Join me as I break down the performances, the storyline, the action sequences, and everything in between. What did YOU think of "Tandob"? Let's discuss in the comments! *

Tandob
* Shakib Khan
* Bangla Movie
* Bengali Film
* Dhallywood
* Movie Review
* Film Review
* Bangla Cinema
* Sakib Khan Movie
* Tandob Review
* New Bangla Movie

তান্ডব ই তুফান ২,, ? শাকিব খানের তান্ডবে মূল ক্যামিও কি শাকিব খান নিজেই দিবে??🤨🤨থামেন ভাই। আসেন আপনাদের একটু তান্ডবের গভ...
19/05/2025

তান্ডব ই তুফান ২,, ?
শাকিব খানের তান্ডবে মূল ক্যামিও কি শাকিব খান নিজেই দিবে??🤨🤨

থামেন ভাই। আসেন আপনাদের একটু তান্ডবের গভীরে নিয়ে যাই।😧
সবাই ভাবতেসেন শাকিব খানের তান্ডব সিনেমাতে মূল ক্যামিও দিবে কে??🫤
উত্তর হচ্ছে শাকিব খানের সিনেমাতে ক্যামিও দিবে শাকিব খান নিজেই।😱

কিভাবে? ছবিটার দিকে ভালো করে তাকান। 👇তুফান সিনেমাতে তুফানের কপালে ছিল একটা কাঁটা দাগ। আর এই তান্ডব সিনেমাতেও শাকিব খানের কপালে কাঁটা দাগ। তার মানে বোঝা যাচ্ছে, রায়হান রাফি তান্ডবের সাথে তুফানের ইউনির্ভার্স তৈরি করবে।

এমনও হতে পারে তান্ডব এর শাকিব খান আর তুফানের শাকিব খান বাবা ছেলে। 🤫 কারণ তুফানের গল্প ৯০ সালের আর তান্ডবের গল্প ২০২৫ সালের।🤨

( সম্পূর্ন নিজের মতামত ভাই। যদি মিলে যায় তাহলে পুরোটা কাকতালীয়)
পোষ্ট টি ভালো লাগলে একটা ফলো দিবেন ❤️
টিজারেই কাঁপিয়ে দিলেন শাকিব খান!

(তান্ডব) Forecast (teaser) Review | Shakib Khan | ENG Aminul

18/05/2025

টিজারেই কাঁপিয়ে দিলেন শাকিব খান!

(তান্ডব) Forecast (teaser) Review | Shakib Khan | ENG Aminul

দে facebook তর মায়ের ছবি
12/05/2025

দে
facebook তর মায়ের ছবি

Address

Mymensingh

Telephone

+8801408996524

Website

https://www.youtube.com/channel/UCx-31YCMggSVq6Hrjt6zFqQ, http

Alerts

Be the first to know and let us send you an email when AK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK:

Share