12/10/2025
১/ কিশোরগঞ্জের সড়ক বিভাগ + টাংগাইল সড়ক বিভাগ : ময়মনসিংহ সড়ক জোন+সার্কেলের অধীন
২/ কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি + টাংগাইল পল্লী বিদ্যৎ সমিতি : ময়মনসিংহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন।
৩/ কিশোরগঞ্জ+টাংগাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের অধীন
৪/ কিশোরগঞ্জ+টাংগাইল এলজিআরডি ময়মনসিংহের অধীন।
৫/ দুদক, কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অধীন।
৬/ BSTI বিভাগীয় কার্যালয় ময়মনসিংহে।
৭/ স্বাস্থ্যসেবা ময়মনসিংহ মেডিকেল কেন্দ্রীক। কিশোরগঞ্জের সরকারী হাসপাতালের রোগীদের ময়মনসিংহে রেফার্ড করা হয়।
৮/ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের আওতাধীন কিশোরগঞ্জ+টাংগাইল।
৯/ বাংলাদেশ নির্বাচন কমিশন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অধীন কিশোরগঞ্জ+টাংগাইল আঞ্চলিক সার্ভার স্টেশন।
১০/ কর অঞ্চল ময়মনসিংহের অধীনে কিশোরগঞ্জ+টাংগাইল জেলা কার্যালয়।
১১/ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ময়মনসিংহের আওতাধীন কিশোরগঞ্জ+টাংগাইল
১২/ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC), ময়মনসিংহ এর আওতাধীন কিশোরগঞ্জ ও টাংগাইল
১৩/ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অধীন কিশোরগঞ্জ এবং টাংগাইল।
১৪/ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহের অধীন কিশোরগঞ্জ+টাংগাইল জেলা।
১৫/ আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ (RTA), ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন কিশোরগঞ্জ+টাংগাইল জেলা।
১৬/ কিশোরগঞ্জ : ময়মনসিংহ বন বিভাগের অধীন।
ময়মনসিংহ বন বিভাগ ভেঙ্গে টাংগাইল বন বিভাগ তৈরী হয়েছে।
১৭/ কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস : ময়মনসিংহের অধীন ১৮/ নতুন কুঁড়িসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে টাংগাইল ও কিশোরগঞ্জ ময়মনসিংহের অধীনে থাকে।
ময়মনসিংহ থাকতে না চাইলে ময়মনসিংহের লোকদের বিন্দু পরিমাণ আপত্তি আগেও ছিলোনা এখনো নাই। কোনো ক্ষতি উপকার আমাদেরও নেই আপনাদেরও নেই। অলরেডি কিশোরগঞ্জ টাংগাইল তো ঢাকার সাথেই আছে।
কিন্তু কথা হলো ময়মনসিংহ থেকে আপনার দূরে থাকতে চাইলে আগে এই প্রশাসনিক সুবিধা গুলো ট্রান্সফার করে ঢাকা নিয়ে যান তারপর আন্দোলন করতে আইসেন।
এছাড়াও স্বাধীনতার আগে পরে কিশোরগঞ্জ টাংগাইল ময়মনসিংহ থেকে ভাগ হয়ে একটি নতুন জেলা হয়েছে। সুতরাং ঐতিহ্যের দিক দিয়ে কিশোরগঞ্জ টাংগাইলের সম্পর্ক ঢাকার সাথে গভীর নাকি ময়মনসিংহের সাথে গভীর এইবার চিন্তা করেন। সঠিক ইতিহাস জানুন।,,