DH Ontor Media

DH Ontor Media ❣️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ❣️

"ইচ্ছাশক্তি আর অধ্যাবসায় সফলতার একমাত্র চাবি"✌️✌️

🔹 সক্রেটিসের জীবন কাহিনি!নাম: সক্রেটিস (Socrates)জন্ম: খ্রিস্টপূর্ব ৪৬৯ সালে, এথেন্স, গ্রিসমৃত্যু: খ্রিস্টপূর্ব ৩৯৯ সালে...
01/07/2025

🔹 সক্রেটিসের জীবন কাহিনি!

নাম: সক্রেটিস (Socrates)
জন্ম: খ্রিস্টপূর্ব ৪৬৯ সালে, এথেন্স, গ্রিস
মৃত্যু: খ্রিস্টপূর্ব ৩৯৯ সালে (৭০ বছর বয়সে)
পিতা: সোফ্রোনিসকাস (একজন মিস্ত্রি বা ভাস্কর)
মাতা: ফেনারেট (ধাত্রী বা প্রসূতি সহায়িকা)
স্ত্রী: জ্যান্থিপে (Xanthippe)
পেশা: দার্শনিক, নৈতিক চিন্তাবিদ, শিক্ষক

---

🔹 জীবনের মূল দিক

১. শিক্ষা ও ব্যক্তিত্ব

সক্রেটিস নিজে কোনো লেখা রাখেননি, তাঁর ছাত্র প্লেটো ও জেনোফনের রচনার মাধ্যমেই আমরা তাঁর চিন্তা জানতে পারি। তিনি নিজেকে 'জ্ঞানের সন্ধানকারী' বলে মনে করতেন। তাঁর বিখ্যাত উক্তি:
➡️ “আমি জানি, আমি কিছুই জানি না।”

২. দর্শনের পদ্ধতি

তিনি যুক্তিভিত্তিক প্রশ্ন করে সত্যের অনুসন্ধান করতেন। এই পদ্ধতিকে বলে সক্রেটিক পদ্ধতি (Socratic Method)। তিনি যেকোনো বিষয়ে প্রশ্ন করতেন, যেন মানুষ নিজের অজ্ঞতা বুঝতে পারে এবং সত্য উদ্ঘাটিত হয়।

৩. শিক্ষাদান

সক্রেটিস ছাত্রদের সঙ্গে পথেঘাটে, বাজারে, মন্দিরে বসে আলোচনা করতেন। তাঁর বিখ্যাত ছাত্রদের মধ্যে প্লেটো অন্যতম, যিনি সক্রেটিসের চিন্তা ও শিক্ষা রক্ষা করেন এবং সংরক্ষণ করেন।

৪. বিচার ও মৃত্যু

সক্রেটিসের প্রশ্নবিদ্ধ যুক্তিবাদ ও তরুণদের চিন্তাকে প্রভাবিত করার কারণে এথেন্সের কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষুব্ধ হন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়:

যুবকদের বিপথে পরিচালনা করা

দেবতাদের অস্বীকার করা

সক্রেটিস আত্মপক্ষ সমর্থন করেন, কিন্তু আপস করেননি। অবশেষে, তাঁকে বিষপান (হেমলক) করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
➡️ মৃত্যু আগে তিনি বলেন:
"মৃত্যু হয়তো জীবনের চেয়ে ভালো। সেজন্য ভয় পাই না।"

---

🔹 সক্রেটিসের প্রভাব

সক্রেটিস পাশ্চাত্য দর্শনের ভিত্তি স্থাপন করেন। তাঁর শিক্ষা প্লেটোর মাধ্যমে অ্যারিস্টটলের কাছে যায় এবং সেখান থেকে ইউরোপীয় জ্ঞানতত্ত্ব ও নৈতিকতার মূল উৎস হয়ে ওঠে।

#সক্রেটিস #জ্ঞান #সত্য #দর্শন #নেতৃত্ব #মুক্তচিন্তা #জীবনেরপাঠ #ঐতিহাসিক

30/06/2025

আল্লাহর কৃপা আর
মুহাম্মদ (সাঃ) এর সমর্থন ছাড়া হাশরের মাঠে কেউ থাকবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

05/06/2025

যাত্রাপথে সকলের যাত্রা শুভ হউক। ফি আমানিল্লাহ 🤲

👉👉ধৈর্য ধরে গল্পটা পড়বেন 👈👈বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখু...
03/06/2025

👉👉ধৈর্য ধরে গল্পটা পড়বেন 👈👈

বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!

সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদরের ভ্রুক্ষেপ নেই। সে সিংহকে ভেংচি কেটে লাফাতে লাফাতে চলে গেল।

শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, “বনের রাজার সাথে এত্ত বড় বেয়াদবি! আর আপনি কিনা তাকে কিছুই বললেন না!”

সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে।”

কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল।

শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, “সেদিন বাঁদর অত অন্যায় করল, আপনি তাকে কিছুই বললেন না। অথচ আজকে সে তেমন কিছু করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন!"

জবাবে সিংহ বলল, “দিস ইজ পলিটিক্স! সেদিনের পর বাঁদর ভালুককে পিছন থেকে লাথি মেরেছে! হাতির শুঁড় ধরে দুলেছে! গন্ডারের পিঠে চড়ে নেচেছে! হায়নাকে কাতুকুতু দিয়েছে! বাঘকে খোঁচা মেরেছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?”

“সেদিন ওরে মারলে সবাই বলত, আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি।"

"আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ, রাজা সাহেব!”

"বুঝলে তো! মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়।যাতে সবাই ভুক্তভোগী হয় আবার শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে!"
(Collected)

18/03/2025

゚viral

05/10/2024

আল্লাহ বন্যার কবল থেকে দেশকে রক্ষা করুন।
আমিন

03/10/2024

কথা গুলা শুনে কলিজা ঠান্ডা হয়ে যাবে ❣️❣️❣️ ゚viral

03/10/2024

পুরনো শান শুনলে মনে অন্যরকম প্রশান্তি আসে ❣️❣️❣️❣️ ゚viral

02/10/2024

চোখের সামনে মানুষটাকে বাঘ টেনে নিয়ে গেল🥲🥲🥲 ゚viral

26/09/2024

মধুর কন্ঠে তিলাওয়াত ❣️❣️❣️ ゚viral Highlights Tv

22/09/2024

নেশা কাটানোর ব্যায়াম😝😝😃 ゚viral

12/09/2024

Made in China ゚viral Highlights Tv

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when DH Ontor Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share