13/05/2025
জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে! জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে যায়, তবুও মানুষ টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে।
ভালোবাসা, আবেগ-অনুভূতি, মায়া, ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয়! কতকিছু সহ্য করে যায় মানুষ।
হতাশা, ক্লান্তি-অবসাদ, কতশত রোগ নিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকার জন্য লড়াই করে। আজীবন শুধু দুঃখ-কষ্ট ভোগ করে সামান্য একটু সুখের আশায় কত রাত নির্ঘুম কাটায়।
জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না সহজে। হতাশা, ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকাটা ভীষণ যন্ত্রণার হলেও মানুষ বেঁচে থাকে। মানুষকে বেঁচে থাকতে হয়।