নাবী ভাই

নাবী ভাই Black diamond

13/05/2025

জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে! জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে যায়, তবুও মানুষ টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে।

ভালোবাসা, আবেগ-অনুভূতি, মায়া, ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয়! কতকিছু সহ্য করে যায় মানুষ।

হতাশা, ক্লান্তি-অবসাদ, কতশত রোগ নিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকার জন্য লড়াই করে। আজীবন শুধু দুঃখ-কষ্ট ভোগ করে সামান্য একটু সুখের আশায় কত রাত নির্ঘুম কাটায়।

জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না সহজে। হতাশা, ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকাটা ভীষণ যন্ত্রণার হলেও মানুষ বেঁচে থাকে। মানুষকে বেঁচে থাকতে হয়।

11/05/2025

নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ আমি, প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে-সুদিন খুব কাছেই।
সুদিন আসলে অনেক দূরে, এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি, মিথ্যা বলে এসেছি।
এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ। নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারিনা। রাত পার করে দেই দুশ্চিন্তা করে। তবে সুদিন আসবে, দুশ্চিন্তা শেষে এখনো নিজেকে এটাই বলি।
সুদিন আসবে আমার বিশ্বাস, আমার ভেঙে যাওয়ার শেষ মুহূর্তে হলেও আসবে, তবুও সুদিন আসবে।

07/05/2025

এখন পর্যন্ত আমার বেস্ট ইফোর্ট যাদের জন্য দিয়েছি তারা আমাকে নিখুঁতভাবে বুঝিয়েছে আমি তাদের কেউ নই।
পুরো অর্ধ জীবন কাটিয়ে দিলাম একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না😨

06/05/2025

সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন! সবকিছু ভালো থাকার চেষ্টায় বরাবর লড়াই করছি,

দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে,
শেষ পর্যন্ত!
যখন কোন চাওয়া আর পূরণ হয় না,
যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়াও কিছু বাকি থাকে না।

এক সময় অনুভব হয়,এই শূন্যতাই হয়তো চূড়ান্ত সত্য,,!🙂

14/01/2024

Abm Anisuzzaman ভাই MP হয়েছে, এই নিয়ে একটি গান ❤️

28/12/2023

নাইট ফুটবল ম্যাচের একাংশ

25/11/2023

প্রকৃতি অসম্ভব সুন্দর

25/08/2023

ডিজিটাল বাপের ডিজিটাল পোলা

22/07/2023

Yeah

04/09/2022

ভালোবাসলে পেতে হবে তেমন কোনো কথা নেই। আমি তারে ভালোবাসি মানে সব সময় ভালোবাসি" মানুষটা আমার হবে না" জানা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। 🌸

Address

Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাবী ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share